দেশে টাকায় করোনাভাইরাসের উপস্থিতি দাবি একদল গবেষকের

বাংলাদেশের ব্যাংকনোটে করোনাভাইরাসের আরএনএর উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একদল গবেষক।

সোমবার যবিপ্রবির প্রশাসনকি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হোসেন এই দাবি করেন।

গবেষণাপত্রের সূত্র ধরে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমাদের গবেষক দল দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ব্যাংকনোটে করোনা ভাইরাসের আরএনএর উপস্থিতি পেয়েছেন।

 

তিনি আরও বলেন, গবেষক দল ব্যাংকনোটে ৭২ ঘণ্টা পর্যন্ত ভাইরাসের এন-জিনের উপস্থিতি এবং ৮-১০ ঘণ্টা পর্যন্ত ওআরএফ জিনের স্থায়িত্ব শনাক্ত করতে পেরেছেন। এই গবেষণাপত্রটি ইতিমধ্যেই একটি জার্নালে প্রকাশিত হয়েছে।

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশালে বিএনপির দোয়া

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মে) বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মেবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির এবং সাবেক ছাত্রদল নেতা আনম সাইফুল আহসান আজিমসহ অন্যান্যরা।

সভার শেষ পর্যায়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অুনষ্ঠিত হয়।

বরিশালে অসহায়দের মাঝে ইফতার বিতরণ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে নগরীর ৫০০ অসহায়-দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় নগরীর বান্দ রোডের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকসহ বিভিন্ন পেশার ব্যক্তির মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মহানগর ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান মাহাদ এবং জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্নাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল নগরীর সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে অর্থ সহায়তা

বরিশাল নগরীর সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সোমবার বিকালে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিভাবে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এর আগে ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল সিটি করপোরেশন (বসিক) মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের সন্মানীত মানুষ। তাদের জন্য নগরীর ঈদগাহ ময়দানের পেছনে একটি ইমাম ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। ৪ হাজার স্কয়ারফিট আয়তনের ৫তলা বিশিষ্ট এই ইমাম ভবনে একটি হেফজখানা, কনফারেন্স কক্ষ এবং দূর-দূরান্ত থেকে আগত ইমামদের জন্য বিশ্রামাগার থাকছে। কীর্তনখোলা নদীর তীরবর্তীস্থানে এই ইমাম ভবনটি হবে বরিশালের অন্যতম নান্দনিক ভবন। ভবনটির নাম রাখা হচ্ছে ‘মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম ইমাম ভবন’।

ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যালস এই ভবন নির্মাণের যাবতীয় অর্থ অনুদান দিচ্ছে বলে জানান মেয়র।

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব নূরুর রহমান বেগ প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়া মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রস্তাবিত ইমাম ভবনের অ্যানিমেশন এলইডি স্ক্রিনে দেখানো হয়। অর্থ সহায়তা প্রদান শেষে নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পেছনে ৫তলা বিশিষ্ট ইমাম ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় পুলিশ কমিশনার ও জেলা প্রমাসকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে চিংড়ি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে চিংড়ির মধ্যে ম্যাজিক বল ঢুকিয়ে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি পৌরসভার বড় বাজারে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময়ে বাজারের মাছ বিক্রেতা খানজু মিয়াকে চিংড়ি মাছের ভেতরে ক্ষতিকর বিষাক্ত কৃত্রিম ম্যাজিক বল দেওয়ার অপরাধে ৫০ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে অভিযুক্ত খানজু মিয়া জরিমানার টাকা পরিশোধ করে আদালত থেকে মুক্তি লাভ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বাজারে অবস্থানরত সকল মাছ বিক্রেতাকে সঠিকভাবে ভেজালমুক্ত মাছ বিক্রি করার জন্য সচেতনমূলক নির্দেশনা প্রদান করেন।

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা নিজামীর ঈদ উপহার বিতরন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বাদশা নিজামীর উদ্যোগে বরিশাল-৬ (বাকেরগঞ্জ)‌ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মাসুদ রেজার ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। আজকে সকাল ১০ টায় বাদশা নিজামীর নিজ বাড়িতে উক্ত কার্যকমের উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান আহমেদ।এ সময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নিয়ামতি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক সাধারণ মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করা হয়। এ বিষয়ে বাদশা নিজামী বলেন আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন আলহাজ্ব সৈয়দ মাসুদ রেজা,তিনি এখন আমাদের মাঝে নেই তবে তার আদর্শ ও সততার আলোকে আমি রাজনীতি করি।তার অবর্তমানে তার সহধর্মিণী বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস আইরিন রেজা ভাবীর দিক নির্দেশনা এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ভাই এর আহ্বানে নিয়ামতি ইউনিয়নের সাধারণ মানুষের জন্য কাজ করছি। করোনা মহামারী তে সাধারণ মানুষ কষ্টে আছে। সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করছেন। আমিও তার উন্নয়নের সারথী হতে চাই। সবাই ‌আমার জন্য দোয়া করবেন।

বরিশালে গণমাধ্যম অফিস সহায়কদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে কুয়াকাটার সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গত দুই দিনে মৃত তিনটি ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসে আটকা পড়েছে। এগুলোর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তবে জেলেদের জালে জড়িয়ে আঘাত পেয়ে মারা যেতে পারে এমটাই ধারণা করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সাগরের ঢেউয়ের তোরে সোমবার সকালে সৈকতে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় ৪ ফুট দৈর্ঘ্য, রবিবার শেষ বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ৮ ফুট দৈর্ঘ্যের, একই দিন বেলা ১১টায় সৈকতের লেম্বুরচর এলাকায় একটি ১০ ফুট দৈর্ঘ্যের ডলফিন ভেসে আসে সৈকতে আটকা পারে।

এ ডলফিনগুলোর শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। এগুলো স্থানীয়রা দেখতে পেয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশ, কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ ও মৎস্য বিভাগকে খবর দেয়।

 

কুয়াকাটা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, মৃত ডলফিন ভেসে আসার খবরে তিনিসহ টুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ডলফিনগুলো মাটিচাপা দেয়।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। তবে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী কর্মকার্তা ও বন কর্মকর্তা আলোচনা করে মৃত ডলফিনগুলো মাটি চাপা দেয়া হয়েছে।

বরিশালে গণমাধ্যম অফিস সহায়কদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বরিশালে বিভিন্ন গণমাধ্যম অফিসে কর্মরত অফিস সহায়কদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার। সোমবার সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব চত্ত্বরে প্রেসক্লাবের সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।

আবিস্কার চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেলের সভাপতিত্বে ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, কার্যকরী পরিষদ সদস্য নুরুল আলম ফরিদ, সিনিয়র সদস্য এম. আমজাদ হোসাইন এবং সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

পরে বরিশালের আঞ্চলিক ও জাতীয় দৈনিক এবং টেলিভিশন অফিসে কর্মরত ৪০ জন অফিস সহায়কের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নেতৃবন্দ।

শিমুলিয়া ফেরিঘাটে আজও ঘরমুখী মানুষের ঢল

দূরপাল্লার গণপরিবহন বন্ধ রেখেও থামানো যাচ্ছে না বাড়ি ফেরা মানুষের ঢল। মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে রবিবারের মতো সোমবারেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত। গত তিনদিনের ন্যায় আজও সকাল থেকে করোনার সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে শিমুলিয়া ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়।

সোমবার ভোর থেকে ঘাটে পারপারের লক্ষ্যে মানুষের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখী মানুষের সেই চাপ ঢলে পরিণত হয়। ঘাট এলাকায় এ সময় যাত্রী ঢল ঠেকাতে হিমসিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনী ও ঘাট কর্তৃপক্ষকে। গেল শুক্রবার থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়ে এই ফেরিঘাটে। ফেরিঘাট এলাকায় মানুষের এমন ঢল নামার কারণে শনিবার বিকেলেই শিমুলিয়া ঘাট এলাকায় পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবি সদস্যরা ফেরিঘাটের প্রায় এক কিলোমিটার দূরে টহল চৌকি বসিয়ে কোনো প্রকার যাত্রী বহন করা যানবাহন ঘাট এলাকায় প্রবেশ করতে না দিলেও মানুষ পায়ে হেঁটে এবং নানা পথ পাড়ি দিয়ে শিমুলিয়া ফেরিঘাটে ভিড় করছে। সরকারি বিধি-নিষেধ থাকলেও তা না মেনে বিজিবির টহলকে ছাপিয়ে ঘরমুখী মানুষ ছুটছে ঘাটমুখে।

 

এদিকে, সরকারি নির্দেশনা মতে দিনের বেলা সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রাখা হলেও স্বল্প পরিসরে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি প্রয়োজনীয় কিছু যানবাহন পারাপারে জন্য ছোট তিনটি ফেরি সার্ভিস চালু রাখা হয়। এসব অতি প্রয়োজনীয় যানবাহন পারাপারের সময় ঘাটে অপেক্ষমাণ যাত্রীরা হুড়মুড় খেয়ে ফেরিতে ঠাসাঠাসি করে ওঠে পড়ছে।

এমনভাবে সোমবার সকালেও একটি ফেরিতে কয়েক হাজার যাত্রী যানবাহনের সাথে ওঠ পড়ে। ফলে তারা পার হতে পারলেও অপেক্ষায় থাকায় যাত্রীরা বিভিন্ন পয়েন্ট দিয়ে ট্রলারে চড়ে পার হওয়ার চেষ্টা কররে টহল পুলিশ তাদের আটকে দেয়। এ ধরনের মাছ ধরার ১৩টি ট্রলার সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জব্দ করে নৌপুলিশ এবং ১১ জন মাঝিকে আটক করতে সক্ষম হয়।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি সহকারী মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, দিনের বেলায় ফেরি বন্ধ শুধুমাত্র জরুরি প্রয়োজনীয় কিছু যানবাহন পারাপার করা হচ্ছে। সোমবার সকালে যমুনা নামের একটি ফেরি ছেড়ে  সেই ফেরিতেই লোকজন কোনো বাধা না মেনে জোর করে স্রোতের মতো উঠে গেছে। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও লোকজন গ্রামে ছুটছেন, কোনো বাধাই মানছেন না তারা। ঘাটে থাকা ১৬ ফেরির মধ্যে জরুরি প্রয়োজনে ছোট ৩টি ফেরি ঘাটে রাখা আছে। নির্দেশনা এলে ফেরি চালু করা হবে।

এদিকে, রবিবার ঘাটে আটকা পড়া যাত্রীদের পারাপার শেষে সোমবার সকাল থেকে ফেরি বন্ধ থাকার কথা থাকলেও সাড়ে ৮ টার দিকে শিমুলিয়া ঘাট থেকে একটি ফেরি ছেড়ে যেতে বাধ্য হয়। যাত্রী পারপারে লঞ্চ, স্পিডবোটের পাশাপাশি দিনের বেলা ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখী যাত্রীদের। ঘরমুখী মানুষের চাপে অনেক সময় বাধ্য হয়ে ছাড়তে হচ্ছে ফেরি। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার বিকেল ৪টার দিকে শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ কম দেখা গেছে। কিন্তু কয়েক’শ পণ্যবাহী যানবাহন রয়েছে ঘাটে। এসব পরিবহন রাতে ফেরি ছাড়লে পার করা হবে।