যুক্তরাষ্ট্রে ফিরছেন শাকিব খান

বিনোদন ডেস্ক :

দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানের পর ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান দেশে ফিরেছিলেন গেল বছরের ১৭ আগস্ট। দেশে ফিরেই গণমাধ্যমে বলেছিলেন, এবার চমক নিয়ে আসছেন তিনি।

এরপর ব্যক্তিগত জীবনের চমক জাগানো খবর প্রকাশ্যে এসেছে। আর অসমাপ্ত ‘আগুন’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ শেষ করলেও নতুন কোন সিনেমার শুট শুরু করেননি। তবে ঘোষণা দিয়েছেন একাধিক সিনেমার।

এবার নতুন খবর হচ্ছে, প্রায় পাঁচ মাস বাংলাদেশে অবস্থানের পর ফের যুক্তরাষ্ট্রে ফিরছেন শাকিব খান। ১৭ জানুয়ারি দুবাই থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরছেন এই নায়ক। বর্তমানে একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে দুবাইয়ে অবস্থান করছেন তিনি।

শাকিব খানের একাধিক ঘনিষ্টসূত্র এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এবার যুক্তরাষ্ট্রে শাকিবের সফর কতদিনের তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি।

২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসনের প্রাথমিক অনুমতি পেয়েছেন বাংলাদেশের এই নায়ক।

গানে গানে শাকিরার খোঁচা

বিনোদন ডেস্ক :

জেরার্ড পিকে-শাকিরার ১১ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে গত বছর জুনে। পিকের নতুন করে প্রেমে জড়ানোর পর পারস্পরিক সমঝোতায় আলাদা হয়েছেন দুজন। আলাদা হলেও তিক্ততা শেষ হয়নি। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি ছিলই। তা যেন আরেকটু উস্কে দিল কিছুদিন মুক্তি পাওয়া শাকিরার একটি গানে।

সেই গানের সুরে সুরে পিকেকে খোঁচা দিয়ে অনেক কথা বলেছেন শাকিরা। বলা চলে, পুরো গানটাই পিকেকে খোঁচা মেরে। যার জন্য শাকিরাকে ছেড়েছেন পিকে, তাকে ক্যাসিও ঘড়ি আর নিজেকে রোলেক্স ঘড়ি দাবি করে শাকিরা গান। লিরিক্সটা অনেকটা এমন—ক্যাসিওর জন্য রোলেক্স হারালে! পুরো গানে পিকের প্রতি ঘৃণা ঝেড়েছেন এই পপ তারকা।

গানটির ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই লুফে নিচ্ছেন দর্শকরা। মাত্র ২৪ ঘণ্টায় গড়েছে রেকর্ড। এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে ১২২ মিলিয়নেরও বেশিবার। এমনকি গড়েছে ইউটিউবে আপলোড হওয়া লাতিন গানগুলোর মধ্যে অল্প সময়ে সর্বোচ্চ ভিউর রেকর্ড।

পিকেকে ধুয়ে দিলেন শাকিরা। তা আবার দর্শক মহলেও সমাদৃত হলো। বার্সেলোনার সাবেক এই স্প্যানিশ তারকা অবশ্য চুপ থাকেননি। শাকিরাকে জবাব দিয়েছেন হাসতে হাসতে। সম্প্রতি পিকে একটি সেভেন-এ-সাইড ফুটবল লিগ চালু করতে যাচ্ছেন, যার স্পন্সর হয়েছে ক্যাসিও।

জাপানি ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির একটি ঘড়ি হাতে ভিডিওতে এসে পিকে দেখালেন তা। হাতের ক্যাসিও ঘড়ি দেখিয়ে বলেন, এই ঘড়ি আমি বাকি জীবন ব্যবহার করতে পারব। এমন মোক্ষম খোঁচায় জমে উঠেছে পুরনো দ্বন্দ্ব।

৫০ হাজার ভক্ত একসঙ্গে দেখবে ‘পাঠান’

বিনোদন ডেস্ক :

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বলিউড বাদশা শাহরুখ খান। শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে এশিয়া মহাদেশের সবথেকে ধনী অভিনেতা তিনি।

‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স’ এই ডাটা প্রকাশ করেছে। যেখানে আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড বিশ্বের সব থেকে ধনী অভিনেতা। তাঁর সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার। দ্বিতীয় ধনী অভিনেতা টাইলারের সম্পত্তির পরিমাণও ১ বিলিয়ন। তৃতীয় স্থান অধিকার করা ডোয়েইনের সম্পত্তির পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার।

শাহরুখের পরেই আছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো দুনিয়ার তাবড় তারকা। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৬২০ মিলিয়ন ডলার, ৫২০ মিলিয়ন ডলার, ৫০০ মিলিয়ন ডলার এবং ৫০০ মিলিয়ন ডলার।

খাতা কলমের হিসাবে ১৪৯৬ দিন পর শাহরুখ খান ফিরছেন ২৫ জানুয়ারি। বলিউড বাদশাহর ফেরার আয়োজনে কোনো কমতি রাখছে না প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। পিছিয়ে নেই শাহরুখ ভক্তরাও।

এসআরকে ফ্যানক্লাবের তরফ থেকে ভারত জুড়ে ৫০ হাজার অনুরাগীদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শোর আয়োজনের ঘোষণা এসেছে

ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্সের সহ-প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি পিঙ্কভিলাকে নিশ্চিত করেছেন যে, তাঁরা ভারতের ২০০টিরও বেশি শহরে ‘পাঠান’র শোয়ের আয়োজন করবে। শুধুমাত্র এই শো থেকেই ন্যূনতম ১ কোটি টাকার বুকিং আশা করা হচ্ছে। যার ভেতর মুম্বাইতে প্রথম দিনে ৭ থেকে ৮টি এবং দিল্লিতে ৬টি ফার্স্ট ডে ফার্স্ট শোর আয়োজন করা হয়েছে।

একইভাবে দেশের অন্যান্য শহরেও একাধিক শো-র আয়োজন করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে এই উদযাপন শুধুমাত্র ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই হবে না, চলবে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহন্তর অবধি।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

রেকর্ড ভাঙল বিচ্ছেদ নিয়ে শাকিরার গান

বিনোদন ডেস্ক :
জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে গান বেঁধেছেন শাকিরা। গানটি প্রকাশের পর ইউটিউবে তা নতুন রেকর্ড গড়েছে। গানের শিরোনাম ‘আউট অব ইয়োর লিগ’। গানটি প্রকাশের ২৪ ঘণ্টায় ৬৩ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। ২৪ ঘণ্টায় এর আগে কোনো লাতিন গানের ভিডিও এত বেশিবার দেখা হয়নি।

২০২২ সালে সাবেক স্প্যানিশ ফুটবলার পিকে ও কলম্বিয়ান গায়িকা ও গীতিকার শাকিরা সম্পর্কের ইতি টানেন। যৌথ বিবৃতি দিয়ে তারা বিচ্ছেদের বিষয়টি জানান। ১০ বছরের বেশি সময় একসঙ্গে ছিলেন তারা। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে।

গানে গানে শাকিরা পিকের সমালোচনা করেছেন। পিকে জিমে অনেক সময় ব্যয় করেন। শাকিরা তাকে মস্তিষ্কের ব্যায়াম করারও পরামর্শ দিয়েছেন। বর্তমানে ২৩ বছরের এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন পিকে। সেটি নিয়েও সমালোচনা করেছেন শাকিরা। স্পেনে আয়কর ফাঁকি নিয়ে ঝামেলায় পড়েছিলেন শাকিরা। সেজন্যও পিকের সমালোচনা করেছেন গায়িকা।

‘ব্ল্যাক ওয়ার’ চলছে দেশের ৪৪ সিনেমা হলে

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার আজ শুক্রবার (১৩ জানুয়ারি) দেশের ৪৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে। যার মধ্যে ঢাকার ১৪টি সিনেমা হলে চলছে বছরের প্রথম ও আলোচিত সিনেমাটি।

মুক্তির আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীদের দেখানো হয় ‘ব্ল্যাক ওয়ার’। যে প্রশংসায় ভেসেছে সিনেমাটি।

সিনেমাটির জন্য নয় মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে নায়কের  বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।

ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। তার ভাষ্য, ‘আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ছবিটি ভালো লাগবে।’

আরিফিন শুভর পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। পরিচালনা করেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

নারী কমিশনে নালিশ উরফির

বিনোদন ডেস্ক :
পোশাকের রুচিবোধ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াহ’র বিরুদ্ধে নারী কমশিনে অভিযোগ করেছেন ভরতীয় অভিনেত্রী উরফি জাভেদ।

উরফির আইনজীবী নিতিন সাতপুতে জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্য কমিশন ফর উইমেনে অভিযোগ করেছেন উরফি।

উরফির আইনজীবীর আরও জানিয়েছেন, বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে হুমকি ও উরফির জনপ্রিয়তাহানি চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মারাঠি ভাষায় লেখা টুইটে বিজেপি নেত্রী চিত্রা বলেছিলেন, ‘অর্ধনগ্ন নারী প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন নারী কমিশন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এটা কেবল উরফির বিরুদ্ধে প্রতিবাদ নয় এটা পাবলিক প্লেসে এমন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। এবং হ্যাঁ, নারী কমিশন কিছু করবে নাকি করবে না?

জন্মদিনেই বিয়ের খবর সামনে এলো হৃতিকের

বিনোদন ডেস্ক :
জন্মদিনে বিয়ের খবর প্রকাশ্যে এলো বলিউড সুপারস্টার হৃতিক রোশনের। প্রেমিকা সাবা আজাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন হৃতিক।

বলিউডের অন্যতম সুদর্শন এবং স্টাইলিশ অভিনেতা হৃতিক রোশন। মঙ্গলবার (১০ জানুয়ারি) ৪৯ বছরে পা রেখেছেন তিনি। আর তার জন্মদিনের দিনই ভক্তদের জন্যে সুখবর সামনে এসেছে জন্মদিনের উপহার হিসেবে।
সুজানের সঙ্গে বিচ্ছেদের পর গেল কয়েক মাস ধরেই গায়িকা সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেমের গুঞ্জন চলছিল জোরেসোরে। হৃতিক নিজেও কখনো প্রেমিকাকে লোকচক্ষুর আড়ালে রাখেননি। এরইমধ্যে নতুন ফ্ল্যাট কিনে লিভ ইনও শুরু করেছেন তারা। ভাসছেন প্রেমের সাগরে। এবার সেই প্রেমকে প্রণয়ে রূপ দিতেই খুব শিগগিরই নাকি চারহাত এক হতে চলেছে হৃতিক-সাবার!

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাবার সঙ্গে ভীষণ খুশি তিনি। এছাড়া হৃতিকের দুই ছেলে রেহান-হৃদানও সাবাকে পছন্দ করে।

শোনা যাচ্ছে বছরের শুরুতে বেশ কিছু কাজের চাপ থাকায়, বছর শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গোটা পরিবারের উপস্থিত থাকবে তাদের বিয়েতে। সম্পর্কের প্রথম থেকেই রোশন পরিবারের পছন্দের পাত্রী সাবা।

বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও হৃতিক-সুজানের বন্ধুত্ব এখনও অটুট। কিন্তু এই বিয়েতে হৃতিকের প্রাক্তন থাকবেন কি-না, তা এখন জানা যায়নি। এদিকে সুজানের সঙ্গে ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়ে একটা লম্বা সময় সিঙ্গেলও ছিলেন তিনি। এরমধ্যে কয়েকজন বলিউড নায়িকার সঙ্গেও নাম জড়িয়েছে হৃতিকের। তবে সাবার সঙ্গেই নতুন জীবনে পা রাখতে চলেছেন এই বলিউড সুপারস্টার।

 

সিনেমার প্রচারণায় পরীমণি

বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বছরের শেষ দিন শরীফুল রাজের সঙ্গে মনোমালিন্যের খবর দিয়ে মিডিয়া পাড়ায় শোরগোল ফেলেন তিনি। এবার সবকিছু ভুলে সিনেমায় ব্যস্ত হচ্ছেন হালের আলোচিত এই লাস্যময়ী নায়িকা।

আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

মুক্তির আগে ছবিটির প্রচার-প্রচরণায় ব্যস্ত সময় পার করছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম। প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার সকালে রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে অংশ নিয়েছেন তারা। সেখানে উপস্থিত ছিলেন এ সিনেমার নায়িকা পরীমণি।

 

এ নিয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে কলেজের ছাত্রদের সাথে পরী। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে পরীকে পেয়ে সবাই বেশ খুশি, উচ্ছ্বসিত।

এক স্ট্যাটাসে পরীমণি লিখেন, শুভ সকাল! আমাদের #অ্যাডভেঞ্চার_অব_সুন্দরবনের প্রধান দর্শকরা অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি।

হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে পরীমণি বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ তোমাদের (ছাত্র-ছাত্রী) জন্য সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।

এ সময় পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, আমাদের এ সিনেমাটা মূলদর্শক বাচ্চারা। তাই সিনেমার প্রচারের অংশ হিসেবে আজ বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে এসেছি। সামনে আরও কিছু স্কুলে যাওয়াও ইচ্ছে আছে। বাচ্চাদের সঙ্গে কথা বলবো সিনেমাটি নিয়ে। তাদের দেখার আমন্ত্রণ জানাবো।

এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে জুটি বেধেছেন চিত্রনায়িকা পরীমণি ও নায়ক সিয়াম আহমেদ। এর আগে ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এরই মধ্যে সিনেমাটির গান, পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রকাশ হয়েছে।

সিনেমাটির প্রচারের অংশ হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হন পরীমণি, কচি খন্দকার ও পরিচালক আবু রায়হান জুয়েল। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিমের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়। এর সঙ্গে টিফিন ও পেন বক্স ছিল।

ছোট চরিত্রে কাজ করবেন না নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক :

যেস্বপ্নে বিভোর হয়ে মুম্বাইয়ে গিয়েছিলেন, বহু পরিশ্রমে সেটা ধরা দিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকির কাছে। ব্যাকগ্রাউন্ড আটিস্ট থেকে আজকের নওয়াজ।

নওয়াজউদ্দিন সিদ্দিকি জানিয়েছেন, ২৫ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেলেও তিনি আর ছোট চরিত্র অভিনয় করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বলে খবর হিন্দুস্তান টাইমসের।

ওই সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছেন, ‘এখন আমাকে ২৫ কোটি রুপির প্রস্তাব দিলেও ছোট চরিত্রে অভিনয় করবো না। কারণ, আমি মনে করি অর্থ এবং খ্যাতি কাজের মাধ্যমেই আসে। আপনি যদি নিজের কাজটি ভালভাবে করেন তাহলে অর্থ এবং খ্যাতি আপনার পিছনে ছুটবে। আর আপনি যদি কাজ না করে এসবের পিছনের ছুটে বেড়ান তাহলে কখনই তা খুঁজে পাবেন না। তাই শুধু ভালোভাবে কাজ করতে থাকুন।’

তিনি আরও বলেন, ‘কখনও কখনও আমরা সারাজীবন অর্থ এবং খ্যাতির পিছনে ছুটে বেড়াই। কিন্তু কিছুই পাই না। আমি বিশ্বাস করি, কাজ দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে খ্যাতি আর টাকা নিজ থেকেই পিছনে ছুটে বেড়াবে।’

২০১২ সালে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ সিনেমায় ফয়সাল খানের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নওয়াজউদ্দীন ব্যাপক পরিচিতি পান।

শীঘ্রই মুক্তি পেতে চলেছে নওয়াজউদ্দিনের ‘হাড্ডি’ সিনেমা, যেখানে  তিনি একজন রূপান্তরকারীর ভূমিকায় অভিনয় করেছেন।

মনোনয়নপত্র কিনলেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট :
বিএনপির ছেড়ে দেয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

দুপুর ১টা দিকে তিনি গণমাধ্যমকে বলেন, সকালে আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনের অফিস থেকে আজ মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৫ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি এর আগে জমা দিয়ে দিবো।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পান আশরাফুল আলম। ব্যাপক আলোচনার মধ্যে সিংহ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তবে নির্বাচনের দিন নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

উল্লেখ্য, বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগ করেন। আসন দুটি শূন্য ঘোষণার পর ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।