গৌরনদীর মোঃ জাহাঙ্গীর মাস্টার ও বানারীপাড়ার খালেক হাওলাদারের  মৃৃৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের শোক 

খবর বিজ্ঞপ্তি:-গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক শিক্ষক প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হাওলাদার (মাস্টার) ও বানারীপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা আঃ খালেক হাওলাদার (খলিফা) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ।
শুক্রবার   ( ০৯ জুলাই ) বিকেলে  এক শোকবার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

বরিশালে সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযানে ৮৫ টি মামলায় ৯৮ হাজার টাকা জরিমানা আদায়

বরিশাল প্রতিনিধি :
দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার তারি ধারাবাহিকতায় আজ ৯ জুলাই শুক্রবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। লকডাউন এর নবম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলা ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৬ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে ৮৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ৯৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ২৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।
পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ১০ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

বরিশাল শেবাচিম হাসপাতালে জেলা-উপজেলা থেকে সাধারণ রোগীদের আসতে নিষেধাজ্ঞা

বরিশাল প্রতিনিধি:
দিন দিন করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বরিশাল বিভাগের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ রোগীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা জারি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস।
তিনি জানান, করোনা সংক্রমন বরিশালজুড়ে দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে। যার মধ্যে বরিশাল নগরীতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সবদিক বিবেচনায় নিয়ে সাধারণ রোগী যারা রয়েছেন। যেমন সাধারণ জখমি, সর্দি বা কাশির রোগী, অর্থাৎ যেসব চিকিৎসা জেলা ও উপজেলা হাসপাতালে সম্ভব সেইসব রোগীদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বাসুদেব কুমার দাস আরও বলেন, এমনিতেই শেবাচিম হাসপাতালের আন্ত:বিভাগের প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী ভর্তি থাকেন। এছাড়া বর্হিবিভাগে রোগী সংখ্যা তো এমনিতেই অনেক। এর মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই রোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের হিমশিম খেতে হয়। যেসব রোগীদের চিকিৎসা জেলা বা উপজেলা হাসপাতালে সম্ভব তারাও ভীর করছেন এই হাসপাতালে। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইতিমধ্যে বিভাগের সকল জেলা সিভিল সার্জন, সকল জেলা ও উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনারের গৌরনদীতে আশ্রয়ন প্রকল্পের নির্মাণধীন ঘর পরিদর্শন

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্ধ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) সাইফুল হাসান বাদল।
শুক্রবার দুপুরে নলচিড়া ইউনিয়নের পিঙ্গলকাঠী গ্রামে নির্মাণাধীন ১১টি ঘর পরিদর্শনকালে তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পটি সবাই ঐক্যবদ্ধ ভাবে পবিত্র দায়িত্ব হিসেবে সততার সাথে কাজ করবেন। এ প্রকল্পটি মাননীয় প্রধান মন্ত্রীর হৃয়দের প্রকল্প। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন মেরী, উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। বিভাগীয় কমমিনার সাইফুল হাসান বাদল নির্মাণাধীন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

মুক্তিযোদ্ধা পরিমল দাস আর নেই

গৌরনদী প্রতিনিধি:
বরিশাল জেলার গৌরনদী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্কা দাস দোলনের পিতা, বার্থী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক বীর মুক্তিযোদ্ধা পরিমল দাস (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ বিজয়পুরস্থ ভাড়াটিয়া বাসায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ কন্যা রেখে গেছেন। শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে উত্তর চাঁদশী গ্রামের শ্বশুর বাড়ির পারিবারিক শ্মশানে তার অন্তেষ্ট্রিক্রীয়া সম্পন্ন করা হয়েছে।

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন। আটকে জোরপূর্বক সাদা (ফাঁকা) স্ট্যাম্পে স্বাক্ষর!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
জমি কেনার দুই লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রী জান্নাতি আক্তারকে স্বামী সাইফুল মুসুল্লী মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী সাইফুল ও তার পরিবারের লোকজন আটকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে জান্নাতি ও তার বাবা ছালাম খাঁনকে তাড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ জান্নাতির ও তার বাবার। আহত জান্নাতিকে শুক্রবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে।
জানাগেছে,গত বছর মে মাসে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের ছালাম খানের কিশোরী কন্যা জান্নাতিকে পাশর্^বর্তী গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের শহিদুল মুসুল্লীর ছেলে সাইফুলের কাছে বিয়ে দেয়। বিয়ের সময় যৌতুক হিসেবে জামাতাকে এক ভরি স্বর্নালংকার ও প্রয়োজনীয় আসবাব পত্র দেন শ^শুর ছালাম খাঁন। কিন্তু বিয়ের কয়েকদিন যেতে না যেতেই জামাতা সাইফুল মুসুল্লী শ^শুর ছালাম খাঁনের কাছে যৌতুক দাবী করেন। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়। বৃহস্পতিবার সকালে জমি ক্রয়ের জন্য স্ত্রী জান্নাতিকে তার বাবার কাছ থেকে দুই লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে স্বামী সাইফুল। এ টাকা দিতে অস্বীকার করে জান্নাতি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধরক মারধর করে। মারধরে জান্নাতির চোখ, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। জান্নাতিকে মারধরের বিষয় গোপন রেখে সাইফুলের বাবা শহিদুল মুসুল্লী বেয়াই ছালাম খাঁনকে রাতে তার বাড়ীতে দাওয়াত দেন। দাওয়াত পেয়ে ছালাম খাঁন ওইদিন রাতে মেয়ের বাড়ীতে যান। ওইখানে গিয়ে দেখতে পান মেয়েকে বেধরক মারধর করেছে তারা। মেয়েকে নিয়ে বাবা ছালাম খাঁন বাড়ীতে আসতে চাইলে জামাতা সাইফুল, বেয়াই শহিদুল মুসুল্লী ও তাদের সহযোগীরা তাদের ঘরের মধ্যে আটকে রাখেন। পরে তারা বাবা ছালাম খাঁন ও তার মেয়ে জান্নাতির সাদা (ফাকা) স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাড়িয়ে দেন। শুক্রবার সকালে আহত জান্নাতিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জান্নাতি কান্নাজনিত কন্ঠে বলেন, জমি কেনার দুই লক্ষ টাকা দিতে অস্বীকার করায় আমাকে আমার স্বামী ও শ^শুর-শ^াশুড়ী মিলে বেধরক মারধর করেছে। তিনি আরো বলেন, মারধর করেই খ্যান্ত হয়নি আমার বাবাকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে রাতে তাড়িয়ে দিয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। আমি এ ঘটনার বিচার চাই।
জান্নাতির বাবা ছালাম খাঁন বলেন, মেয়েকে মারধরের বিষয়টি গোপন রেখে আমাকে বেয়াই শহিদুল মুসুল্লী দাওয়াত দিয়ে তার বাড়ীতে নেন। বাড়ীতে নিয়ে আমার কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবী করে। আমি টাকা দিতে অস্বীকার করায় আমাকে এবং আমার মেয়েকে আটকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন গত এক বছরে অন্তত ৮ বার শালিস বৈঠক হয়েছে।
স্বামী সাইফুল মুসুল্লী মুঠোফোনে যৌতুক দাবীর কথা অস্বীকার এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখার কথা স্বীকার করে বলেন, অল্প কথাকাটি হয়েছে। এ সময় রাগের বসত দু’একটি চরথাপ্পর দিয়েছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, জান্নাতির চোখ ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে ঘরে ঘরে করোনা উপসর্গ আতঙ্কে আগ্রহ নেই করোনা পরীক্ষায়

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
ঘরে ঘরে করোনা উপসর্গের রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট সহজলভ্য হলেও আতঙ্কে আগ্রহ নেই করোনা পরীক্ষায়। এতে আমতলীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। পরীক্ষায় আক্রান্ত রোগী চিহিৃত করতে পারলে সংক্রামণ কমবে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, আমতলী উপজেলার ৪৪ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ওই ক্লিনিক গুলোতে প্রাণঘাতী করোনা শুরু হওয়ার পর থেকে জ¦র, সর্দি ও কাশির রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ বছর লকডাউন শুরু পর থেকে গত চার মাসে ৭১ হাজার ২’শ ৫৭ রোগী ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশ জ¦র, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ বলে নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে। গত ৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭ জুলাই ৬ হাজার ২’শ ৯০ জন করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেছে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে ২’শ ৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ২’শ ২১ জন। বাকী ৬৮ জন হাসাপাতাল ও বাড়ীতে আইসোলশনে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে উপজেলার প্রায় ঘরে ঘরেই করোনা উপসর্গের রোগী রয়েছে। তারা উপসর্গ নিয়ে বাড়ীর আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন এবং জিন এক্সপার্ট করোনা পরীক্ষা সহজলব্য হলেও ভয়ে রোগীরা পরীক্ষা করানোর আগ্রহ নেই। অনেকে ঘরে বসে মুঠোফোনে চিকিৎসকদের পরামর্শে ঔষধ সেবন করছেন এবং সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। এতে প্রকৃত করোনা রোগীর সংখ্যা চিহিৃত করা সম্ভব হচ্ছে না। উপসর্গকৃত রোগীর মধ্যে গুরুতর অসুস্থ্যদের কিয়াদাংশ উপজেলা স্বাস্থ্যবিভাগ রেপিড এন্টিজেন এবং জিন এক্সপার্ট পরীক্ষার করাচ্ছেন। পরীক্ষা করে সঠিক করোনা রোগী সনাক্ত করা গেলে সংক্রামণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে ধারনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। করোনা উপসর্গের রোগীরা অন্য মানুষের সাথে চলাফেরা করায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার প্রায় ঘরে ঘরেই জ¦র সর্দি-কাশির রোগী রয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন আবহাওয়াজনিত কারনে জ¦র সর্দি-কাশির রোগীর সংখ্যা রেড়ে গেছে। এতে আতঙ্কিত হওয়ার কারন নেই। ঘরে ঘরে জ¦র সর্দি ও কাশির রোগী বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার আমতলী পৌর শহরের সবুজবাগ, পুরাতন বাজার, খোন্তাকাটা, ফেরীঘাট, টিএন্ডটি সড়ক এবং উপজেলার কাউনিয়া, দক্ষিণ তক্তাবুনিয়া, আঠারোগাছিয়া, সোনাখালী, গাজীপুর, চুনাখালী, মহিষকাটা, শাখারিয়া, কেওয়াবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, ঘোপখালী ও টেপুরাসহ বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানাগেছে, প্রায় ঘরেই জ¦র সর্দি ও কাশি রোগী রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ঘরে ঘরে জ¦র সর্দি ও কাশি লেগেই আছে। তারা ভয়ে স্বীকার করছে না এবং ভয়ে হাসপাতালে পরীক্ষা করতে যেতে চাচ্ছে না। গ্রাম্য চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কেএম তানজিরুল ইসলাম বলেন, প্রতিদিন অন্তত ৭০ থেকে ৮০ জন রোগী মুঠোফোনে চিকিৎসা নিচ্ছেন। মুঠোফোনে চিকিৎসা নেয়া রোগীরা ভালো হয়ে যাচ্ছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, আবহাওয়া ও ভাইরাসজনিত কারনে জ¦র,সর্দি ও কাশির রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীরা আতঙ্কে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে না। তবে অনেক রোগীরা মুঠো ফোনে চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বলেন, রেপিট এন্টিজেন কীট ও জিন এক্সপার্টের মাধ্যমে পরীক্ষা সহজলভ্য হলেও মানুষ ভয়ে পরীক্ষা করতে আগ্রহী নন। পরীক্ষা করলে সঠিক করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেরিয়ে আসতো এবং সংক্রামণ কম হতো।

লকডাউনে হাটে ক্রেতা কম, শঙ্কায় আমতলীর ৪৪৩ খামারী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ বিস্তার ঠেকাতে লকডাউনে বাজারে ক্রেতা কম থাকায় পশু নিয়ে শঙ্কায় আমতলী উপজেলার ৪৪৩ খামারী। করোনা সংক্রামণ স্বাভাবিক না হলে পুঁজি হারানোর শঙ্কায় খামারী ও ব্যবসায়ীরা।
আমতলী প্রাণী সম্পদ অফিস সূত্রে জানাগেছে, ৬ হাজার ১’শ পশুর কোরবারীর চাহিদার বিপরীতে উপজেলায় ৮ হাজার ৭’শ ৫৮ টি পশু প্রস্তুত রয়েছে। পশু মোটাতাজাকরণ ৪’শ ৪৩ টি খামার ও পারিবারিক ৬ হাজার ৫’শ ৫৭ টি খামারে ৭ হাজার ১’শ ১৯ টি গরু, ২’শ ৫৩ টি মহিষ,১ হাজার ৩ ’শ ৬৬ টি ছাগল ও ২০ টি ভেড়া রয়েছে। চাহিদার তুলনায় ২ হাজার ৬’শ ৫৮ টি পশু বেশী আছে। এর মধ্যে গরু ১ হাজার৮’শ ৮২ টি। খামারীরা প্রতিদিন এ পশুগুলোকে খৈল, ভুসি,কুড়া ও কাচা ঘাস খাওয়াচ্ছেন। ভালো লাভের আশায় খামারিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। খুব যত্ন সহকারে পশুর দেখভাল করছেন। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রামণ বিস্তার রোধে পশুর ক্রেতা কম থাকায় এবং চাহিদার তুলনায় উৎপাদন বেশী হওয়ায় বাজারে পশুর দাম অনেক কমে গেছে। ফলে পুঁজি হারানোর শঙ্কায় খামারী ও ব্যবসায়ীরা এমন ধারনা ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান হাওলাদার। এতে পশু নিয়ে শঙ্কায় রয়েছেন উপজেলার ৪’শ৪৩ পশু মোটাতাজাকরণ ও ৬ হাজার ৫’শ ৫৭ পারিবারিক খামারী।
দক্ষিণাঞ্চলের বৃহৎ পশুর হাট আমতলী, গাজীপুর বন্দর, চুনাখালী বাজার ও কলাগাছিয়ায় খোঁজ নিয়ে জানাগেছে, পশুতে বাজার সয়লাব। বাজারে ক্রেতা কম। ক্রেতা কম থাকায় গরুপ্রতি গত বছরের তুলনায় এ বছর ৫ থেকে ১০ হাজার টাকা কমে গেছে। পশু নিয়ে খামারী ও ব্যবসায়ীরা বাজারে আসলেও তেমন ক্রেতা পাচ্ছে না।
ব্যবসায়ী মজিবর ও হানিফ মিয়া বলেন, লকডাউন শুরুর এক সপ্তাহ পূর্বে এক লক্ষ ৬৫ হাজার টাকায় দুইটি ষাড় ক্রয় করেছি। ক্রেতারা ওই দুই ষাড়ের দাম বলছেন এক লক্ষ ৬০ হাজার টাকা। তিন সপ্তাহ হাটে এনেও বিক্রি করতে পারিনি। লাভতো হবেই না, মুলধর নিয়ে দুচিন্তায় আছি। তারা আরো বলেন, হাটে ক্রেতা আসছে না, আর যারা আসছে তারা পশুর দাম বলছে না।
আমতলী গাজীপুর বন্দরের গরু ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান হাওলাদার বলেন, কোরবানী উপলক্ষে এখন পর্যন্ত দুইটি গরু বিক্রি করেছি। তাতে কোন লাভ হয়নি। এখনো খামারের ১৭ টি গরু রয়েছে। তা নিয়ে দুচিন্তায় আছি। তিনি আরো বলেন, করোনার কারনে বাজারে ক্রেতা কম। গত বছরের তুলনায় এ বছর গরু প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা কম দামে বিক্রি হচ্ছে।
টেপুরা গ্রামের খামারী কবির ফকির বলেন, ৪ টি গরু বিক্রির জন্য বিভিন্ন হাটে নিয়ে যাচ্ছি কিন্তু বিক্রি করতে পারছি না। বাজারে ক্রেতা কম আসছে। যারা আসছে তারা দাম বলছে না। কি হয় বলা মুশকিল।
ব্যবসায়ী আফজাল বলেন, চাহিদার তুলনায় বাজারে অনেক বেশী গরু আসায় দাম কমে গেছে। তিনি আরো বলেন, লকডাউনে তিন বাজার ঘুরেও ৫টি গরুর একটিও বিক্রি করতে পারিনি।
আড়পাঙ্গাশিয়া গ্রামের ব্যবসায়ী জহিরুল বিশ^াস বলেন, বাজারে পশুর দাম কম। গত বছরের তুলনায় গরু প্রতি ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে। তিনি আরো বলেন, একটি গরু ৮০ হাজার টাকায় ক্রয় করেছি। ওই গরু গত বছর মুল্য ছিল অন্তত ৯০ হাজার থেকে এক লক্ষ টাকা।
আমতলী পশু হাটের ইজারাদার ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, পশুতে হাট সয়লাব । করোনার কারনে এ বছর পশুর দাম গত বছরের তুলনায় অনেক কম। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এ বছর গরু প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে।
আমতলী প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক বলেন, আমতলীতে চাহিদার তুলনায় কোরবানীর পশুর উৎপাদন বেশী। ৬ হাজার ১’শ পশুর কোরবারীর পশুর চাহিদার বিপরীতে উপজেলায় মোটাতাজকরণ ও পারিবারিক ৭ হাজার খামারে ৮ হাজার ৭’শ ৫৮ টি পশু প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, কৃত্রিমভাবে পশু মোটাতাজাকরণ এবং রোগাক্রান্ত পশু যাতে বিক্রি না হয় সে বিষয়ে মেডিকেল টিম বাজারে কাজ করছে।

বরিশালে একদিনে ৫৪৭ জন শনাক্ত, মৃত্যু ১২

শামীম আহমেদ, ॥

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১১৫ জন। পাশাপাশি একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ ও করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে পিরোজপুর জেলায় ১, বরগুনা জেলায় ২ ও ঝালকাঠি জেলায় ২ জনসহ মোট ৫ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২১ হাজার ১১৫ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬২৯ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৮১ জন নিয়ে মোট ৯ হাজার ৯ জন,পটুয়াখালী জেলায় নতুন ৫৪ জন নিয়ে মোট ২৭৭২ জন, ভোলা জেলায় নতুন ২৩ জন সহ মোট ২২০৪ জন,পিরোজপুর জেলায় নতুন ১৩৮ জন নিয়ে মোট ২৯০৩ জন, বরগুনা জেলায় নতুন ৫৩ জন নিয়ে মোট আক্রান্ত ১৭৬২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৯৮ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬৫ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের একং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২২৫ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৭৯ জনের মধ্যে ১৩ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৫৪ জন ও করোনা ওয়ার্ডে ১৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৪৪ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ এবং ১৮৯ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৫৩.১৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

এদিকে দিন দিন করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বরিশাল বিভাগের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ রোগীদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে না আসা ও পাঠানোর নির্দেশনা দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

ভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস জানান,করোনা সংক্রমন বরিশালজুড়ে দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে। যার মধ্যে বরিশাল নগরীতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সবদিক বিবেচনায় নিয়ে সাধারণ রোগী যারা রয়েছেন। যেমন সাধারণ জখমি, সর্দি বা কাশির রোগী, অর্থাৎ যেসব চিকিৎসা জেলা ও উপজেলা হাসপাতালে সম্ভব সেইসব রোগীদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে না আসা এবং প্রেরণ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির মৃত্যু জাতীয় মানবাধিকার সমিতির শোক

বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদ গোলাম ছালেক (৯০) বাধ্যর্কজনিত কারণে বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকাতেই তাকে দাফন করা হবে।
নগরীর কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা মাহমুদ গোলাম ছালেকের জন্মস্থান গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের ঐতিহ্যবাহী মিঞাবাড়িতে। তিনি (মাহমুদ গোলাম ছালেক) নিজ গ্রামে তার মায়ের নামে প্রতিষ্ঠাতা করেছেন গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও তিনি গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা, গেরাকুল মিঞাবাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা, গেরাকুল মিঞাবাড়িতে অবস্থিত মাহিলাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা । বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক গেরাকুল মিঞাবাড়ির কৃতি সন্তান মাহমুদ গোলাম ছালেক ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
২০০৩-২০০৪ সালে তিনি বরিশাল শহর বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, জেলা বাস মালিক সমিতি এবং আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলামের সভাপতি ছিলেন।
তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ষীয়ান বিএনপি নেতা মাহমুদ গোলাম সালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আরট ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রহমান তপন, মহাসচিব ইমামুল হাসান শামীম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুন – আমিন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।