রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) অষ্টাদশ শীর্ষ সম্মেলন, ১৬-১৯ নভেম্বর আরব আমিরাতের দুবাই এয়ার শো এবং ২২ নভেম্বর ভারতের কলকাতায় বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ উদ্বোধনী উপলক্ষে সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রেস সচিব বলেন, এ সময় প্রধানমন্ত্রী তার সফর সম্পর্কিত তিনটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অগ্রগতি এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে-অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক আকরাম বিএমএসএফ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মনোনীত

ঢাকা ২৭ নভেম্বর ২০১৯: নির্ভিক সাংবাদিক এম এম আকরাম হোসাইনকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়েছে। ২৭ নভেম্বর বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএম আকরাম হোসেন সম্প্রতি চ্যানেল টুয়েন্টিফোর ছেড়ে আনন্দ টেলিভিশনে চট্টগ্রাম আঞ্চলিক ইনচার্জ পদে যোগদান করেছেন।
আকরাম হোসেন সাংবাদিকতার পাশাপাশি গোটা চট্টগ্রাম বিভাগের কক্সবাজারসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকার ১২১ জলদস্যু, ১২ অস্ত্রের কারিগর ১০২ ইয়াবা গডফাদার ও অস্ত্রকারবারীদের আত্মসমর্পণ করিয়ে দেশে ব্যাপক সুনাম অর্জণ করেছেন।
সাহসী সাংবাদিক আকরামের এরুপ কর্মকান্ডকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সম্মানণা প্রদান করেন।
সাংবাদিক আকরাম গণমাধ্যম কর্মীদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার আন্দোলনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে কাজ করতে আগ্রহ প্রকাশ করায় সংগঠনের পক্ষ থেকে তাকে এ দায়িত্বভার প্রদান করা হয়।
সংগঠন আশা করে তার নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রামের আওতাধীন জেলাগুলোর পেশাদার সাংবাদিকদের মাঝে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে ১৪ দফা দাবির প্রতি সাংবাদিকদের সমর্থন আরো বেড়ে যাবে।

পহেলা ডিসেম্বর আলোচনা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে বিএমএসএফ

ঢাকা ২৫ নভেম্বর ২০১৯: প্রতি বছরের ন্যায় এ বছর ১ ডিসেম্বর বিকেলে বিএমএসএফ’র আয়োজনে দেশের সকল জেলা-উপজেলায় বিজয় মাস উপলক্ষে আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হবে। আয়োজন সফল করতে বিএমএসএফ’র সকল জেলা উপজেলা শাখাসমুহকে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থানীয় শাখা সমুহের আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ/শহীদ মিনার/গুরুত্বপূর্ন স্থানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সুশীল সমাজ ও তরুনদের নেতৃবৃন্দের অংশগ্রহনে এ আয়োজন করা হবে।

মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর বিএমএসএফ’র আয়োজনে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহনে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রার আয়োজন করে আসছে। এ আয়োজনকে সারাদেশে ছড়িয়ে দিতে এবছর দেশের সকল শাখা সমুহ একযোগে ১ ডিসেম্বর আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে।

এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ, র‌্যালী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলা ও রচনা প্রতিযোগিতার মাসব্যাপী নানা আয়োজন থাকবে।

এতে সাধারণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেম বাড়বে। ফলে সাধারণ মানুষ এবং তরুনরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সাংবাদিকতায় শেরেবাংলা সম্মানণা লাভ

ঢাকা শনিবার ২৩ নভেম্বর ২০১৯: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আহমেদ আবু জাফরকে আজীবন শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার ২৩ নভেম্বর বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপমহা‌দেশে শিক্ষা বিস্তা‌রে শেরেবাংলা এ কে ফজল‌ুল হ‌কের ভূ‌মিকা শীর্ষক আ‌লোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান করা হয়। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ে ৩জনকে আজীবন সম্মানণা প্রদান করা হয়েছে। অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি বাংলা‌দেশ সু‌প্রিম কো‌র্টের বিচারপতি মো: আব্দুস সালাম মামুন এ সম্মানণা তুলে দেন ।

অন্য সম্মণনা প্রাপ্তরা হলেন চলচ্চিত্র পরিচালক ও গীতিকার দেওয়ান নজরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধ মিয়া মুজিবুর রহমান।

আ‌লো‌কিত মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন আ‌য়ো‌জিত অনুষ্ঠানে
ফাউ‌ন্ডেশ‌নের উপ‌দেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা মিয়া মু‌জিবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে এসময় অন্যা‌নের ম‌ধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শ‌াহ আলম চুন্নু, মহাস‌চিব এম এইচ আরমান চৌধুরী, আই‌পি টি‌ভি ওনার্স এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি মো: আতাউল্লাহ খান ও সি‌টি‌জি ক্রাইম টি‌ভির চেয়ারম্যান আজগর আলী মা‌নিক বক্তব্য রা‌খেন।

প্রধান অতিথি বলেন, দেশে আদর্শবান মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে। আপনারা শেরেবাংলার আদর্শকে লালন করুন। শেরেবাংলা এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, আমার বাড়ি শেরেবাংলার বাড়ি একই জেলায়। এজন্য আমরা ধন্য। শেরেবাংলাকে গোটা বাঙালী জাতি স্মরণ করছেন। কিন্তু তার জন্মস্থান ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া মিঞা বাড়িটি আজো অরক্ষিত পড়ে আছে। সরকারের প্রত্নতত্ব অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় সংরক্ষনের কথা বললেও আজও পড়ে আছে অবহেলায়। বাড়িটিকে দ্রুত সংরক্ষন করা জরুরী বলেও দাবি করেন তিনি।

এ সময় বিভিন্ন পেশায় সমাজ গঠনে অবদান রাখায় বিভিন্নজনকে সম্মানণা প্রদান করেন।

সাংবাদিক আকরামের মধ্যস্থতায় আজ থেকে উপকুল জলদস্যুমুক্ত হচ্ছে…

আজ কক্সবাজার এলাকায় বিভিন্ন ব্রান্ডের ১৫৫ টি অস্ত্র, ২৭৫ টি গুলিসহ সাগর উপকূলের ১২ বাহিনীর ৯৬ সদস্য আত্মসমর্পণ করেছে। সেখান শীর্ষস্থানীয় ১২ জন অস্ত্র তৈরীর কারিগরও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এরা আত্মসমর্পন করেছেন। চট্টগ্রামের সাংবাদিক এমএম আকরাম হোসেনের মধ্যস্থতায় এরা আজ আত্মসমর্পন করায় উপকুলে এখন থেকে শান্তির পতাকা উড়বে।
২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ ৪৩ জলদস্যু আত্মসমর্পণ করে। সেখানে ৫ বাহিনীর ৩৭ জন সাংবাদিক এমএম আকরাম হোসাইনের মধ্যস্থতায় হয়েছে। তারা প্রতিজন ১ লক্ষ টাকা করে সরকারীভাবে আর্থিক অনুদান পেয়েছে। এরা সাবাই কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। এছাড়া গত ১৬ ফেব্রুয়ারী ইয়াবা ও অস্ত্রসহ টেকনাফে আত্মসমর্পণ করে ১০২ জন ইয়াবা কারবারি। সেটিও এমএম আকরাম হোসাইন মধ্যস্থতায় করেছিলেন।

দেশের স্বার্থে সাংবাদিকরা কাজ করেন এমন উদাহরনই তৈরী করলেন সাংবাদিক আকরাম। তার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হবে বলেও জানিয়েছেন বিএমএসএফ।

সাহসী সাংবাদিক আকরামকে স্যালুট

চট্টগ্রামের প্রিয় সাংবাদিক আকরাম হোসেনের মধ্যস্থতায় দেশের প্রথম শীর্ষ অস্ত্রের কারিগর আত্মসমর্পণ করতে যাচ্ছে আগামিকাল শনিবার ২৩ নভেম্বর। মহেশখালী উপজেলার কালারমারছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। যা হবে এদেশের জন্য একটা ইতিহাস। কক্সবাজার জেলা পুলিশের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রধান অতিথি থাকবেন।

এতে দেশের শীর্ষ অস্ত্রের কারিগর ও জলদস্যুরা দেড় শতাধিক অবৈধ অস্ত্র, প্রায় ২ হাজার গোলাবারুদ, ধারালো ভয়ংকর অস্ত্র, অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন।

আকরাম হোসাইন এর আগে চ্যানেল টুয়েন্টিফোরে এবং বর্তমানে আনন্দ টিভির চট্টগ্রাম ব্যুরো’র দায়িত্ব পালণ করছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাহসী সাংবাদিক আকরাম হোসাইনকে। সাংবাদিকরাও দেশের স্বার্থে কাজ করছে এটাই জলন্ত উদাহরন।

এর আগেও গতবছর আকরাম হোসাইন ও বিএমএসএফ কক্সবাজারের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিহাদের মধ্যস্থতায় বিপুল সংখ্যক ইয়াবা কারবারিকে আত্ম সমর্পন করাতে সক্ষম হয়েছিলেন। কৃতজ্ঞতা আপনাদের প্রতি।

ন্যায় পরায়ন, কাজের প্রতি আন্তরিক, ত্যাগি ও সাহসী সাংবাদিক আকরাম হোসাইন অত্যন্ত সাহসিকতার সাথে জলদস্যু, মাদক কারবারি, অস্ত্রের কারিগর ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রেখে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এই কাজের স্বীকৃতিস্বরুপ শীঘ্রই বিএমএসএফ’র পক্ষ থেকে তাকে সম্মানণা প্রদান করা হবে।

দুদকের বর্তমান কার্যক্রমের বাইরে বিএমএসএফ’র আরো ৭টি প্রস্তাবনা

ঢাকা বুধবার ২০ নভেম্বর ২০১৯: দুদকের বর্তমান কার্যক্রমের বাইরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে ৭টি প্রস্তাবনা দাখিল করা হয়েছে। বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর স্বাক্ষরিত এই প্রস্তাবণাটি ২০ নভেম্বর বিকেলে দুদক কেন্দ্রীয় কার্যালয়ের চেয়ারম্যান বরাবরে এ প্রস্তাবনা দাখিল করা হয়।
সম্প্রতি দূর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ে দূর্নীতি দমন কমিশনের বর্তমান কার্যক্রমের বাইরেও আরো কি কি কার্যক্রম নেয়া যেতে পারে সে লক্ষে ব্যক্তি প্রতিষ্ঠানের মতামত/পরামর্শ চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেন। এর প্রেক্ষিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরসহ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ৭টি যৌথ প্রস্তবণা তৈরী করা হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে ১. প্রতিটি জেলা পর্যায়ে দুদক কার্যালয় স্থাপন করতে হবে ২. দূর্নীতি প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যের জীবন ইতিহাস তদন্ত করেই অন্তর্ভুক্ত করানো যেতে পারে। এই কমিটির নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধিতে সভা সমাবেশ ও সচিত্র প্রতিবেদন প্রচার প্রকাশ করবে। কমিটিতে স্থানীয় সংবাদপত্র ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদেরকে সংযুক্ত করা যেতে পারে ৩. পাঠ্য বইয়ে দূর্নীতি বিরোধী একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। যাতে দূর্ণীতির কুফল, পরিনতি ও দন্ডবিধি সম্পর্কিত বিশদ আলোচনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা যায় ৪. দূর্ণীতি প্রতিরোধ কমিটিতে বিশেষ করে যারা কমিটিতে থাকবেন তাদের মধ্যে মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, পুরোহিত, প্রাথমিক স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় পত্রিকার সম্পাদক, স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ঠিকাদার, আইনজীবি, ব্যবসায়ী, ছাত্র, চিকিৎসক, প্রকৌশলী, শ্রমিক নেতা, কৃষক, জনপ্রতিনিধি, নারীনেত্রী ও এনজিও প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কমিটির সদস্যদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। যাতে করে তারা দূর্ণীতি কি এবং কেন এ সম্পর্কে বিশদ জ্ঞান অর্জণ করতে পারেন ৫. স্কুল-কলেজ, মাদ্রাসায় ছাত্রছাত্রীদের মাঝে ‘দূর্ণীতি প্রতিরোধ শিক্ষার্থী সংসদ’ নামে কমিটি গঠন করা যেতে পারে। এ সকল শিক্ষার্থীরা বছরের শুরুতে দূর্ণীতি বিরোধী শপথ গ্রহনের মধ্য দিয়ে কøাশ শুরু করবে। পাশাপাশি দূর্ণীতিবিরোধী কর্মকান্ডে নিজেরা অংশ নিতে পারবে ৬. দূর্ণীতিতে আসক্ত হচ্ছেন এমন ব্যক্তিদের মাদকাসক্তদের মত প্রাথমিক তালিকা তৈরী করে দূর্ণীতির কুফল সম্পর্কে সংক্ষিপ্ত সেমিনারের আয়োজন করা যেতে পারে ও ৭. দূর্ণীতি দমন কমিশনের হটলাইন নাম্বার তৃনমূল পর্যায়ে পৌঁছাইতে হবে। যাতে দ্রুত এবং তাৎক্ষনিক দূর্ণীতির তথ্য দুদকের নিকট পৌঁছাতে পারেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে প্রস্তাবণাগুলো গৃহীত হলে সমাজের নানা পেশার সমন্বিত উদ্যোগের ফলে দেশে চলমান দূর্ণীতিরোধ সম্ভব হবে। আর এই দূর্ণীতিরোধ হলেই জাতিরজনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা লাভ হতে বাধ্য।

বিএমএসএফ গাজীপুরের সাবেক সাধারণ সম্পাদক হামিদের মাতৃবিয়োগে শোক


ঢাকা রোববার, ৩ নভেম্বর ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের মাতা আয়েশা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজেউন )।

আজ রোববার ভোর ৪টায় ধানমন্ডি নর্দান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়েসহ নাতি নাতনী রেখে গেছেন। তার বয়স ছিল ৬৫ বছর।

আজ বাদ জোহর গাজীপুরের বোর্ডবাজার পূর্ব কলমেশ্বর নিজ বাড়ী সংলগ্ন সীট পাড়া জামে মসজিদে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

২৬ টাকা কেজি দরে ধান, ৩৬ টাকায় চাল কিনবে সরকার

চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

২৭৩০ প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক::সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।

জাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
এর আগে মঙ্গলবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এখন ঘোষণা হলেও এমপিওভুক্তি গত জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হবে।’

গত জুন মাসে এমপিওভুক্তি ঘোষণার কথা থাকলেও পরিপূর্ণ ও নির্ভুল তালিকা তৈরির জন্য বিলম্ব হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বাজেট বরাদ্দ পেয়েছি। এই জুলাই মাস থেকেই এমপিও কার্যকর হবে।

এদিকে এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষকদের অনশন ভাঙিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার রাত ৯টার দিকে নন এমপিও শিক্ষক ফেডারেশনের নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রী তাদের শরবত খাইয়ে অনশন ভাঙান।

সাক্ষাৎকালে এক শিক্ষক নেতা শিক্ষামন্ত্রীকে কদমবুসি করতে গেলে মন্ত্রী বলেন, না না, আপনি শিক্ষক মানুষ, আপনি কেন আমাকে সালাম করবেন।

এ সময় শিক্ষক নেতারা তাদের দাবি মেনে নিতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

জবাবে মন্ত্রী জানান, তিনি সাধ্যমতো এ ব্যাপারে চেষ্টা করবেন।

সোমবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেন ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা। সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি চান তারা।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, আন্দোলন করে এমপিও পাওয়া যাবে না। যোগ্যতার বিচারে এমপিও দেয়া হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। এবার ২০১৮ সালের নীতিমালার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর কাছে অনলাইনে আবেদন চাওয়া হয়। সেখান থেকে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বাছাই করে প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে।