ঝালকাঠিতে হামলাকারীকে গ্রেফতারের দাবীতে থানায় অবস্থান ধর্মঘট করেছে স্বর্ণকিশোরী সারা

ঝালকাঠি প্রতিনিধি ॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত ২ সেপ্টেম্বর দুপুরে ঝালকাঠির স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজ ছাত্রী নাসরিন আক্তার সারার ওপর হামলা করেছে যুবায়ের আদনান নামের এক যুবক। ঐ দিনই ঝালকাঠি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে কলেজ ছাত্রী সারা। কিন্তু ঘটনার ১ সপ্তাহ অতিবাহিত হতে চললেও আসামীকে খুজে পাচ্ছেনা পুলিশ। হামলা ঘটনার বিচার এবং আসামী গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর থানা চত্বরে অবস্থান ধর্মঘট করেছে কলেজ ছাত্রী সারা। ‘নারী নির্যাতনে মিমাংসা নয়, বিচার চাই’ এই শ্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে প্রায় ঘন্টাব্যাপী অবস্থানের পর পুলিশের পক্ষ থেকে সদর থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই ফিরোজ আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামী যুবায়ের’কে গ্রেফতারের আশ্বাস দিলে সারা থানা থেকে বাসায় চলে যায়। এসময় প্রশাসনের দ্বারে দ্বারে না ঘুরে যদি আত্মহত্যা করলেও এই হামলার বিচার পাওয়া যায় তাতেও প্রস্তুত রয়েছে সারা। এমনটাই সাংবাদিকদেরকে বলেছে। এসময় সারা’র বড় বোন আখিনুর বেগম বলেন, যুবায়ের আদনান আমার ঘরে ঢুকে আমার ছোট্ট ছোট্ট দুটি বাচ্চার সামনে সারা’কে যেভাবে মেরেছে তাতে আমার বাচ্চা দুটিও ভয়ে মানসিক ভাবে টর্চার হয়েছে। আমি আমার বোনের উপর হামলাকারীর দ্রুত গ্রেফতার ও বিচার চাই। সারা’র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল বলেন, আমরা তথ্য প্রযুক্তি ব্যাবহার করে আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
এ মামলার আসামী যুবায়ের আদনানের বাবা ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মসজিদের ঈমাম জাকির হোসেন বলেন, সারা নামের মেয়েটি আমার ছেলের সাথে সম্পর্ক সৃষ্টিকরে বিয়ের কথা বলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। আমি সে ঘটনার বিবরণ উল্লেখ করে আমি নিজে বাদি হয়ে ঝালকাঠি আদালতে একটি নালিশি মামলা দ্বয়ের করেছি। যাহার তদন্ত চলমান।

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে অবৈধ চেকপোস্ট, সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া বাজার এলাকায় চেকপোস্টের নামে বাস মালিক সমিতির লোকজন যাত্রীদের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে মহাসড়কে চলাচল করা থ্রি-হুইলার (মাহিন্দ্র) থামিয়ে চালকদের মারধর এবং গাড়ি ভাঙচুর করায় মাহিন্দ্র এবং বাস শ্রমিকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। আর এতে ভোগান্তিতে পড়ছে এ রুটে চলাচলকারী যাত্রীরা।

সর্বশেষ গত ৬ অক্টোবর অবৈধ চেকপোস্ট থাকা লোকজন স্থানীয় এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই সাংবাদিক বুধবার (৭ অক্টোবর) দুপুরে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সকাল ১০টার দিকে দৈনিক বরিশালের কথা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. জসিম উদ্দিন তার এক আত্মীয়ের গুরুতর অসুস্থ্য ৩ বছর বয়সী ছেলেকে নিয়ে মাহিন্দ্রাযোগে (থ্রি-হুইলার) ষাইটপাকিয়া থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। মাহিন্দ্রটি ষাইটপাকিয়া বাজার এলাকায় অবৈধ চেকপোস্টের কাছে পৌঁছলে মো. মন্নান চৌধুরীর (মনা) নেতৃত্বে ৪/৫ জন লোক নিজেদের বাস মালিক সমিতির প্রতিনিধি পরিচয় দিয়ে গাড়িটি আটকে দেয়। এসময় তারা অসুস্থ্য রোগীসহ মাহিন্দ্রার সকল যাত্রীদের নামিয়ে দেন এবং ড্রাইভারকে মারধর করেন। জসিম উদ্দিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ্য ছেলেটিকে বাঁচাতে মাহিন্দ্রাটিকে ছেড়ে দিতে মালিক সমিতির লোকজনের কাছে অনুরোধ করেন। এতেও তারা নমনীয় না হয়ে সাংবাদিক জসিমের সঙ্গে কথাকাটির একপর্যায়কে তাকে খুন-জখমের হুমকি দেয়। এ ঘটনায় জসিম উদ্দিন বাদি হয়ে নলছিটি থানায় জিডি করেন।

নলছিটির থানার ডিউটি অফিসার এএসআই মিনহাজ বলেন, জিডির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।