২২ মে থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

ডেস্ক রিপোর্ট:

রাজশাহী থেকে ঢাকায় আম পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। আগামী ২২ মে থেকে চালু হচ্ছে এই ট্রেন। এক জোড়া ম্যাংগো স্পেশাল ট্রেন রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকায় যাবে। আবার ঢাকা থেকে রাজশাহী হয়ে রহনপুর আসবে। পশ্চিম রেলের এই বিশেষ ট্রেন শাক-সবজিসহ অন্যান্য ফলমূল ঢাকায় নিয়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘প্রতি বছরের মতো এবারও কম খরচে আম পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হবে। আগামী ২২ থেকে ২৫ মের মধ্যে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করার কথা আছে। আমরা একটা সভা করে চাষিদের চাহিদা অনুযায়ী সময় নির্ধারণ করব।’

তিনি বলেন, গুটি জাতের আম যেহেতু ঢাকায় তেমন চাহিদা নেই, তাই ২০ তারিখের পর গোপালভোগসহ মিষ্টি জাতের আম পাড়া শুরু হলে তখন ট্রেন চালু হবে। আনুমানিক ২২ থেকে ২৫ তারিখের মধ্যে সময়টা হবে। প্রতি কেজি আমে ভাড়া ও ট্রেনের সময় পরিবর্তন হবে না। গতবার যা ছিল এবারও তাই হবে।
ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল সাড়ে ৪টার দিকে ছেড়ে যাবে এবং ঢাকায় রাত ২টার দিকে পৌঁছাবে। এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বাজারগুলোতে তরতাজা সতেজ আম পৌঁছানো সম্ভব হবে। যানজট ও উঁচু-নিচু জায়গা না থাকায় আমেরও কোনো ক্ষতির সম্ভাবনা নেই।

গতবারে মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টায় রহনপুর থেকে ছেড়ে রাত ১টায় আমবাহী ট্রেনটি ঢাকায় পৌঁছায়। আবার রাত ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রহনপুরে পৌঁছায় বেলা ১১টায়। রাজশাহী অঞ্চল থেকে ঢাকায় স্বল্প সময়ে আম পৌঁছাতে গত বছর ২৫ মে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হয়। পাঁচটি ওয়াগনে ঢাকায় যায় রাজশাহী অঞ্চলের আম।

প্রতি বগির ক্যারিং ক্যাপাসিটি ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হয় ৩০ মেট্রিক টন। শুধু আম নয়, আমের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও ট্রেনে পরিবহন হয়। পশ্চিমাঞ্চল রেল সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে প্রতি কেজি আম পরিবহনের ভাড়া প্রস্তাব করা হয়েছে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ৩৪৩ কিলোমিটার পথের জন্য প্রতি কেজি আমে ভাড়া দিতে হবে এক টাকা ১৭ পয়সা।

পুনাক বিএমপি’র প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ, সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন

১৭ মে ২০২২ খ্রিঃ সকাল ১০ঃ০০ টায় পুনাক বিএমপি’র প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ, সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয়।
সার্বিক পরিকল্পনা তত্ত্বাবধান ও বাস্তবায়নে পুনাক বিএমপি  সভানেত্রী জনাব আফরোজা পারভীন (বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয়)।

আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে বরিশাল নগরীর সর্বত্র অটো রিক্সা চলাচলের উদ্যোগ গ্রহন করা হবে

অর্থলোভী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাকার আহবান জানিয়ে বরিশাল সিটি কর্পোশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘোষনা করেছেন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করে আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে বরিশাল নগরীর সর্বত্র অটো রিক্সা চলাচলের উদ্যোগ গ্রহন করা হবে। তিনি গতকাল সোমবার বিকেলে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারি চালিত অটো শ্রমিক কল্যান আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন। মেয়র তাঁর বক্তব্যে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন থেকে নিবন্ধিত হয়ে নগরীতে অটো চলাচল করলেও আমি দেখেছি এরপরেও কয়েক স্থানে তাদের টাকা প্রদান করতে হয়। আমি সার্বিক বিবেচনায় বিসিসির এক কোটি টাকা ক্ষতি করে দুই হাজার একশত অটোর নিবন্ধন করে দিয়েছিলাম। কিন্তু অটো চলাচল বন্ধ করিনি। অটো চলতে কোন বাধাগ্রস্ত করিনি। কিন্তু দেখলাম বিভিন্ন দলের নামে অটো শ্রমিকদের কাছ থেকে টাকা কামানোর ধান্ধায় প্রতিনিয়ত ফন্দি ফিকিরের মাধ্যমে তথাকথিত আন্দোলন করা হচ্ছে। আমি যখন শ্রমিকদের কল্যানে কিছু পদক্ষেপ হাতে নিয়েছি তখন ওই সকল ষড়যন্ত্রকারী ধান্ধাবাজরা টাকা কামানোর পথ বন্ধ হওয়ার ভয়ে নতুন করে নাটক শুরু করেছে। ষড়যন্ত্রকারীরা তথাকথিত আন্দোলন পরিচালনায় কোথায় এতা টাকা পায়, এ প্রশ্ন রেখে মেয়র বলেন, ওই সকল ধান্ধাবাজরা হয় শ্রমিকদের চুষে খায় না খায় বিদেশ থেকে তাদের কাছে টাকা আসে। মেয়র সাদিক আবদুল্লাহ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাউকে টাকা দেবেন না। তারা আপনাদের এই নগরীতে চলাচলের অনুমতি দেয়ার ক্ষমতা রাখেনা।এ নগরীতে চলাচলের বিষয়ে একমাত্র বরিশাল সিটি কর্পোরেশনই অনুমতি দিতে পারবে। এবং আপনারা যাতে নগরীতে চলাচল করতে পারেন সেব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে। আমি মেয়র থাকি আর না থাকি আমার সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের জন্য কাজ করবো। জনগনের সেবা করাই আমার উদ্দেশ্য।অটোর চার্জ দেয়ার সুবিধার্থে নগরীর প্রতিটি ওয়ার্ডে চাজিং স্টেশন করা হবে জানিয়ে মেয়র বলেন, যারা অটো চালাবেন তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। চালকদের লাইসেন্স প্রদান করা হবে, বিনামূল্যে চালকদের পোশাক দেয়া হবে, কর্পোরেশনের পক্ষ থেকে পূর্বের ন্যায় ফি নিয়ে নিবন্ধন করা হবে। সব প্রক্রিয়া শেষের পর অটো শ্রমিকরা কর্পোরেশনের আওতাভূক্ত হয়ে যাবেন তখন থেকে তাদের সকলের দায়িত্ব আমার। অগনিত শ্রমিকের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

শনিবার খোলা থাকবে ব্যাংক

ডেস্ক রিপোর্ট:

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা পূর্ণ দিবস খোলা রাখতে হবে।

মঙ্গলবার (১৭ই মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্থানে ডলারের দাম

ডেস্ক রিপোর্ট:

খোলা বাজারে ডলারের দাম ছাড়িয়েছে একশ টাকা। টাকার বিপরীতে ডলারের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে মঙ্গলবার। ১ মার্কিন ডলার কিনতে ১শ ১ টাকা খরচ করতে হয়েছে ক্রেতাকে। তবে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া দাম ৮৭ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে।

রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হয়েছে ১০০ এক টাকা পর্যন্ত। কিন্তু ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া দাম ৮৭ টাকা ৫০ পয়সায় বিক্রি করে। এতে খোলাবাজারের তুলনায় ব্যাংকের ডলারের দামের পার্থক্য ১৩ টাকায় দাঁড়ায়।

ডলারের দামের পার্থক্য আগে কখনো এত বেশি হয় নি। এতে বিপাকে পড়েছেন পর্যটক ও চিকিৎসার জন্য বিদেশগামী যাত্রীরা।

ফের বাড়ল সোনার দাম

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দেশের বাজারেও বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে সোনার দাম বাড়া‌নো হয়েছে এক হাজার ৭৫০ টাকা। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রির দাম বে‌ড়ে দাঁড়াবে ৭৮ হাজার ২৬৫ টাকায়। যা এতদিন ছিল ৭৬ হাজার ৫১৬ টাকা।

মঙ্গলবার (১৭ই মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১৮ই মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ১৬৭ থেকে এক হাজার ৭৪৯ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো অপরিবর্তিত আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি মঙ্গলবার (১৭ মে) বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ মে থেকে কার্যকর হবে।

১০ দিনের রিমান্ডে পি কে হালদার

ডেস্ক রিপোর্ট:

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পি কে হালদারসহ ৬ জনকে আবারও ১০দিনের রিমান্ডে পাঠিয়েছে কলকাতার আদালত।

তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি- এর হাতে গ্রেপ্তার হওয়া পি কে হালদার ও তার ভাই প্রাণেশ হালদারসহ সহ মোট ছয় জনকে। আদালত ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে তাদের।

বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে পিকে হালদারসহ আটক অন্য ৫ সহযোগীর বিরুদ্ধে অর্থপাচারের মামলা দায়ের করে ইডি। এই মামলায় বেআইনি অর্থের উৎস সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে না পারায় পি কে হালদারের সর্বোচ্চ ৭ বছরের এবং সর্বনিম্ন ৩ বছরের জেল হতে পারে।

পিকে হালদার চক্রান্তের শিকার বলে জানিয়েছেন তার ভাই প্রাণেশ হালদার । তাকে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, গোপনে দেশ ছাড়ার পর পি কে হালদারের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে হাইকোর্ট। মঙ্গলবার এই রুলের শুনানি হয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে। এ সময় পি কে হালদারের পাচার করা অর্থ কোন দেশে আছে তা জানতে চায় আদালত। একই সাথে পি কে হালদারের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি জানাতে দুদককে নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১২ই জুন এ বিষয়ে আবার শুনানি হবে।

এছাড়া মঙ্গলবার পি কে হালদার চক্রের অন্যতম সহযোগী রতন কুমারের বিরুদ্ধে দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার হোসেন প্রধান মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, রতন কুমারের ৫ কোটি ৮২ লাখ টাকার সম্পদের বৈধ কোনো উৎসই পাওয়া যায়নি।

জানা গেছে, পিকে চক্রের আরো কয়েকজন সদস্যদের সম্পদের উৎস খতিয়ে দেখছে দুদক। তদন্তে পিকে সিন্ডিকেটের আরো দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।