বরিশালের বাজার রোডে ভবনে অগ্নিকাণ্ড

বরিশাল নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাজার রোডে একটি চারতলা ভবনের উপরে টিনের ছাপড়া কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বরিশাল ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাজার রোডের মহানাম ভান্ডারের মালিক অশোক কুমার সাহার চারতলা ভবনের উপরে টিনের ছাপড়া কক্ষে আগুনের সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এর আগেই একটি ডেস্ক কম্পিউটার, ১টি ল্যাপটপ ও ২টি ট্রাংক পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারনে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় বাজার রোডের ব্যবসায়ীরা।

গৌরনদীতে ট্রাক চাঁপায় ভ্যানচালক নিহত

শামীম আহমেদ ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বড় কসবা নামক এলাকায় অজ্ঞাত ট্রাক চাঁপায় সাইয়েদ হাওলাদার (৩৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত সাইয়েদ উজিরপুর উপজেলার হস্তিসুন্ড গ্রামের আবু বকর হাওলাদারের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ভ্যানচালক সাইয়েদ পাটকাঠী নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বড় কসবা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরপেয়ে নিহতের মরদেহ ও দূর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করা হয়।

বরিশালের মেহেন্দিগঞ্জে পরিত্যাক্ত টং ঘর থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার

শামীম আহমেদ ॥

বরিশালের মেহেন্দিগঞ্জে পরিত্যাক্ত টং ঘর থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহষ্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আমিরুল হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিন জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রুকুন্দি গ্রামের গণেশপুরা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ওই এলাকার একটি পরিত্যাক্ত টং ঘরে তল্লাশী চালিয়ে দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কাল ঢাকা আসছে আফগানিস্তান

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আগামীকাল শনিবার ঢাকা আসছে। এর আগে, গত মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিলো আফগানিস্তান যুব দলটির। তবে ভিসা জটিলতার কারণে সফর বিলম্ব হয় তাদের।

জানা গেছে, তালেবানরা আফগান দখলের পর থেকে কাবুলের বিমান যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বাংলাদেশ সফরে আসার জন্য পাকিস্তানের ভিসার জন্য অপেক্ষা করতে হয়েছে আফগান যুবাদের।

এবারের সফরে পাঁচটি একদিনের ম্যাচ ও একটি চার দিনের ম্যাচ খেলবে আফগানিস্তান ও বাংলাদেশের যুবারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ঢাকায় পৌঁছানোর পর সিলেটে গিয়ে তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান।

 

এরপর ১০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের চারটি ওয়ানডে হবে- ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ম্যাচটি শেষে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ঢাকা ছাড়বে আফগানিস্তান।

দেশে একদিনে আরও ৩১৬৭ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ৭০ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে। এছাড়াও দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন। একই সময়ে ২৯ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।

কলাপাড়ায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় সাথী আক্তার (১৭) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত সাথীর পিতা হারুন সরদার বাদী হয়ে মাহিপুর থানায় একটি মামলা করেছে। পুলিশ ওইরাতে স্বামী জাহিদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে নববধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও নববধূর পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে মাত্র দেড় মাস আগে সাথী আক্তার ও জাহিদুল ইসলামের বিয়ে হয়। এর পর কাজের সুবাদে তার কুয়াকাটায় এসে পাঞ্জুপাড়া এলাকায় সুমন সিকদারের বাসা ভাড়া নেয়। সেখানে বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। বৃহস্পতিবার রাতে সাথী ফ্যানের আংটার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে মৃত্যুর আগে একটি সুসাইড নোট লিখে গেছেন। মৃত সাথী উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে। এছাড়া পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের সেলিম হাওলাদারের পুত্র জাহিদুল ইসলাম। পেশায় একজন ইলেকট্রিক মেকানিক বলে জানা গেছে।

মৃত সাথীর পিতা হারুন সরদার সাংবাদিকদের বলেন, বিয়ের কিছু দিন যেতে না যেতেই জাহিদুল তার মেয়েকে বিনা কারনে অত্যাচার করতো।

 

মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত নববধূর স্বামী জাহিদুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিয়ে করলেন ঝালকাঠির সেই পা হারানো লিমন

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমন। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার সরখোলা পাড়ার জাহিদুল ইসলাম টিটোর বড় মেয়ে রাবেয়া বসরীর (১৯) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শুক্রবার দুপুরে কনের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন এখন সাভারের গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী প্রভাষক। দশ বছর আগে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের গুলিতে পা হারিয়েছিলেন তিনি। বিষয়টি সে সময় সারাদেশে আলোচিত হয়েছিল।

কনের পরিবারের সদস্যরা জানান, গণবিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফুয়াদ হোসেনের বাড়ি অভয়নগরের সরখোলা গ্রামে। তিনিই এ বিয়ের মধ্যস্থতা করেন। অভয়নগরের নওয়াপাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাবেয়া বসরী দুই ভাই-বোনের মধ্যে বড়।

 

শুক্রবার দুপুরে বাবা-মাসহ ১০ জন বরযাত্রী নিয়ে লিমন কনের বাড়িতে পৌঁছান। জুম্মার নামাজের আগেই দুই লাখ টাকা কাবিনে স্থানীয় কাজী বিয়ে পড়ান। করোনার কারণে ছোট পরিসরে এ বিয়ে সম্পন্ন হয়। কনে রাবেয়ার বড় চাচা আহসান হাবিব খোকন বলেন, লিমনের একটি পা নেই, তা জানার পরও তার যোগ্যতা দেখেই তার সাথে তারা মেয়ের বিয়ে দিয়েছেন। লিমন বলেন, বাবা-মায়ের পছন্দ করা মেয়ের সাথেই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তিনি। এজন্য সবার দোয়া চেয়েছেন।

কনে রাবেয়া বসরী বলেন, জীবনযুদ্ধে জয়ী লিমন হোসেন একজন সংগ্রামী মানুষ। সবকিছু বুঝেই আমরা বিয়ে করেছি। রাবেয়ার বাবা জাহিদুল ইসলাম টিটো বলেন, মাস ছয়েক আগে ড. ফুয়াদ হোসেনের মাধ্যমে এ বিয়ের কথাবার্তা শুরু হয়। ছেলে-মেয়ে উভয়ের মতামতের ভিত্তিতেই এ বিয়ে হয়েছে।

লিমনের বাবা তোফাজ্জেল হোসেন বলেন, আমার ছেলেকে তো মেরেই ফেলেছিল। আল্লাহ তাকে বাঁচিয়েছে। বর-কনের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে নিজ বাড়ির পাশের একটি বাগানে লিমনের পায়ে গুলি করেন র‌্যাব সদস্যরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার গুলিবিদ্ধ পাটি কেটে ফেলতে হয়। এ ঘটনায় র‌্যাব লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। লিমনের মাও তার সন্তানকে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা করেন। এসব মামলা চলাকালীনই লিমন তার লেখাপড়া চালিয়ে যান এবং এক পর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি তিনি গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগদান করেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে সহকারী প্রভাষক হিসেবে তিনি পদোন্নতি পান।

বরগুনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীর উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামের আবু বকর নামে আড়াই বছরের একটি শিশু শুক্রবার সকালে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

তালতলী উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামের সোলায়মান হাওলাদারের শিশুপুত্র আবু বকর পরিবারের সকলের অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পরে ডুবে যায়। শিশু আবু বকরকে অনেকক্ষণ ধরে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। ঘন্টা খানেক পরে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। স্বজনরা তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় তাকে মৃত ঘোষনা করেন।

তালেবানের সঙ্গে সম্পর্ক গড়া প্রয়োজন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কাবুল দখলের পর দ্বিতীয় বারের মতো নতুন সরকার গঠনের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে তালেবান।

মানবাধিকার রক্ষা ও ইসলামি শরিয়া অনুযায়ী নারীদের স্বাধীনতা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।  এদিকে, কাতারে সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, তালেবানের সঙ্গে সম্পর্ক গড়া প্রয়োজন, তবে তাদের গঠিত নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই যুক্তরাজ্যের। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আফগানিস্তান ভবিষ্যতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেবে না, মানবিক সংকট প্রতিরোধ করবে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করবে এবং অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবানের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি অটল রয়েছে। আমাদের শুধু নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।

তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ব্রিটিশ দূতাবাস সরিয়ে দোহায় নিয়ে গেছে যুক্তরাজ্য। সেখান থেকেই আফগান শরণার্থীসহ আঞ্চলিক ইস্যুগুলো দেখভাল করছে ব্রিটিশ সরকার।