গণ সংগীত শিল্পী ফকীর আলমগীর’র মৃত্যুতে খেয়ালী গ্রুপ থিয়েটারের শোক

কিংবদন্তি গনসংগীত শিল্পী, গণমানুষের আত্মার আত্মীয়, বীর মুক্তিযোদ্ধা ফকীর আলমগীর এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খেয়ালী গ্রুপ থিয়েটার। থিয়েটারের সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, অধ্যাপিকা টুন্নু রানী কর্মকার, আলতাফ হোসেন, সাবেক সম্পাদক সিরাজুম মুনিম টিট, জাকির হোসেন, অপুর্ব অপু, সাঈদ পান্থ, সারতিজ রিদওয়ান অয়ন, তুহিন কনা মন্ডল, ইফতেখার ইমরান, তরিকুল ইসলাম, ফারজানা প্রিয়া, সজল রায়সহ পরিষদের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উচ্চমাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবারও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে কতদিন পর্যন্ত স্থগিত থাকবে তা জানানো হয়নি। আজ শনিবার মাউশি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।  এর আগে, গত ১৪ জুলাই পর্যন্ত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

ফকীর আলমগীর’র মৃত্যুতে গণশিল্পী সংস্থার শোক

কিংবদন্তি গনসংগীত শিল্পী, গণমানুষের আত্মার আত্মীয়, বীর মুক্তিযোদ্ধা ফকীর আলমগীর এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশে গণশিল্পী সংস্থা বরিশাল জেলা শাখা। সংগঠনের সভাপতি পঙ্কজ ঘোষ, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, সহ সভাপতি অধ্যাপিকা দিপ্তী রানী ঘোষ, অধ্যাপক বিনয় হালদার, বাবুল রায়, সঞ্জয় হালদার, বাসুদেব শর্মা, জ্যোর্তিময় রায়, নিবির, শারমিন লুনা, সিয়ামসহ পরিষদের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কলাপাড়ায় মৃতদেহ নিয়ে পাওনাদারের বাড়িতে স্বজনরা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পাওনাদারের বাড়ির দড়জায় মরদেহ রেখে পাওনা টাকা আদায়ের জন্য অভিনব প্রতিবাদ করে পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরের মৃত সুনীল দাসের (৫৭) পরিবারের সদস্যরা। শনিবার সকাল ১০টার দিকে মরদেহ নিয়ে হাজির হয় পাওনাদার আলীপুরের ইউসুফ মুসুল্লীর বাড়িতে। লাশ নিয়ে বাড়িতে আসার খবর পেয়ে দ্রুতই সঠকে পড়ে ইউসুফ মুসুল্লী ও তার পরিবারের সদস্যরা। মরদেহেরে সামনে বিলাপ করতে থাকে মৃতের স্বজনরা। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রবল বৃষ্টির মধ্যেও শতশত মানুষ ভীড় করে মুসুল্লী বাড়িতে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে আসলেও ইউসুফ মুসুল্লীকে না পাওয়ায় দুপুর পর্যন্ত এভাবেই পড়ে থাকে সুনীল দাসের মৃতদেহ। তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি মানবিক। দ্রুতই মরদেহ সৎকার ও ঘটনা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
মৃত সুনীল দাসের স্ত্রী মাদুরী দাস বলেন, কয়েক বছর আগে নয় লাখ টাকা দিয়ে তার স্বামী আলীপুরের ইউসুফ মুসুল্লীর কাছ থেকে তিন শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের জমি বুঝিয়ে দেয়া হয়নি। এক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে সুনীল দাস।

এতে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে চরম আর্থিক সংকটে পড়ে। এ সময় সুনীল দাস জমি বুঝিয়ে না দিলে তার দেয়া টাকা ফেরত চায় ইউসুফ মুসুল্লীর কাছে। কিন্তু সে জমি বা টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে। এনিয়ে দুই বছর আগে স্থানীয় লতাচাপলী ইউনিয়ন পরিষদে একাধিক সালিশ বৈঠক হয়। সালিশে ইউসুফ মুসুল্লী আট লাখ দেয়ার কথা স্বীকার করলেও দুই বছরেও টাকা পাননি সুনীল। এতে টাকার অভাবে ক্যান্সার আক্রান্ত সুনীল বিনা চিকিৎসায় গত শুক্রবার রাতে বাড়িতে মৃত্যুবরণ করে। তাই পরিবারের সদস্যরা টাকা আদায় ও এই মৃত্যুর জন্য ইউসুফ মুসুল্লীকে দায়ী করে সুনীলের মরদেহ তার বাড়ির সামনে রেখে প্রতিবাদ করে।

লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার মোল্লা জানান, দুই বছর আগে তিনি এ বিষয়টি নিয়ে সালিশ করেছিলেন। সালিশে ইউসুফ মুসুল্লী টাকা পাওনার বিষয়টি স্বীকার করে ব্যাংক চেকের মাধ্যমে সাত লাখ টাকা ও ১৫ দিনের মধ্যে নগদ এক লাখ টাকা বিষয়ে একমত হন। কিন্তু অদ্যবদি টাকা পরিশোধ না করায় শনিবার সুনীলের পরিবার তার মৃতদেহ ইউসুফের বাড়ির সামনে রেখে দেয় টাকার জন্য। তারা বিষয়টি দেখছেন কিভাবে সমাধান করা যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি শোনার পরই তারা ঘটনাস্থলে এসে দুই পক্ষের সাথে কথা বলেছেন। ইউসুফ মুসুল্লীর পরিবার টাকা পাওনার বিষয়টি স্বীকার করে আপাতত কিছু টাকা দিতে রাজি হয়েছেন। তাই মৃতের স্বজনদের সাথে কথা বলে তারা মরদেহ সৎকারের উদ্যোগ নেয়া হচ্ছে। আর মৃতের স্বজনরা যদি তাদের কাছে আইনগত সহায়তা চায় তাদের সহযোগীতা করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউসুফ মুসুল্লী জানান, তার কাছে সাড়ে পাঁচ লাখ টাকা পাবেন সুনীল দাস। এর আগে ৩০ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকাও শোধ করা হবে। তবে তিনি পালিয়ে যাননি, এলাকার বাইরে এক আত্মীয়ের বাড়িতে আছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বিষয়টি শোনার পরপরই স্থানীয় চেয়ারম্যান ও মহিপুর থানা পুলিশকে মানবিক দৃষ্টিকোন থেকে বিষয়টি সমাধানের জন্য বলেছেন। সেক্ষেতে মৃতদেহ সৎকারের খরচ প্রশাসন বহন করবে। আর টাকা পাওনার বিষয়টি দু পক্ষের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

লকডাউনের দ্বিতীয় দিন: বরিশালের বাজারগুলোতে মানুষের জটলা!

শামীম আহমেদ, ॥

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না, এটাই বিধিনিষেধের প্রধান শর্ত। তবে লকডাউনের দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) সকাল থেকেই বরিশালের বাজার থেকে শুরু করে নগরীর অলিগলি ও প্রধান সড়ক সব জায়গায় জনসমাগম দেখা গেছে।

এদিন বরিশাল নগরীর পোর্ট রোড, বাংলা বাজার, সদর রোর্ড, আমতলার মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। সবচেয়ে বেশি মানুষের জটলা ছিল কাঁচাবাজারগুলোতে।

কথা বলে জানা গেছে, অনেকেই বিনা কারণে ঘর থেকে বের হচ্ছেন। অনেকে মাস্ক পরছেন না, কেউবা ঝুলিয়ে রাখছেন থুতনিতে। প্রধান সড়কগুলোতে গণপরিবহন না চললেও রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত পরিবহন সবই চলছে।

কাকলির মোড় সামনে কথা হয় মোটরসাইকেল নিয়ে বের হওয়া ফিরোজের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে মাছ কিনতে এসেছিলাম। ভালো মাছ পাইনি তাই বাসায় চলে যাচ্ছি।’

মোটরসাইকেলে পরিবার নিয়ে বের হওয়া জাহিদের সঙ্গে কথা হয় শিশু পার্কের সামনে বসে। তিনি বলেন, ‘শ্বশুর অসুস্থ। তাই পরিবার নিয়ে শ্বশুরকে দেখতে নলছিটি যাচ্ছি।’

নগরীর চৌমাথা বসে কথা হয় জহিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘কেমন লকডাউন চলছে তা দেখতে এসেছি। এখানে এসে তো দেখছি বাস বড় গাড়ি ছাড়া সবাই চলছে। মানুষও ঘর থেকে বের হচ্ছে। তাহলে লকডাউন দিয়ে লাভ কী?’

পোট রোড মসৎ বিতরন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, মানুষের প্রচন্ড ভিড়। বাজারটি থেকে কেউ ভিড় করে মাছ কিনছেন। আবারও কেউ বিনা কারণেও ঘোরাঘুরি করছেন। অধিকাংশের মুখে মাস্ক দেখা যায়নি।

মাস্ক ছাড়া মাছ বাজারটিতে আসা ফরিদা বেগম এক মহিলা বলেন, ‘আমার কোনো ঠান্ডা-জ্বর নেই। আমি করোনাভাইরাসকেই ভয় পাই না। আল্লাহ যা করেন তাই হবে।

এখানে কেন এসেছেন? এমন প্রশ্ন করলে তিনি রেগে গিয়ে বলেন, কাজ ছাড়া তো আমি এখানে চেহারা দেখাতে আসি নায়। কোরবানীর মাংস খেতে আর ভালো লাগে না তাই। মাছ কিনতে এসেছি। বিনা কারনে এখানে আসিনি বুঝলেন।বাজারে ভিড় ঠেলে সবজি কিনে বাইরে আসা কহিনুর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ঘরে কোনো সবজি নেই তাই সবজি কিনতে এসেছি। এখানে তো সব দোকানেই ভিড়। সবাই আসছে। আমি এলে সমস্যা কী?’

নগরীর সদর রোর্ডে বসে কথা হয় রিকশাচালক আলমের সঙ্গে। তিনি বলেন, ‘গতকালের চেয়ে আজ রাস্তায় মানুষ বেশি। তবে আমাদের ভাড়া সেভাবে হচ্ছে না। মাঝেমধ্যে দুই-একটা ভাড়া পাচ্ছি। বেশিরভাগ মানুষ রা হাঁটাহাঁটি করছে।

কিংবদন্তি ফকীর আলমগীর এর মৃত্যুতে সমন্বয় পরিষদের শোক

কিংবদন্তি গনসংগীত শিল্পী, গণমানুষের আত্মার আত্মীয়, বীর মুক্তিযোদ্ধা ফকীর আলমগীর এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সহ-সভাপতি ললিত দাস ও বাসুদেব ঘোষ, সহসাধারণ সম্পাদক বিনয় ভূষন মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হালদার, কোষাধ্যক্ষ সুদর্শণ বিশ্বাস টুটুল, সাহিত্য সম্পাদক অপূর্ব গৌতম, দপ্তর সম্পাদক চন্দন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান পান্থ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. সাহেদ, গবেষণা ও পাঠাগার সম্পাদক মোরসেদ হায়দার আনসারী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ দুলাল, অ্যাডভোকেট এসএম ইকবাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, শুভংকর চক্রবর্তী, মিজানুর রহমান, মিন্টু কর, সুশান্ত ঘোষ, অসিত দাস, মোস্তাফিজুর রহমান শাহীন, হাসান মাহামুদ বাবু ও অপূর্ব অপু তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বরিশালে সাদা-মাটাভাবে পালিত হচ্ছে লকডাউন

শামীম আহমেদ, ॥

বরিশালে লগডাউনের দ্বীতিয় দিনে সাদা মাটা ভাবে পালিত হচ্ছে লগডাউন। একমাত্র দূরপাল্লার যাত্রীবাহি বাস ও লঞ্চ ছাড়া বরিশাল – ঢাকা মহাসড়কে বিভিন্ন পণবাহি যানবাহনে ও মোটর সাইকেলে চড়ে ঢাকাগামি বিভিন্ন কর্মস্থলের চাকুরীজীবীরা বিকল্প পথে ছুটতে দেখা গেছে।

এছাড়া শহরের বিভিন্ন সড়কে সাধারন মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতদ। প্রশাসনের জিজ্ঞাসা বাদের মুখে তাদের খোড়া অজুহাত ছিল মুখস্থ করা কথা একশাসে বলে যাচ্ছেন।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনিটি ভ্রাম্যমান মোবাইল টিম বিভিন্ন দোকান খোলার কারনে জরিমানা করা অব্যাহত রয়েছে।

বরিশাল- ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সদস্যরা ছিল তৎপর। তারা বিভিন্ন যানবাহন, মোটর সাইকেল ও রিক্সায় অতিরিক্ত যাত্রী থাকলে নামিয়ে দিতে দেখা যায়।

আজ শনিবার (২৪) জুলাই সকালের দিকে নগরীর বিভিন্ন সড়কে হালকা- পাতলা মানুষের চলাচল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীর বিভিন্ন সড়কে সাধারন মানুষের চলাচলা বৃদ্ধি পেতে থাকে।

এসময় জেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল টিম নগরীরর বিভিন্নস্থানে বিনা কারনে দোকান খোলায় তাদেরকে আর্থিক জরিমানা করে দোকান বন্ধ করে দেওয়ার কার্যক্রম চোখে পড়েছে।

অপরদিকে সেনা বাহিনীর সদস্যরা বরিশাল – ঢাকা মহা সড়কের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টারমিনাল এলাকায় বিভিন্ন পন্যবাহি যানবাহন ও মোটর সাইকেল নিয়ে বেড় হওয়ার কারন জানতে চায় এসময় বেশ কিছু মোটর সাইকেলে ভূয়া স্টিাকার লাগানো তা উঠিয়ে ফেলেন তারা।

অপর দিকে নগরীর কাশিপুর এলাকা বরিশাল- ঢাকা মহাসড়কের শিক্ষা বোর্ড অফিসের সামনে একদল মোটর সাইকেল বাহিনী বরিশাল সিটি কর্পোরেশনের স্টিার সামনে লাগিয়ে ঢাকাগামি বিভিন্ন কর্মস্থলের যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের নিয়ে মাওয়া দিকে ছুটতে দেখা যায়।

এসময় বিভিন্ন সংবাদ কমী দের দেখলে তারা যাত্রীদের দুরে সরিয়ে দেয়। সংবাদ কর্মীরা সরে গেলেই তারা পুনরায় যাত্রী নিয়ে যাত্রা করেন।

এছাড়া এসময় বেশ কিছু পন্যবাহি পিকাপ ও পথে পথে বিনা বাধায় যাত্রী উঠাতে দেখে গেছে।এক প্রর্যায়ে পিকাপ চালককে যাত্রী উঠাবার কারন জানতে চাইলে তারাও খোড়া অজুহাত দেখান।

 

গলাচিপায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে জরিমানা

গলাচিপায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ওই ৩০ জনকে ৩৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার চিকনিকান্দি ও রতনদী তালতলী ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারীকে এ অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ৫ ব্যবসায়ী ও ৩ পথচারীকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ১০ ব্যবসায়ী ও ১২ পথচারীকে ২৮ হাজার  ৬০০ টাকা জরিমানা করেন।

২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আমরা ২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি। চুক্তি ও প্রতিশ্রুতি পেয়েছি। এর মধ্যে চীনের ৩ কোটি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি, কোভ্যাক্সের ৭ কোটি ডোজ, রাশিয়ার এক কোটি ডোজ ও জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ রয়েছে।

শনিবার বিকালে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠানের মতবিনিময় সভায় এক জুম মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারের মধ্যে জনসনের ভ্যাকসিন দেশে আসবে। এই ২১ কোটি ডোজ যদি সমযমত পাই তাহলে ৮০% মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্বপালনকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী, পুলিশ ও শিক্ষক এদের আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তাদের পরিবারের আঠারো বছরের ঊর্ধ্বে যেসব সদস্য আছে তাদেরকেও টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।

“অর্থাৎ ডাক্তার, নার্স এবং যারা সব সময় সংক্রমণের মুখে থাকে তাদের পরিবারের ১৮ বছরের ঊর্ধ্বে সদস্যদের টিকা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছি আমরা। এখন থেকে এটা কার্যকর। সুরক্ষা অ্যাপে এটা দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী কাজ হবে।”

করোনায় দেশে আরও ১৯৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনে।

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।