ভোলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মোকাম্মেল হক মিলন, ভোলা থেকে:
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন ভোলা উত্তর শাখা আয়োজনে র‍্যালীটি শহরে যুগীঘোল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে কালিনাথ রায়ের বাজার এসে শেষ হয়। সেখানে র‍্যালী শেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জেলা সভাপতি এম. কামরুল ইসলাম সাবীব সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম হাবিবুল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী। ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এম ওবায়েদুর রহমান বিন মোস্তফা,ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের  সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ ইউছুফ আদনান, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি এইচ. এম. ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মুহাঃ আল আমিনসহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাদ ভোগ করতে পারেনি, মানুষের বাক স্বাধীনতা, সাহিত্য স্বাধীনতা,রাজনৈতিক স্বাধীনতা, ভোটাধিকার হরণ করা হচ্ছে প্রতিনিয়ত।
বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ জনতার জীবনযাপন অনেকাংশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, সরকারের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে অন্যতম দেশ – এমপি শাওন 

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ইলিশ আমাদের জাতীয় মাছ
জাটকা ধরলে সর্বনাশ” এই শ্লোগানের মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ উপলক্ষে  ভোলার লালমোহনে
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(৩১ মার্চ রোজ বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায়  উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন  ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
পরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি, মৎসজীবি,মৎস্য আড়ৎদার ও অন্যান্য ব্যক্তিবর্গদের নিয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এমপি শাওন বলেন  বর্তমানে শেখ হাসিনার সরকার মৎস্য হাতে  নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে অন্যতম দেশ। বর্তমান শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অনেক অবদান বায়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষে সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ, লর্ডহার্ডিণ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, কলমা ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন, ধলীগৌরনগর  ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল  ইসলাম মিন্টু, লালমোহন  সদর ইউনিয়নের চেয়ারম্যান  শাহজাহান মিয়া, রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা   মাস্টার সহ মৎস্য সংগঠনের নেতৃবৃন্দ ।
পড়ে এমপি শাওন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ও লালমোহন বাজারের শৃংখলা ফিরিয়ে আনার লক্ষে বাজার ব্যবসায়ী ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।

ভোলার লালমোহনে মাদক, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হবে- এমপি শাওন 

লালমোহন ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলা মাসিক আইন শৃঙ্খলাসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায়  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন । এসময় তিনি  উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরে বলেন লালমোহনে মাদক, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হবে। বাজারে যানজট মুক্ত করতে হবে।  বাজারে যানজট মুক্ত করতে চৌরাস্তার মোড় সহ বাজারে কোন জায়গায়  অটো,  অটোরিকশা নসিমন করিমন থাকবে না । এমনকি   বাজারের চৌরাস্তার মোড়ে কোন বাস দাঁড়াবে না। বাস নির্দিষ্ট যাত্রী ছাউনিতে দাঁড়াবে । বদরপুর থেকে যে সমস্ত অটো অটো রিক্সা আসবে  সে সমস্ত রিক্সা ডাকবাংলা পলের পড়ে ওয়াষ্টেন পাড়া থাকবে । দক্ষিণ থেকে যে সমস্ত অটো অটো রিক্সা আসবে  তা পৌরসভার পড়ে থাকবে। পূর্বে মঙ্গলসিকদার সহ বিভিন্ন দিক থেকে যে সমস্ত অটো, অটো রিক্সা আসবে  তা  থানার মোড়ের পড়ে পূর্ব পাসে থাকবে। উত্তর থেকে  যে সমস্ত অটো, অটো রিক্সা আসবে তা হাসপাতালের পড়ে থাকবে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, লালমোহন  থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মুরাদ ,  ভাইস চেয়ারম্যান (মহিলা) মাসুমা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মী  ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

লালমোহনের বদরপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥ 
 ভোলার লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসাদ উল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক পরাজিত হয়েছেন। ইউনিয়টিতে এই দুই প্রার্থী ছাড়াও আরো ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
গতকাল (২১ মার্চ) সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বদরপুর ইউনিয়নের ১৪টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অপরদিকে ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৬ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর মধ্যে সাধারণ ১নং ওয়ার্ডে লিটন সাজি, ২নং মফিজল মেলকার, ৩নং ওয়ার্ডে মিয়াজ হোসেন মিঠু, ৪নং ওয়ার্ডে ইউসুফ মৃধা, ৫নং ওয়ার্ডে হারুন জমাদার, ৬নং ওয়ার্ডে ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে লিটন বেপারী, ৮নং ওয়ার্ডে মিজান পালোয়ান এবং ৯নং ওয়ার্ডে অলিউল্লাহ হাওলাদার নির্বাচিত হয়েছেন।
অপরদিকে ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে খাদিজা বেগম, ২নং ওয়ার্ডে নাছিমা বেগম এবং ৩নং ওয়ার্ডে লাইজু বেগম নির্বাচিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আমীর খসরু গাজী জানান, ইউনিয়নটির ২৯ হাজার ৪৮৪ জন ভোটারের মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট প্রয়োগ হয়েছে। এর মধ্যে  আনারস প্রতীকের প্রার্থী আসাদুল্লাহ প্রায় ৭ হাজার ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতটত প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক পেয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ইউনিয়নটিতে ৩ জন ম্যাজিষ্ট্রেট ও ও পর্যাপ্ত আইন শৃংখ্যলা বাহীনী মাঠে কাজ করেছে। যার কারনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোলার লালমোহনে মোঃ নসু মিয়া নামে ৮ বছর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি ::
ভোলার লালমোহনে মোঃ নসু মিয়া নামে ৮ বছর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গত শনিবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাজিরহাট গ্রামের বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।মো. নসু ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ   মাকসুদুর রহমান মুরাদ বলেন, মোঃ নসু মিয়া জিআর ৩১৭/০৭ (হাটহাজারী) মামলায় ৬ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল । ১২ মার্চ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় । রবিবার  তকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।

ভোলায় ডিজিটাল ডাটাবেজ উদ্বোধন, মাদকের বিরুদ্ধে শপথ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডিজিটাল ডাটাবেজ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে লালমোহন উপজেলার হাজি মো. নূর ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় ও বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, লালমোহনে সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার মধ্য দিয়ে তথ্য সংগ্রহ ও ইউনিয়ন আইডি জন্য ডাটাবেজ তৈরি করা হবে। সেই ডাটাবেজে প্রতিটি শিক্ষার্থীর পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্টসহ সব তথ্য এই ইউনিক আইডিতে সংরক্ষিত থাকবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আরও একধাপ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

পরে উপজেলার হাজি মো. নূর ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন সাংসদ। এ সময় শিক্ষার্থীদের বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদমুক্ত প্রধানমন্ত্রীর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধশালী, জ্ঞান নির্ভর বাংলাদেশের যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শপথ পাঠ করান। এ সময়  তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেন।

এমপি শাওন বলেন, নতুন প্রজন্মকে যুগের সয়ে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষায় যোগ্য হয়ে গড়ে উঠতে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারী শিক্ষা, আইসিটি শিক্ষায় উন্নয়ন, বছরের শুরুতে নতুন বই বিতরণসহ সব সাফল্যের অংশই বলে দেয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব সরকার।

অধ্যক্ষ নুরুল আমিন শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আবুল মমিন টুলু, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

শেখ হাসিনা সরকারের আমলে সেবা খুঁজতে হয় না বরং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় – এমপি শাওন 

এনামুল হক রিংকু লালমোহন ভোলা প্রতিনিধিঃ
জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে সেবা খুঁজতে হয় না বরং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়  । বর্তমান সরকারের আমলে নেওয়া  পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন প্রকার গাফলতির প্রমান পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
৩রা মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মাসিক সমমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে  ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ-সব কথা  বলেন।
তিনি  আরো বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাধারণ মানুষের জন্য  সকল ধরনের সুযোগ-সুবিধা ব্যবস্থা করা হয়েছে । স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা নিতে এসে আপনাদের কারণে যদি কোনো
রোগীরা কষ্ট বা হয়রানির  শিকার হয় এবং সেবা থেকে  সাধারণ মানুষ বঞ্চিত হয় । তাহলে তার দায়দায়িত্ব সরকার নিবেনা আপনাদেরকে নিতে হবে ।
এসময় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ভোলা জেলা সিভিল সার্জন কে,এম শফিকুজ্জামান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা খানম পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন হাওলাদার প্রমুখ।  এর পূর্বে নব যোগদানকৃত ডাক্তারগনকে ফুল দিয়ে বরন করে নেন এমপি শাওন ।

ভোলায় ৭ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার ৭দিন পর নিখোঁজ জেলে মো. মোকছেদ মমিনের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাট এলাকার ব্লকের উপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনির দৌলতখান উপজেলার চরপাতা ৭নম্বর ওয়ার্ডের কায়সার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুলাতুলি মাছ ঘাট এলাকার ব্লকের উপরে একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি লঞ্চের ধাক্কায় জেলে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে মোকসেদ মমিনের বলে নিশ্চিত করেন তার ছোট ভাই হুমায়ুন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে দৌলতখান থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, গেল ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় ৯ জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৬ জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জেলে নিখোঁজ ছিল। ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ তিন জেলের মধ্যে এরশাদ ও আকবর নামের দুই জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় গত শুক্রবার ট্রলারের মালিক আবদুর রহমান বাদী হয়ে লঞ্চের চালকসহ সশ্লিষ্টদের বিরুদ্ধে দেলতখান থানায় মামলা দায়ের করেন।

লালমোহনে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন 

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে যৌতুকের দাবিতে নির্যাতিত হয়ে আদালতে করা মামলা তুলে নিতে হুমকি প্রদানের অভিযোগে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন লাইজু বেগম নামে এক গৃহবধূ।
মঙ্গলবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। লাইজু উপজেলার চরভূতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ আবুল কাশেমের মেয়ে। সংবাদ সম্মেলনে গৃহবধূর সাথে তার বাবা, ভাই বজলুর রহমান ও তিন সন্তান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাইজু বেগম বলেন, ২০০৮ সালের ২৭ অক্টোবর উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের নুরুল ইসলামের ছেলে মামুনের সাথে পারিবারিক মতে বিয়ে হয় তার। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। স্বামী মামুন পেশায় সিএনজি চালক, তাই কাজের তাগিদে চট্টগ্রাম থাকতো সে। আর ছেলে মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন লাইজু।
কিন্তু মামুন হঠাৎই নেশায় আসক্ত হয়ে পড়লে তাদের পারিবারিক জীবনে অভাব-অনটন ও কলহ দেখা দেয়। নেশার টাকা জোগাতে তাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ, পরে নির্যাতন শুরু হয়। মামুনের সাথে একত্রিত হয়ে তার পরিবারও নির্যাতন শুরু করে। যৌতুক দিতে না পারায় এক পর্যায়ে তাকে তার বাবার বাড়িতে ফেলে রাখে মামুন।
ওই গৃহবধূ আরও বলেন, এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার শালিস বৈঠক হলেও মামুনের আচরণে কোনও পরিবর্তন হয়নি। তাই গত ২০১৯ সালের ১০ জুন ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন তিনি। ওই মামলায় পরোয়ানা জারি হলে স্বামী মামুন, শশুর নুরুল ইসলাম ও দেবর রুবেল গ্রেফতার হন এবং পরবর্তীতে জামিনে বেরিয়েই দিনেদুপুরে বাজারের মধ্যে তাকে মারধর করে। এ ঘটনায় গত ২১সালের ২১ সেপ্টেম্বর লালমোহন থানায় লিখিত অভিযোগও করেন তিনি।
লাইজু অভিযোগ করে বলেন, অব্যাহত হামলা ও হুমকির পরও মামলা তুলে না নেয়ায় গত ২০২১ সালের ৩ ডিসেম্বর দিনেদুপুরে বাজারের মধ্যে তার বাবার উপরও অতর্কিত হামলা চালায় স্বামী মামুন ও তার পরিবারের লোকজন। বর্তমানে রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিনসহ স্বামী মামুনের চাচা নুরে আলম ও চাচাতো ভাই আলাউদ্দিন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন গৃহবধূ লাইজু বেগম।
রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোন ঘটনার সাথে জড়িত নই। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অভিযোগ তোলা হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, পূর্বে কোনও অভিযোগ হয়েছিল কিনা, বিষয়টি জানা নেই। তবে  এমন ঘটনার কোনও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্বামী ও তার পরিবারের অব্যাহত হুমকি ও হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন গৃহবধূ লাইজু ও তার পরিবার।

শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের মহাযজ্ঞ চলছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শীতার সহিত সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ রোল মডেল দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে।
রোববার সকালে সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের দেবির চর সেতুর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এরআগে লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শ্রেণি কার্যক্রম ও দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমে সড়ক ও জনপথ বিভাগ ভোলার নিবার্হী প্রকৌশলী নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে।