মৌসুমের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৬.৯ ডিগ্রিতে

ডেস্ক রিপোর্ট :

শৈতপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ। টানা কয়েকদিন শীতের প্রচণ্ড দাপটের পর রাজধানী ঢাকাতে গতকাল থেকে ঝলমলে সূর্য দেখা গেলেও দেশের অধিকাংশ জেলায় এখনও কাটেনি তীব্রতা। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে পঞ্চগড়ে ছয় দশমিক ৯ ডিগ্রিতে, যা এই মৌসুমেও সর্বনিম্ন। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন।

উত্তরের জেলা পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি কুয়াশা বৃষ্টি ঝরছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া আবহাওয়ার পূর্বাভাসে জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। সেখানে রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  ছিল ৭ ডিগ্রি। এ ছাড়া দিনাজপুরে সাত দশমিক ৯, রংপুরের রাজারহাটে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

উত্তরের জেলা পঞ্চগড়ে আজ মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত তাপমাত্রা নয় দশমিক ৬, নয় দশমিক ৫, নয় দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট :
দেশে টানা কয়েকদিন তীব্র শীতের পর সোমবার (৯ জানুয়ারি) তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে এদিন শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়েছে। তবে নতুন করে আবারও শীতের প্রকোপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হবে। এছাড়া এ সময়ের শেষ দিকে এবং আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৮ মিনিটে।

শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্ক :
দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি প্রশমিত হওয়ার আভাস থাকলেও পাঁচদিনে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

আগামী দু’দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমকি ৩ ডিগ্রি সেলসিয়াস ও ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীর আকাশে সূর্যের উঁকি

ডেস্ক রিপোর্ট :

সারা দেশের মতো শীতে কাঁপছে রাজধানী ঢাকাও। এতে বিপাকে পড়েছে সব শ্রেণিপেশার মানুষ। গতকাল শনিবার (৭ জানুয়ারি) এখানে সূর্যের দেখা মেলেনি, ছিল শীতল বাতাস। যদিও আজ রোববার উঁকি দিয়েছে সূর্য। তবে, কমেনি শীতের তীব্রতা। নগরবাসী বলছে, টানা কয়েকদিন ধরে চলা এমন তীব্র শীত অনেকদিন পর সহ্য করতে হচ্ছে।

গতকাল শনিবার রাজধানীর তাপমাত্রা নেমে আসে সাড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা আজ একটু বেড়ে দাঁড়িয়েছে ১২ দশিমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল সারা দিন সূর্যের দেখা না মিললেও আজ বেলা ১২টার পর থেকে রাজধানীর আকাশে দেখা মেলে সূর্যের। কিন্তু, শীতের অনুভূতি কমেনি এতটুকু। এদিন আজ রোববার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন সাত দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

রাজধানীতে বসবাস করেন আব্দুল হালিম। তিনি বলছিলেন, ‘এমন শীতের আবহাওয়া আমি ঢাকায় এক যুগেও দেখিনি। সব সময় ভেবে এসেছি, ঢাকায় কখনো বেশি শীত পড়বে না। কিন্তু, সে ধারনা এবার ভেঙে গেছে।’

নাজমুল হুদা নামের এক বেসরকারি চাকরিজীবী বলছিলেন, ‘এবার শীতের শুরুতে একদিন মা বলছিলেন লেপ পাঠিয়ে দেওয়ার কথা। আমি হেসে হেসে মাকে বলেছিলাম, তুমি কি পাগল হয়ে গেছ? ঢাকায় একটা কাঁথা গায়ে দিলেও ফ্যান চালাতে হয় শীতের সময়। লেপ দিয়ে কী করব? অথচ, আজ আমার মনে হচ্ছে, এবার ঢাকায় লেপেরই দরকার ছিল।’

এদিকে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিপ্তর বলছে, সারা দেশে শৈত্যপ্রবাহ আরও বাড়বে। অন্যদিকে, হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসার পাশাপাশি উত্তরের হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। রোববারও দেশের অন্তত ২১ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আরও কয়েকদিন চলবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, ১১-১২ জানুয়ারির দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।’

২৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট :
ঘন কুয়াশায় দিন রাত একাকার। শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। সপ্তাহজুড়ে দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। ২৩ জেলার ওপর মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সপ্তাহজুড়ে চলমান শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে দেশের হাসপাতালগুলোতে। প্রতিদিন দ্বিগুণ থেকে তিনগুণ রোগী ভর্তি হচ্ছে জ্বর সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে। শয্যা সংকটে মেঝেতে আর বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী ৩ দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারা দেশে মাঝারি থেকে তীব্র শীত অনুভূতি থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ঢাকায় রোববার সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি বাংলাদেশের উত্তরপশ্চিমা এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে।

 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

ডেস্ক রিপোর্ট :
চুয়াডাঙ্গার ওপর দিয়ে চারদিন ধরে বয়ে চলছে টানা শৈত্যপ্রবাহ। কমছে তাপমাত্রার পারদ। রবিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এমন আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছে তারাও শরীরে বেশ কয়েকটি গরম কাপড় জড়িয়ে শীতের প্রস্তুতি নিয়েই বের হচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গেল চারদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাতাসের আদ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে।

 

 

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

ডেস্ক রিপোর্ট :
নতুন বছরের প্রথম দিন থেকেই যশোর অঞ্চলে শীত-কুয়াশার যে দাপট, তাতে অনেকের মনেই ২০১৩ সালের স্মৃতি উঁকি দিচ্ছে। সেই বছর জানুয়ারিতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এখন পর্যন্ত যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা রবিবার ভোরের তাপমাত্রা।

যশোর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রবিবার ভোরের দিকে যশোরের তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগেরদিনের চেয়েও এক ডিগ্রি কম। শনিবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বছরের প্রথম দিন থেকে যশোর অঞ্চলের তাপমাত্রা ক্রমান্বয়ে কমছেই। আবহাওয়া অফিস জানিয়েছে, ১ জানুয়ারি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২ জানুয়ারি ১২.৬, ৩ জানুয়ারি ১২.২, ৪ জানুয়ারি ১৪, ৫ জানুয়ারি ৯, ৬ জানুয়ারি ১০, ৭ জানুয়ারি ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা (সর্বনিম্ন) রেকর্ড করা হয়।

এ ক’দিন যশোর অঞ্চল কুয়াশার চাদরে মোড়া আছে। সাথে উত্তরের হিমেল হাওয়া কনকনে ঠাণ্ডার অনুভূতি দিচ্ছে। রাতে, এমনকি দিনের বেলাতেও সড়ক-মহাসড়কে হেডলাইট ও ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন ঘরের বাইরে হচ্ছে না। সবচেয়ে সমস্যায় পড়েছেন নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষেরা।

যশোরের শীতার্ত মানুষের জন্য ইতিমধ্যেই ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৯ হাজার ৫শ’ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসন বিতরণ করছে। তবে প্রতিবছর শীতে বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে অনেকেই নিম্নবিত্ত মানুষের মাঝে গরমকাপড় বিতরণ করে থাকেন। কিন্তু এবার এখন পর্যন্ত সেরকম কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।

এদিকে প্রচণ্ড ঠাণ্ডা ও কুয়াশার কারণে শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান দিনের অনেকটা সময় বন্ধ থাকলেও বেঁচাকেনা বেড়েছে গরমকাপড়ের দোকানগুলোতে। নিম্নবিত্তদের কাপড়ের মার্কেট হিসেবে পরিচিত শহরের মুজিব সড়ক, কালেক্টরেট মার্কেট ও টাউনহল মার্কেটে মানুষের ভিড় উপচে পড়ছে।

মৌসুমের প্রথম এ শৈত্যপ্রবাহে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও ক্রমেই বাড়ছে। বয়স্ক ও শিশুরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে, আরও দু’একদিন শীতের এরকম দাপট চলার পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

উত্তরে তীব্র শীত

ডেস্ক রিপোর্ট :

দিন দিন জেঁকে বসতে শুরু করেছে শীত। গত ২৪ ঘণ্টায় শীতের তীব্রতা ছিল বেশ। দেশজুড়ে এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েক দিন। সেইসঙ্গে আগামী সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। অন্যদিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে, আগামীকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি জানুয়ারিতে দেশে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আজ বুধবার (৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গেপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

শীতের তীব্রতা আরও বাড়বে

ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ। ঘড়ির কাটায় সকাল সাড়ে ১১টা অতিক্রম করলেও সূর্যের দেখা মিলেনি। এদিকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ঢাকায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে। এটা আরও কমবে। তাপমাত্রা কমার কারণ হলো; রাতের তুলনায় হঠাৎই দিনের তাপমাত্রা কম, ব্যাপক কুয়াশা এবং সূর্যের দেখা না পাওয়া। এসব কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেশ কমেছে।আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ২৯ দশমিক ৪ ডিগ্রি।মঙ্গলবার পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ ছাড়াও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

 

কনকনে শীতে উত্তরাঞ্চলে জনদুর্ভোগ পোহাচ্ছেন দরিদ্র মানুষ

ডেস্ক রিপোর্ট :
কনকনে শীতে উত্তরাঞ্চলে জনদুর্ভোগ পোহাচ্ছেন দরিদ্র মানুষ। এ জন্য ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া তীব্র শীত ও ঘনকুয়াশার কারণে সারা দিনেও সূর্যের দেখা মিলছে না। হিলি স্থলবন্দরে পণ্য  লোড-আনলোড কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশায় বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে পারেননি কুয়াকাটা সমুদ্র সৈকতের পর্যটকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য।

কুড়িগ্রাম : উত্তরের জেলা কুড়িগ্রামে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে ঘন কুয়াশা বাড়তে থাকে।  এ ছাড়াও দুপুরের আগ পর্যন্ত আকাশ মেঘে ঢাকা থাকে। তিন দিন ধরে জেলার তাপমাত্রা কমছে। গতকাল সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া    অফিস ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

এ অবস্থায় নিম্ন আয়ের মানুষের ভোগান্তি   ক্রমেই বাড়ছে। এদিকে, অতিরিক্ত ঠান্ডায় ঘর থেকে মানুষজন বের হতে পারছেন না। সদ্য রোপণ করা বোরো বীজতলাগুলো ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গবাদি পশু ও বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পড়েছে এ ঠান্ডায়  চরম বিপাকে।

হিলি (দিনাজপুর) : দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে গত কয়েকদিন ধরেই শীত অব্যাহত রয়েছে। বৃষ্টির মতো ঝড়ছে ঘন কুয়াশা। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও তীব্র শীতের কারণে বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বিলম্বে শুরু হচ্ছে। শীতের কারণে ঠিকমতো কাজ করতে না পারায় আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। দিনের বেশিরভাগ সময় ধরে দেখা মিলছে না সূর্যের সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। মাঝে কিছুটা সময়ের জন্য সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই বললেই চলে। গত দুই দিন ধরে প্রচন্ড কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে  হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।

কলাপাড়া (পটুয়াখালী) : বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত ও নতুন বছরকে বরণ করতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। কাকডাকা ভোরে সৈকতের জিরো পয়েন্ট, ঝাউবন, লাল কাঁকড়ার চর ও গঙ্গামতীতে ভিড় জমায় পর্যটকরা। তবে ঘন কুয়াশায় পুবের আকাশে সূর্যোদয় উপভোগ করতে না পারলেও সকালের প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছে তারা।