১৪তম বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :
সাকিব আল হাসান মানেই যেন একের ভেতর অনেক। তার হাতের মুঠোয় চলে রেকর্ড ভাঙা গড়ার খেলা।

সিরিজের শেষ ওয়ানডেতে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যেই ৫০ রানে ইংলিশদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে আজ চট্টগ্রামে মাঠে নামার আগে ওয়ানডেতে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ছিল ২৯৬। এই ম্যাচে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।

১৪তম বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন এই অলরাউন্ডার।

তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট ও ৬০০০ হাজার রানের ক্লাবে নাম লেখালেন সাকিব। সাকিবের আগে শহীদ আফ্রিদি ও সনাৎ জয়াসুরিয়া এই কীর্তি গড়েছেন।

আজ সাকিবের প্রথম শিকার ছিলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। আর চতুর্থ শিকার রেহান আহমেদ। শুরু থেকেই বোলিংয়ে সাকিব ইংলিশ ব্যাটারদের চেপে ধরেছিলেন।

পাপন মুশফিককেও ফোন করেছিলেন

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্তর সাথে বেঁধেছেন ৯৮ রানের জুটি। সেই জুটিতেই ভিত গড়েছে টাইগারদের।

অনেকদিন রানে না থাকা মুশফিকের এমন ফেরায় দলেও স্বস্তি ফিরেছে।

মুশফিকের রানে ফেরার প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘মুশফিকুর রহিমের রান করা সত্যিই স্বস্তির। শুধু এইটা না, বিপিএলে ও যখন শেষ ম্যাচটাতে রান করেছিল, তখন আমি ওকে ফোন করেছিলাম। আমি আসলে এত খুশি হয়েছিলাম…. আমি জানি যে ওর মধ্যে ওই পটেনশিয়ালটা আছে, কিন্তু রান পাচ্ছে না।’

মুশফিকের প্রশংসা করলেও বিসিবি সভাপতি স্পষ্ট বলে দেন, পারফর্ম না করলে কেউ দলে টিকতে পারবে না। তিনি আরও বলেন, ‘হয় কি… কোনো একজন ভালো খেলোয়াড় যদি অনেকদিন ধরে রান না পায়, তখন তাকে নিয়ে অনেক রকম চিন্তাভাবনা হতেই হবে। উপায় নাই। তো এই সময়টায় ও করেছে (রান)। আশা করি ও এটা ধরে রাখতে পারবে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম না করতে পারলে কেউ টিকতে পারবে না। কাজেই আমার বিশ্বাস, আমাদের যেসব খেলোয়াড় আছে তারা সবাই পারফর্ম করবে।’

সিরাজগঞ্জে তাড়াশে বাসের ধাক্কায় নিহত তিন

ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জে তাড়াশে বাসের ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।  আজ সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার মান্নান নগরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন নাটোর সিটি কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, সুজন ও সিয়াম। তাঁদের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, আজ সকালে বেলকুচি থেকে একটি মোটরসাইকেলযোগে তিন শিক্ষার্থী নাটোরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে তাড়াশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, ‘নিহত শিক্ষার্থীদের মরদেহ থানায় আনা হয়েছে। তারা নাটোর সিটি কলেজের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাঁচা বাদামের সেই গায়ককে বাড়ি ছাড়তে হলো

ডেস্ক রিপোর্ট :
বাড়ি ছাড়তে বাধ্য হলেন ‘কাঁচাবাদাম’ খ্যাত গায়ক ভুবন বাদ্যকর। ‘বাদাম বাদাম দাদা কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ তুমুল জনপ্রিয় এই গানটি এখন সবার মুখে মুখে। এই গানের মাধ্যমেই খ্যাতি অর্জন করেন তিনি।

তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থারও পরিবর্তন হয় এই গায়কের। আর তা দিয়ে নিজের একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ভুবন। কিন্তু বাড়ির কাজ শেষ করার আগেই, অত্যাচারে সেই বাড়ি ছাড়তে বাধ্য হলেন তিনি।

দিন কয়েক আগে ভুবন বাদ্যকর অভিযোগ করেছিলেন, গায়কের ‘কাঁচাবাদাম’ গানটির কপিরাইট চুরি হয়ে গেছে। আর এ কারণে তার উপার্জন অনেক কমে গেছে। এর মাঝেই চাঁদাবাজদের অত্যাচারে বাড়ি ছাড়তে হয়েছে তাকে। মূলত, খ্যাতির কারণেই এই বিড়ম্বনায় পড়েছেন বলে মনে করছেন তিনি!

জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই আমার কাছে অনেক টাকা আছে ভেবে নানা গ্রাম থেকে লোকজন আসছেন টাকার জন্য। কেউ মেলার নামে টাকা চাচ্ছে, কেউবা আবার ছেলের অসুস্থতার কথা বলে, আবার কারও মেয়ের বিয়ে তাই টাকা চাচ্ছে।

আর সেই টাকার পরিমাণ ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা বলে জানান তিনি। এমনকি তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে হুমকিও দেওয়া হচ্ছে এই গায়ককে।

এ প্রসঙ্গে ভুবন বলেন, বর্তমানে আমার গানের কপিরাইট আছে। কিন্তু সেটার টাকা পাই না। তাই সব জায়গায় আর গাইতেও পারি না। কিন্ত গ্রামের লোকের ধারণা, গান গেয়ে প্রচুর টাকা উপার্জন করছি আমি। তাই তাদের চাহিদা অনুযায়ী টাকা দিতেই হবে আমাকে।

আর এখন তো শুধু গ্রাম নয়, আশপাশের বিভিন্ন ক্লাব, নানা সংগঠন টাকা না দিলেও দিনে পর দিন আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু গান ছাড়া তো আমি বেকার। আর আয়-রোজগার না করতে পারলে এত টাকা কোথা থেকে দেব। তাই বাধ্য হয়ে পরিবার নিয়ে দুবরাজপুরে বাড়ি ভাড়া নিয়ে আছি।

দুর্দান্ত বোলিংয়ে জয় দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

লক্ষ্যটা বড় নয়। জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৪৭ রান। এই মাঝারি লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। দুজনে মিলে গড়ে তোলেন প্রতিরোধ। তবে জমে যাওয়া এই জুটি ভেঙে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সাকিব আল হাসান।

দুই ওপেনার রয়(১৯) ও সল্ট (৩৫) উভয়কেই বিদায় করেছেন সাকিব। ওয়ানডাউনে নামা ডেভিড মালানকে(০) ও মঈন আলিকে সাজঘরে ফেরান ইবাদত হোসেন। এরপর মিরাজ বিদায় করেছেন স্যাম কারানকে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় দেখছে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ সোমবার (৬ মার্চ) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন সাকিব আল হাসান। ৭১ বলে তাঁর ইনিংস সাজানো ছিল সাত বাউন্ডারি দিয়ে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচেও টসে জিতে বাংলাদেশ। সাগরিকার ফ্লাট উইকেটে অধিনায়ক বেছে নেন ব্যাটিং। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডেতে ফ্লপ থাকা লিটন দাস আজও ব্যর্থ হলেন। ইংলিশ পেসার স্যাম কারানের গতিতে বিধ্বস্ত হলেন প্রথম ওভারেই। ইংলিশ পেসারের করা অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল ছেড়ে না দিয়ে খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু টাইমিং ঠিক না থাকাতে ব্যাটের কানায লেগে বল চলে যায় কিপারের হাতে। দ্বিতীয় ওয়ানডেতে গোল্ডেন ডাকে ফেরা লিটন আজ টিকলেন তিনবল। তবে রানের খাতা খুলতে পারেননি। ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে আউট হলেন শূন্য রানে।

লিটনের পর তামিমকেও নিজের শিকার বানান কারান। তৃতীয় ওভারে বাঁহাতি এ পেসারের লেগ স্টাম্পের বলে ফ্লিক করেতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন তামিম। সেখানে থাকা জেমস ভিন্স ক্যাচ লুভে নিয়ে ১১ রানে মাঠ ছাড়া করেন তামিমকে।

১৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেই বিপদ সামলানোর চেষ্টা করেন মুশফিক ও শান্ত। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। এর মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন শান্ত। কিন্তু এরপরই রানআউটের কাটায় পড়ে বিদায় নিতে হয় শান্তকে। ৭১ বলে ৫৩ করে থামেন শান্ত।

শান্ত ফেরার পর হাফসেঞ্চুরির দেখা পান মুশফিক। ৬৯ বলে ৪ বাউন্ডারিতে মুশফিক স্পর্শ করেন ৪৩তম ওয়ানডে হাফসেঞ্চুরি। হাফসেঞ্চুরির পর সাকিবকে সঙ্গে নিয়ে দলকে টানেন মুশফিক। কিন্তু থিতু হয়ে মুশফিক নিজেও বিদায় নেন। আদিল রশিদের গুগলিতে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক। ফেরার আগে ৭০ রান করেছেন মুশফিকুর রহিম। ৯৩ বলে তাঁর ইনিংসে ছিল ৬টি চারের মার। মুশফিকের বিদায়ের পর একে একে হতাশ করেন আফিফ, মাহমুদউল্লাহ, তাইজুলরা।

তবে দলের বিপদে হাল ধরেন সাকিব আল হাসান। পাঁচ নম্বরে নেমে তিনি উপহার দেন ৭৫ রানের চমৎকার ইনিংস। তার ব্যাটে চড়েই আড়াইশর কাছাকাছি যায় বাংলাদেশ।