করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ জুন) রাতে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আজ সকালে করোনা পরীক্ষা করানোর জন্য স্যাম্পল প্রদান করেন। সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।

শিক্ষামন্ত্রী বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তায় ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ

ডেস্ক রিপোর্ট:

সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা জন্যে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শনিবার ত্রাণ কর্মসূচি-১ অধিশাখার উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বলা হয়, সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত  ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার এবং ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত জেলাগুলোর মধ্যে সিলেট জেলায় ৮০ লাখ টাকা, ২০০ মেট্রেক টন চাল ও ৭ হাজার প্যাকেট শুকনো খাবার, সুনামগঞ্জ জেলায় ৮০ লাখ টাকা, ৮ হাজার প্যাকেট শুকনো খাবার, নেত্রকোনায় জেলায় ১০০ মেট্রেক টন চাল, ৫ হাজার প্যাকেট খাবার ও ২০ লাখ টাকা, রংপুর জেলায় ৩ হাজার প্যাকেট শুকনো খাবার, নীলফামারী জেলায় ৫ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট খাবার, কুড়িগ্রাম জেলায় ১০ লাখ টাকা ও ১ হাজার প্যাকেট খাবার, হবিগঞ্জ জেলায় ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট খাবার, মৌলভীবাজার জেলায় ১০০ মেট্রিকটন চাল, ২ হাজার প্যাকেট খাবার  ও ১০ লাখ টাকা, শেলপুর জেলায় ১০ লাখ টাকা  ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার, জামালপুর জেলায় ৪ হাজার প্যাকেট শুকনো খাবার ও কিশোরগঞ্জ জেলায় ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।

ঈদের আগ পর্যন্ত রাত টার পর শপিং মল বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখার

ডেস্ক রিপোর্ট:

রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচাবাজার খোলা না রাখার নির্দেশনা আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (১৮ জুন) বিকেলে এফবিসিসিআই’তে অনুষ্ঠিত লোকাল গার্মেন্টস (অভ্যন্তরীণ পোশাক) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ অনুরোধ জানান তারা। ব্যবসায়ীরা বলেন, কোভিডকালীন গত দুই বছরে ঈদ ও নববর্ষসহ অন্যান্য উৎসবে পুরোমাত্রায় বেচা-কেনা না হওয়ায় লোকসান গুনতে হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকারের ঘোষিত সময়োপযোগী প্রণোদনা প্যাকেজের সহায়তা নিয়ে ব্যবসায়ীরা দেশের অর্থনীতি পুনুরুদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় রাত আটটার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করলে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যাহত হবে।

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ঈদুল আজহা পর্যন্ত রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানান এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, উৎসবকেন্দ্রীক কেনা-বেচায় মূলত সন্ধ্যার পরই অফিস ফেরত ক্রেতাদের সমাগম শুরু হয়। এমন প্রেক্ষাপটে রাত আটটা পর্যন্ত কেনা-বেচা সীমিত করা হলে দেশের লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী বিপাকে পড়বেন, একই সাথে ক্রেতা সাধারণকেও ভোগান্তি পোহাতে হবে।

এছাড়াও বৈঠকে অভ্যন্তরীণ বাজারের পোশাক উৎপাদকদের জন্য গার্মেন্টস পল্লী স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান কমিটির সদস্যরা। তারা জানান, অভ্যন্তরীণ বাজারের জন্য পোশাক উৎপাদকদের বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করে আবার প্যাকেজিং করে সেগুলো পাইকারি বাজারে বিক্রি করতে বড় অংকের অর্থ খরচ হয়। নির্ধারিত পল্লী থাকলে এ খরচ অনেকটাই কমবে। যা ক্রেতাদের আরো সুলভ মূল্যে পোশাকের চাহিদা মেটানোর জন্য সহায়ক হবে।

কমিটির সদস্যদের দাবির প্রতি একমত পোষণ করে এফবিসিসিআই সহ-সভাপতি এম এ মোমেন জানান, গার্মেন্টস পল্লীর ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। ২০২৬ সালে এলডিসি উত্তরণের পর, ব্যবসায়ীদের বাড়তি কিছু চ্যালেঞ্জে পড়তে হবে। তার আগেই এ খাতকে আরো শক্তিশালী হওয়ার তাগিদ দেন এম এ মোমেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক শিল্প মালিক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন মালিক। তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পোশাকের কল্যাণে বিপুল পরিমাণ আমদানি ব্যয় সাশ্রয় হচ্ছে। ব্যাংক ঋণ পেলে এ খাত আরো সমৃদ্ধ হবে।

কমিটির ডিরেক্টর ইনচার্জ আবু মোতালেব অভিযোগ করেন, রাজস্ব কর্মকর্তারা ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করছে। অবিলম্বে এসব হয়রানি বন্ধে দাবি জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইর পরিচালক শফিকুল ইসলাম ভরসা ও হাফেজ হারুন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান হাজী এম এইচ মোস্তফা, মো. আবুল খায়ের, মো. সরোয়ার উদ্দিন খান, হাজী মো. টিপু সলতান, মো. কেফায়েতুল্লাহ টুইঙ্কল ও জুনায়েদ ইবনে আলি।

প্রয়োজনে রাস্তা কেটে পানি চলাচল নির্বিঘ্ন করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

সিলেট অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার ক্ষেত্রে কোনো সড়ক বাধা হয়ে থাকলে তা কেটে পানি চলাচল নির্বিঘ্ন করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এছাড়া, সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পানি ঢুকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় সিটি করপোরেশনকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ মন্ত্রী।

শনিবার (১৮ জুন) বিকেলে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত সরকারি বাসভবনে সিলেট অঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এবং সিলেট সিটি করপোরেশনকে যে সকল রাস্তার কারণে পানি নেমে যেতে পারছে না সেসব রাস্তা তাৎক্ষণিকভাবে কাটার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও সিটি করপোরশনের কর্মকর্তারা এব্যাপারে পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ এবং এই বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে আলাদা কন্ট্রোলরুম খুলা হয়েছে বলেও জানান তিনি।

বন্যার কারণে সিলেট-সুনামগঞ্জসহ ওই অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে বন্যাদুর্গত এলাকা থেকে মানুষকে রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে আসা। আটকে পড়া মানুষদের নিকট শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা।

এ লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী নৌবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে বন্যা কবলিত লোকজনদেরকে সাহায্য সহযোগিতা করছে। এছাড়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের আগাম প্রস্তুতি ছিল বলেই দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে। বন্যায় রাস্তা-ঘাট, ব্রিজসহ অন্যান্য যে ক্ষয়-ক্ষতি হবে তার জন্য সরকার অবশ্যই প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করবে।

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও আপদকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ কর্মীদের প্রশংসা করে মন্ত্রী বলেন, মিডিয়ার মাধ্যমে তথ্য পৌঁছে দেওয়ার ফলে সরকার জানতে পারে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হল গাড়ি

ডেস্ক রিপোর্ট:
পরীক্ষামূলকভাবে টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু গাড়ি পার হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ২৬ জুন সকাল থেকে চলবে যানবাহন। এ নিয়ে এখন দেশজুড়ে সাজ সাজ রব। সেতু নিয়ে কৌতুহলী সবাই। ইতোমধ্যে জ্বলেছে লাইট। আজ টোল পরীক্ষা করা হলো।

এ বিষয়ে পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদির বলেন, ‘আমরা প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। টোলের নির্ধারিত টাকা পরিশোধ করে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি-না তা পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আব্দুল কাদির আরও বলেন, ‘যাচাই-বাছাই করে দেখেছি, সবকিছু ঠিক আছে।’

এর আগে, ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সব ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়।

ভারতকে আম পাঠাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম পৌঁছে দেওয়া হয় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে।

নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ আম পাঠিয়েছেন।’

গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে দুই হাজার কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।

‘আম্রপালি’ একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়।

সূত্র: বাসস।

১০৩ রানেই গুটিয়ে গেল টাইগাররা

ডেস্ক রিপোর্ট:

লজ্জার রেকর্ডও হার মানতে বসেছিল। তবে সেটা হয়তো এড়ানো গেছে। তবে বিপদটা এড়ানো যায়নি। এলোমেলো আর ছন্নছাড়া ব্যাটিংয়ের ষোল কলা পূর্ণ করে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে গেছে টাইগাররা।

ধ্বংসস্তূপের মাঝে মশাল হয়ে জ্বলে ফিফটি হাঁকিয়েছেন কেবল সাকিব আল হাসান (৫১)। বিশ্বসেরা এ অলরাউন্ডার ৬৭ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় সাজান দুরন্ত এই ইনিংসটি।

ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ১৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে দল পেয়েছে মহাবিপর্যয়ের আভাস। মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক তিন জনই ডাক মারেন।

শেষে বিপর্যয় কাটিয়ে উঠতে না পেরে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তোলে মাত্র ৪৫ রান। ২৯ রান নিয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। ১২ রান নিয়ে আউট হয়েছেন লিটন দাস। রানের খাতা খুলতে পারেননি নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। ছয় ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। মেহেদী হাসান মিরাজ ২ রান করেন। এবাদত হোসেন ৩ রানে অপরাজিত থেকে যান।

ক্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কাইল মেয়ার্স ও কেমার রোচ। চারটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও জেডেন সিলেস।

তার আগে অ্যান্টিগা টেস্টে টস ভাগ্য সহায় হয়নি নতুন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং বেছে নেন ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। টাইগারদের আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের।

তামিমের ইকবালদের সঙ্গে ওপেনিংয়ে রয়েছেন মাহমুদুল হাসান জয়। উইকেটরক্ষক হিসেবে একাদশে রয়েছেন নুরুল হাসান সোহান। আর পেস আক্রমণে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছে গুডাকেশ মটি-কানহাইয়ের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কার্লোস ব্র্যাথওয়েট, জেডি ক্যাম্পবেল, আরএ রেইফার, এনই বোনার, জে ব্ল্যাকউড, কেআর মায়ার্স, জে দা সিলভা (উইকেটরক্ষক), এএস জোসেফ, কেএজে রোচ, জেএনটি সিলস ও জি মতি-কানহাই।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপে ১৮ জেলার ফলাফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ‘সরকারি বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ -২০২০’ এর লিখিত পরীক্ষার তৃতীয় ধাপে ১৮ জেলার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
জেলাগুলো হলো- জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, ভোলা, বরগুনা, সিলেট, ঠাকুগাঁও, দিনাজপুর, নীলফামারী, ও পঞ্চগড়) এবং ১৪ জেলার আংশিক (নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, জামালপুর, রাজবাড়ী, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

লিখিত পরীক্ষার ফলাফলণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমোট ৫৭,৩৬৮ (সাতান্ন হজার তিনশত আটষট্টি) জন প্রার্থীকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)- এ পাওয়া যাবে।

শর্তসমূহ:

ক. এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর’ কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না।

খ. প্রকাশিত ফলাফলের যে কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি /ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গ. কোন প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান /প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবেন।

ঘ. প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণপূর্বক নিয়োগের জন্য চুড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

ঙ. মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

এটিভি বাংলা/সাইফুল

আর মাত্র ৮ দিন পর চালু হচ্ছে পদ্মা সেতু

ডেস্ক রিপোর্ট:

আর মাত্র ৮ দিন পর চালু হচ্ছে পদ্মা সেতু। উদ্বোধনের পরের দিন সকাল থেকেই চলাচল করবে যানবাহন। পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলে যেতে হলে গাবতলী থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করা বাসগুলোকে নিতে হবে নতুন রুট পারমিট। আর বাস ছাড়ার জন্য ব্যবহার হবে সায়েদাবাদ বাস টার্মিনাল। সায়েদাবাদে গাড়ির চাপ বাড়ার সঙ্গে বেড়ে যাবে রাজধানী ঢাকার ভেতরে গাড়ির জটও।

পদ্মা সেতু দিয়ে রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাবে যাত্রাবাহী বাস। যোগাযোগের নতুন এক দিগন্ত উন্মোচন হবে। ইতিমধ্যে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারকারী বাসগুলোর রুট পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে। আবার অনেক পরিবহন মালিক রুট পারমিট নিয়ে নতুন করে গাড়ি নামাচ্ছেন বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে উন্মোদনা শুরু হয়েছে। পদ্মা সেতু চালু হলে চাপ বেড়ে যাবে সায়েদাবাদ বাস টার্মিনালের। কারণ আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুসারে, সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ভেতরে কোন দূরপাল্লার বাস চলাচল করার নিয়ম নেই। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে যেতে হলে সায়েদাবাদ বাস টার্মিনাল প্রথম ভরসা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, দক্ষিণাঞ্চলে যাতায়াতের জন্য পদ্মা সেতু ব্যবহার করে যেসব গাড়ি চলবে সেগুলো এখন পর্যন্ত সায়েদাবাদ বাস টার্মিনাল ব্যবহার করা হবে। বর্তমানে সায়েদাবাদ টার্মিনাল ব্যবহার করা হবে, পরবর্তীতে হয়ত কোন সিদ্ধান্ত হতে পারে।

তিনি আরও বলেন, রুট পারমিটের জন্য পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে আবেদন করা শুরু হয়েছে। এর মধ্যে নতুন বাস ও পুরনো গাড়ির রুট পরিবর্তনের আবেদন রয়েছে যতদূর জানি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ব্যবহার করে প্রতিদিন সাড়ে ৬০০ বাস যাতায়াত করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সেই হিসাবে মাসে প্রায় ২০ হাজারের মতো বাস যায় এই রুটে। এর সঙ্গে যোগ হতে পারে নতুন নামানো বাস। এতে ভয়াবহ গাড়ির চাপ বাড়বে সায়েদাবাদ টার্মিনালে। যার ফলে বেড়ে যাবে রাজধানীর যানজট।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, গাবতলী থেকে দক্ষিণাঞ্চলগামী বাস রাজধানীর মধ্যে ঢুকতে দেবে না। সায়েদাবাদ বাস টার্মিনাল ব্যবহার করতে হবে। নতুন গাড়ি নামালে এবং রুট পরিবর্তন করে এই টার্মিনাল দিয়ে চললে অবশ্যই চাপ বাড়বে। তবে আপাতত এভাবেই চলতে হবে।

পদ্মা সেতুর এই রুট ব্যবহারের জন্য এনা পরিবহনসহ অনেক পরিবহন মালিক নতুন নতুন বাস নামাচ্ছেন বলে জানান তিনি।

শ্যামলী এন আর ট্র্যাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী বলেন, মালিকরা আলাদাভাবে রুট পারমিটের জন্য আবেদন করেননি। তবে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কিছু গাড়ি এই রুটে চলাচল করবে, কিছু বাসের রুট পরিবর্তনের জন্য আবেদন করা হবে। শ্যামলী এন আর পরিবহন পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলে যেতে নতুন বাস নামানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

এদিকে পরিবহন সংশ্লিষ্ট ও নগরবিদরা জানান, পদ্মা সেতু চালু হলে গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, পল্টন ও হানিফ ফ্লাইওভারে ব্যাপক গাড়ির চাপ বাড়বে। সেক্ষেত্রে কর্তৃপক্ষকে এই চাপ সামলাতে হিমশিম খেতে হবে। এর জন্য সমন্বয় করে কিভাবে যানজট ও গাড়ির চাপ কমানো যায় পরিকল্পনা করতে হবে। তা না হলে যানজেটে নগরবাসীর ভোগান্তি বহুগুণে বেড়ে যাবে।

বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন করবেন। এটি দেশের পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে।

দুই স্তরবিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে থাকবে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরটিতে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় এ সেতু।

কুসিক নির্বাচনে ৬০% ভোট পড়েছে দাবী সিইসির

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে সিইসি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, সার্বিক দিক বিবেচনায় বলা যায়, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে (কুমিল্লা) প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।

ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে হাবিবুল আউয়াল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্লো ছিল না। যারা বয়স্ক ভোটার, তাদের একটু সমস্যা হয়েছে। ফলে ভোটগ্রহণে কিছুটা ধীরগতি ছিল।

এর আগে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ইভিএম ও বৈরী আবহাওয়ার কারণে সবাই ভোট দিতে পারেননি। প্রাথমিক ধারণা ৫০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ভোট দিতে না পেরে অনেকেই ফিরে গেছেন। ধীরগতি না থাকলে আরও অনেকেই ভোট দিতে পারতেন। এই একটি বিষয় ছাড়া সবকিছুই সুন্দর ছিল।

এছা তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন।

নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), টানা দুই বারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।