ঝালকাঠিতে চুরির অভিযোগে ২ যুবক আটক

ঝালকাঠিতে চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলার কামরুল ইসলাম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের রেজাউল মৃধা (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। সকাল ১১টার দিকে তিনি বাসার সামনে একটি দোকানে যান। এ সুযোগে ওই দুর্বৃত্তরা মাকসুদার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আলমারি ভেঙে নগদ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এরই মধ্যে মাকসুদা ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে আটক করে।

মাকসুদা বেগম সাংবাদিকদের জানান, আটক দুই যুবকের সঙ্গে আরও লোকজন ছিল। যারা টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

৪ কোটি ডোজ করোনার টিকা সংগ্রহ করা হবে: জাহিদ মালেক

সরকারিভাবে জুলাই পর্যন্ত করোনার ৪ কোটি ডোজ টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (০৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোভিড-১৯ ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট ও ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, ভ্যাকসিন নিয়ে প্রতি ১৫ দিনে একদিন স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের যে অর্ডার আছে এবং কোভ্যাক্স যে ভ্যাকসিন দেওয়ার কথা সেসব যদি ঠিকমতো পাই তাহলে ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমাদের হাতে থাকবে। এই ৪ কোটি ডোজ বিভিন্ন সময় বিভিন্ন মাসে আসবে, এরমধ্যে যদি কোনো পরিবর্তন লাগে সেটা করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ দিনের মধ্যে একদিন ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। সেরাম থেকে ভ্যাকসিন আনার পাশাপাশি অন্য কোনো প্রতিষ্ঠানের ভ্যাকসিন যদি বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন পায় সেগুলো নিয়েও আলোচনা করব।

তিনি বলেন, আমরা ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করেছি, যদিও ভারতে ৬০ বা তার ঊর্ধ্বে লোকদের ভ্যাকসিন দিচ্ছে। আমাদের কাছে প্রস্তাব এসেছে বয়সসীমা কমিয়ে আনার আমরা সেটা নিয়েও পরিকল্পনা করছি। তবে আমাদের যে বয়সসীমা দেওয়া তাতে ৪ কোটি লোককে ভ্যাকসিন দিতে হবে। যদি বেশি ভ্যাকসিন আসে তাহলে বয়সের বিষয় চিন্তা করতে পারব। আমাদের টার্গেট দ্বিতীয় ডোজ যেন হাতে থাকে সেটা চিন্তা করেই কাজ করছি।

বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনা হলে সেটা কীভাবে দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার যদি অনুমোদন দেয়। সেক্ষেত্রে কোন কোন কোম্পানি ভ্যাকসিন আনতে পারে সেটা তারা নিজ অর্থে কিনবে আর সেই ভ্যাকসিন যারা নেবেন তাদেরও নিজ অর্থ কিনতে হবে। এখানে সরকারের কোনো হাত নেই। তবে যে ভ্যাকসিনই আসুক সেটা ডব্লিউএইচও আমাদের ওষুধ প্রশাসনের অনুমোদন গাইড লাইন মেনে আনতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি লোককে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। তাছাড়া ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছে ৪৫ লাখের বেশি। যারা ভ্যাকসিন নিয়েছে ৩৩ লাখের অধিক তারা প্রত্যেকে সুস্থ আছে, কোনো জায়গায় কোন অঘটন ঘটেনি।

বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বের হতে পারেনি: কাদের

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মিলে বিএনপির স্বাধীনতা দিবস পালন তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পরিচিতিসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশের কারণে বাসমালিকরা জ্বালাও-পোড়াওয়ের ভয়ে বাস চালানো বন্ধ করে দেয়। এতে সরকারের কোনো হাত নেই। বিএনপি লাঠিসোটা দিয়ে পুলিশকে পেটাচ্ছে এটি জনগণ দেখছে। এটিই বিএনপির রাজনীতি। বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির ধারা থেকে বের হয়ে আসতে পারেনি।
সাম্প্রতিক নির্বাচনে বিএনপি দেখেছে তাদের কোনো ভোট নেই, জনভিত্তি নেই। তাই তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার পাঁয়তারা করছে।

তিনি বলেন, অনেকেই উপকমিটিতে নাম লিখিয়ে আর খোঁজখবর পাওয়া যায় না। উপকমিটির সদস্য পদে নাম লিখিয়ে কেউ কেউ কার্ড ছাপিয়ে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবার একজন বিভিন্ন কমিটিতে নাম লেখান, তাদের নাম সব কমিটি থেকে বাদ দেওয়া হবে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সঞ্চালনায় পরিচিতিসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতান, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপাসহ ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৩ মার্চ) দুপুর ১২টার দিকে ওই জামিন আদেশ দেন আদালত।

গত সোমবার (১ মার্চ) কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদনের উপর শুনানি ও আদেশ দিতে ‍বুধবার দিন ধার্য করেন আদালত।

এর আগে, একই মামলায় কারাগারে বন্দি থাকা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়।

২০২০ সালের ৫ মে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেয়ার অভিযোগে র‍্যাব-৩ ও সিপিসি-১ এর ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে ১১ জনের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এছাড়া অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ‘আই এম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজ থেকে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দিতেন, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।

ওই পেজের অ্যাডমিন শায়ের জুলকারনাইন এবং আমি কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমেকার, স্বপন ওয়াহিদ, মোস্তাক আহম্মেদ নামীয় ফেসবুক আইডিসহ পাঁচজন এডিটর পরস্পর যোগসাজশে ফেসবুক পেজটি দীর্ঘদিন পরিচালনা করেন।

আহমেদ কবীর কিশোর, তাসনিম খলিল, জুলকারনাইন, শাহেদ আলম ও আসিফ মহিউদ্দিনের মধ্যে ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চ্যাটিং’ এর প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে এজাহারে বলা হয়েছে, ‘তাদের ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোনে ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।

আলামত পর্যালোচনা করে রাষ্ট্রবিরোধী পোস্ট, মহামারি করোনাভাইরাস, সরকারদলীয় বিভিন্ন নেতার কার্টুন দিয়ে গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে তাসনিম খলিল, শায়ের জুলকারনাইন, শাহেদ আলম, আসিফ মহিউদ্দিনের সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চ্যাটিংয়ের প্রমাণ পাওয়া গেছে।’ বলে উল্লেখ্য করা হয় ওই অভিযোগপত্রে।

সোনার দাম কমল ভরিতে ১,৫১৬ টাকা

সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বুধবার (০৩ মার্চ) থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭১ হাজার ১৫০ টাকায় বিক্রি হবে। সর্বশেষ গত ১৩ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম প্রায় দুই হাজার টাকা হ্রাস করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

এছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়। বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা হ্রাস পাচ্ছে।

এদিকে সোনার দাম হ্রাস করলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

সোনার দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি জানিয়েছে, বিশ্বব্যাপী করোনার টিকা নেওয়া শুরু হলেও তার প্রভাব এখনো অর্থনীতিতে পুরোপুরি পড়েনি। ফলে নানা জটিল সমীকরণে বিশ্ববাজার অস্থির। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে ও ভোক্তাদের কথা চিন্তা করে চলতি বছর টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরিশালে টিকাগ্রহীতা ১ লাখ ৫৬ হাজার ২৩৭ জন

দেশে গণটিকা কর্মসূচির শুরুর প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত বরিশাল করোনার টিকা নেওয়ার সংখ্যা এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন।

গতকাল মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল মঙ্গলবার (০২ মার্চ) পর্যন্ত বরিশাল বিভাগে মোট টিকা নেওয়া এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন।

সিএমএইচে এইচ টি ইমাম, অবস্থা সংকটাপন্ন

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। চিকিৎসার জন্য তাকে এরই মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) সকালে এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের স্ত্রী জানান, এইচ টি ইমাম বর্তমানে সিএমএইচে ভর্তি রয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এইচ টি ইমাম। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়।

আরও পড়ুন : ৬ জাহাজে ভাসানচরের পথে রোহিঙ্গাদের বিশাল বহর

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামে পরিচিত। তার বর্তমান বয়স ৮২ বছর।

শিক্ষাবিদ প্রফেসর হানিফকে শেষ শ্রদ্ধা

সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ বরন্যে শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার দুপুর দুইটায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নাগরিক শ্রদ্ধার আয়োজন করা হয়।

সেখানে লাশবাহি গাড়িতে করে নেয়া হয় সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর মো: হানিফকে।

তার মরদেহে প্রথম শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ছাদেকুল আরেফিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল শিক্ষক সমিতি, ভোলা জেলা কল্যান সমিতি, ইসলামিয়া কলেজ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মহিলা পরিষদ, অমৃত পরিবার, খেয়ালী গ্রুপ থিয়েটার, বরিশাল জেলা খেলাঘর আসর, বরিশাল জেলা ছাত্রলীগ, শব্দাবলী গ্রুপ থিয়েটার, জাতীয় নজরুল সঙ্গীত সম্মিলন পরিষদ, উদীচী, বরিশাল নাটক, বাংলাদেশ গার্লস গাইড, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ প্রফেসর মোঃ হানিফের মরদেহে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন।

আছরবাদ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

পরে বরিশালের মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, প্রফেসর মোঃ হানিফ বরিশালের অমূল্য রত্ন ছিলেন। শিক্ষার প্রসারে তার যে ভূমিকা সেটা বরিশালবাসী আজীবন স্মরণ করবেন। এমন শিক্ষাবিদের প্রয়ানে আমরা গভীর শোকাহত।

সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বলেন, ১৯৮৮ সাল থে‌কে ১৯৯২ পর্যন্ত হা‌নিফ স‌্যার ব্রজমোহন কলে‌জের অধ‌্যক্ষ ছি‌লেন। তি‌নি এই ক‌লে‌জের উন্নয়‌নে ভূয়সী ভূ‌মিকা রা‌খেন। তার হাত ধ‌রেই ব্রজ‌মোহন কলেজ উন্নয়‌নের রুপ পায়। এছাড়া শিক্ষার প্রসা‌রে তার যে ভূ‌মিকা ছি‌লো তা অতুলনীয়। তি‌নি আজীবন বেঁ‌চে থাক‌বেন সাধারণ মানু‌ষের মা‌ঝে। এই অঞ্চলে শিক্ষা প্রসারে তার ভূমিকা ভোলার নয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে হানিফ স্যারের ভূমিকা ছিলো ব্যাপক। তার মৃত্যুতে আমরা আমাদের অভিভাবক হারিয়েছি বলে মনে করছি। আমাদের শিক্ষার বাতিঘর হিসেবে তাকেই আমরা চিনি। তাকে শিক্ষকদেরও শিক্ষক বলা হতো বরিশালে।

প্রফেসর মোঃ হানিফ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার রাতে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রফেসর মোঃ হানিফ ১৯৩৬ সালের ১ জানুয়ারি ভোলা জেলার লালমোহন উপজেলার গৌড়নগর ইউনিয়নের চতলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বরিশালের সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এরপর ১৯৮৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ পদে ছিলেন। এই সময়কালে তিনি ব্রজমোহন কলেজের উন্নয়নে এবং অবকাঠামোগত আমূল পরিবর্তন আনেন। দক্ষিণাঞ্চলে শিক্ষার প্রসারে তার অবদান অনেক।