বরিশালে কেমিস্ট ল্যাবরেটরীজের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বরিশালের ওষুধ তৈরি প্রতিষ্ঠান কেমিস্ট ল্যাবরেটরীজ লিমিটেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে আগামী ১১ অক্টোবর বাদির আটকে রাখা মালামালসহ বিবাদীদের আদালতে স্বশরীরে হাজিরের জন্য নির্দেশ দিয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর কেমিস্টের পার্সেস অফিসার মো. সোহেল আহমেদ কেমিস্ট ল্যাবরেটরীজের পরিচালক (অপারেশন) মাহাবুবুর রহমান তুহিন, পরিচালক (মার্কেটিং) মশিউর রহমান তুষার এবং কেমিস্ট ল্যাবরেটরীজের নির্বাহী কর্মকর্তা (আইন) মো. আবুল হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক চাকরিচ্যুত এবং লাখ লাখ টাকার মালামাল আটকে রাখার অভিযোগে মামলাটি করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ‘বাদী সোহেল আহমেদ কলেজ রো এলাকায় অবস্থিত কেমিস্ট ল্যাবরেটরীজ লিমিটিডে পার্সেস অফিসার পদে ২০০৮ সাল চাকরীতে যোগদান করেন। চাকরির সুবাদে তিনি আসামী মাহাবুবুর রহমান ও মশিউর রহমানের বাসার তৃতীয় তলায় বসবাস করতেন। উক্ত প্রতিষ্ঠানে চাকুরী করাকালীন বাদি সোহেল আহমেদ তার বেতন বৃদ্ধির জন্য মালিক পক্ষকে অনুরোধ করেন। কিন্তু মালিক পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কোন ধরণের নোটিশ প্রদান ছাড়া বাদিকে চলতি বছরের ১০ জুন চাকরীচ্যুত করেন। শুধু তাই নয় বাদিকে চাকরীচ্যুত করার সময় নিয়মানুযায়ী বেতন-ভাতা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা করেননি। কোন ধরণের নোটিশ এবং দেনা-পাওনা না বুঝিয়ে দিয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে বাদি সোহেল আহমেদকে চাকরীচ্যুত করা হয়। চাকরীচ্যুত করার পাশাপাশি বাদির অফিসে থাকা ড্রয়ারে এনসিসি ব্যাংকের চেক বইয়ের তিনটি পাতা (নং-এস ৬৩৫২২১৬৭, এস ৬৩৫২১৬৯, এস ৬৩৫২১৭০) বিবাদীরা নিয়ে যায়।

এ ঘটনায় সোহেল আহমেদ চলতি বছরের ২৫ আগস্ট কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন (যার নং-১১৪৬)। পরবর্তীতে বাদী জানতে পারেন উক্ত চেকের পাতায় ভুয়া স্বাক্ষর করে বিবাদী মাহাবুবুর রহমান ও মশিউর রহমানের সহযোগিতায় ৩ নম্বর আসামী আবুল হোসেন বাদি সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বাদি সাহেল আহমেদ মামলায় আরও উল্লেখ করেন, ‘বিবাদীরা তার ব্যবহৃত একটি এফজেট মোটরসাইকেল (বরিশাল মেট্রো-ল-১১-১৭৯৬), একটি স্যামসাং ওয়াল টিভি, একটি এসি, একটি খাট, একসেট কাঠের সোফা, ফোম, একটি সোকেজ, লেপ-তোষক এবং আরও অনেক আসবাবপত্র জোর করে আটকে রাখেন। বাদি পরবর্তীতে তার মালামাল একাধিকবার নিয়ে আসার জন্য গেলে বিবাদীরা মামলামাল না দিয়ে আত্মসাৎ করার পায়তারা করায় বাদি বাধ্য হয়ে আদালতের শরনাপন্ন হন। গত ১৩ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করলে বিচারক গত ২০ সেপ্টেম্বর ওই আদেশ দেন।

বাদি অভিযোগ করে বলেন, ‘মালামাল নিয়ে আদালতের নির্দেশনা জারির খবরে আসামীরা উক্ত মালামাল গোপনে ঘর থেকে সরিয়ে নেয়ার পায়তারা করছেন।

বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ভোগান্তি বরিশাল নগরবাসীর, সহসাই মিলছে না মুক্তি

টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালের জনজীবন স্তিমিত হয়ে পড়েছে। গত এক সপ্তাহে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলসহ নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

এদিকে আটকে পড়া বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নগরীর বিভিন্ন খালের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সিটি করপোরেশন।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের কারণে গত ১৮ সেপ্টেম্বর থেকে বরিশালে বিরামহীন বৃষ্টি হচ্ছে। গত ১ সপ্তাহে বরিশালে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব শেষ গত বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সাগরে লঘুচাপের কারণে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানি ঢুকে এবং ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলসহ নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাল ও ড্রেনগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সহসাই নামছে না আটকে পড়া পানি। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তারা জলাবদ্ধতা থেকে রেহাই পেতে দ্রুত খাল ও ড্রেন সংস্কারের দাবি জানান।

এদিকে নগরীর ২৪টি খাল সংস্কারের জন্য মন্ত্রণালয়ে পাঠানো প্রায় ২ হাজার কোটি টাকার একটি প্রকল্প দীর্ঘদিনেও অনুমোদন না হওয়ায় সহসাই জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। তবে সিটি করপোরেশন নিজস্ব জনবল এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে সাময়িকভাবে ময়লা-আবর্জনা পরিষ্কার করে নগরীর খালগুলোর প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিসিসি’র প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

জনগণের বন্ধু অ্যাডিশনাল এসপি মাহমুদ

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠি জেলার আইন – শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সবার জন্য আইনের ‘সমান অধিকার’ প্রতিষ্ঠার যে ব্রত নিয়ে অ্যাডিশনাল এসপি হিসেবে এসেছিলেন মাহমুদ হাসান , তার বিদায়জনিত কারণে সমাপ্তি অবশেষে। সম্প্রতি ঝালকাঠি জেলা থেকে এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকায় বদলী হন তিনি। রাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনে, সকল আবেগের ঊর্দ্ধে উঠে বিদায় নিয়েছেন ঝালকাঠি জেলার সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসা প্রিয় মানুষ হয়ে ওঠা প্রজাতন্ত্রের এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও শুধু নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে যে মানুষটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এসেছিলেন মানুষের অনেক কাছে, তার বিদায়ে ঝালকাঠিবাসী আবেগতাড়িত, বাকরুদ্ধ ও অশ্রুসিক্ত ।
টানা পাঁচ বছর দায়িত্ব পালনের পর বুধবার রাতে তাঁর বদলিকৃত কর্মস্থলের উদ্দ্যেশে ঝালকাঠি ত্যাগ করেন। তাঁকে বিদায় জানাতে ঝালকাঠির সর্বস্তরের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার কার্যালয়ে সকাল থেকে ভীড় করেন।
মাহমুদ হাসান ২০১৫ সালের ২ সেপ্টেম্বর এএসপি(সদর সার্কেল) হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৫ বছরে দায়িত্ব পালনে অত্যন্ত সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
এসময়ে তিনি সেবামূলক প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা)”, টানা ১০ বার বরিশাল রেঞ্জের “শ্রেষ্ঠ সার্কেল অফিসার” এবং জনসেবায় ঝালকাঠি জেলা প্রশাসন থেকে “বেস্ট সেবা প্রদানকারী অফিসার” নির্বাচিত হন। একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে জেলাবাসীর পরম বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেন।
এছাড়াও প্রতিদিন শতশত সেবাপ্রার্থী সাধারণ মানুষ নির্বিঘ্নে তার অফিসে ছুটে এসে তাদের সমস্যা নিয়ে কথা বলতে পেরেছে এবং তাৎক্ষনিকভাবে তাদের সমস্যার সমাধানও পেয়েছে।
পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সু-সম্পর্ক রেখেই কাজ করেছেন তিনি।

বিদায় বেলায় এই কর্মকর্তা নিজের ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন। যা সবার দৃষ্টি কাড়ে- “দীর্ঘ ০৫ বছর ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত ছিলাম। নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে ঝালকাঠি থেকে আজ বিদায় নিলাম। সম্মানিত রেঞ্জ ডিআইজি স্যার, এসপি ঝালকাঠি স্যার, অ্যাডিশনাল এসপি হাবিবুল্লাহ স্যারসহ সকল সহকর্মী, মিডিয়া কর্মী সহ ঝালকাঠি জেলার সকলের কাছে আমি চির কৃতজ্ঞ।ঝালকাঠিকে আমি কোনদিনই ভুলবনা, বিদায় বেলায় এ জেলার মানুষের অশ্রুসিক্ত ভালোবাসার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম।
“My beloved Jhalokati, I’ll miss you”.

সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার এক প্রিয় নাম অ্যাডিশনাল এসপি মাহমুদ হাসান। তার কর্মকালে সকলের সাথে সুসম্পর্ক রেখে জনসাধারণকে তিনি উজার করা সেবা দিয়েছেন, বিপদে-আপদে জনগণের পাশে দাড়িয়ে অসহায় ও নিপীড়িতদের সাহস ও শক্তি যুগিয়েছেন। ঝালকাঠিবাসীর আত্নার মানুষ ছিলেন তিনি।
জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও পরিচ্ছন্ন ইমেজের ছিলেন। বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে তিনি মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেন। তিনি একজন আদর্শবান শিক্ষকের সন্তান। শুধু কর্মস্থলে নয়, নিজ এলাকা পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সকল শ্রেণি -পেশার মানুষের কাছেও তিনি সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব।

ঝালকাঠিতে বারবার ফিরে আসুক মাহমুদ হাসান। বাংলাদেশ পুলিশের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক এমন মানিবক মাহমুদ হাসান। তবেই সাধারণ মানুষ নিরাপদে থাকবে। মাহমুদ হাসানের প্রতি এমন অভিব্যক্তি সমগ্র জেলাজুড়ে।

সত্যিকার অর্থেই তিনি একজন মানবিক পুলিশ। কর্মকালে ঝালকাঠিবাসীকে তিনি পরম মমতায় সেবা দিয়েছেন। বিদায়লগ্নে হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় মানুষটিকে বিদায় জানাতে এসেছেন তার কার্যালয়ে।
বিদায় বলে নিজেও অশ্রুসিক্ত নয়নে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এ বিদায়ী কর্মকর্তা।

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি হবে-প্রধানমন্ত্রী

বিশ্বে ডিজিটাল সেবার শক্তি কতটা তা কভিড-১৯ মহামারীতে প্রকাশ পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে উদীয়মান চাকরির বাজার বিবেচনা করে সরকার ২০৩০ সালের মধ্যে সব মাধ্যমিক স্কুলে ডিজিটাল একাডেমি ও সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করবে। গতকাল নিউইয়র্কের সদর দপ্তরে জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ‘ডিজিটাল কো-অপারেশন: অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন’ শীর্ষক হাই-লেভেল ভার্চুয়াল ইভেন্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কভিড-১৯ মহামারী ডিজিটাল সেবার শক্তি প্রকাশ করেছে, একই সঙ্গে বিশ্বে ডিজিটাল বৈষম্য উন্মোচন করেছে। বিশ্বের অর্ধেক মানুষই মৌলিক ইন্টারনেটে প্রবেশ করতে পারছে না। আমাদের অবশ্যই এ বৈষম্য দূর করতে হবে। ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে অর্থনৈতিক বিকাশকে সহজতর করা, নারীর ক্ষমতায়নসহ সমাজ পরিবর্তন করা আমাদের লক্ষ্য। এটি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন ও কভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করবে।

২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের তরুণদের দিনবদলের এ যাত্রার কেন্দ্রবিন্দুতে রাখতে চাই।

ডিজিটালাইজেশনে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০৩ দশমিক ৪৮ মিলিয়নে দাঁড়িয়েছে। আমাদের ডিজিটালাইজেশন জনগণকে চেঞ্জ মেকার হওয়ার বিশাল সুযোগ এনে দিয়েছে। শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা অভিন্ন লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের দিকে তাকিয়ে আছি।

কভিড-১৯ মহামারীর কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বনেতারা সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন। এবারের ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘আমরা ভবিষ্যৎ চাই, আমাদের জাতিসংঘের প্রয়োজন: বহুপাক্ষিকতার প্রতি আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে।’

পিরোজপুরে প্রথম স্ত্রীর মামলায় ছাত্রদল নেতা আটক

পিরোজপুরে প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান রুবেলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে পিরোজপুর সদর থানার হুলারহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা রুবেল পৌর শহরের মধ্যরাস্তা এলাকার আসলাম শেখের ছেলে।

রুবেলের প্রথম স্ত্রী শেখ সাজিয়া আফরিন শাম্মী জানান, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ের হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী রুবেলসহ তার মা জাকিয়া বেগম যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে। তাই তার পরিবার তাকে (রুবেল) যৌতুক হিসাবে মোটরসাইকেলসহ সংসারের বিভিন্ন আসবাবপত্র দিয়েছেন।

সাজিয়া আফরিন শাম্মী বলেন, এরপরও স্বামী রুবেলসহ তার মা সম্প্রতি ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ টাকা না এনে দেয়ায় আমাকে তারা শাররীক ও মানসিকভাবে চাপ সৃষ্টিসহ নির্যাতন করে আসছে। এমনকি ওই টাকার জন্য তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তারা (রুবেলের পরিবার) সেটা মেনে নেয়নি। তাই তিনি নিজে বাদী হয়ে চলতি বছরের ১৫ জুলাই খুলনা আদালতে স্বামী ও শাশুড়িকে আসামি করে যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। তাদের দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

তিনি আরো জানান, তিনি জানতে পারেন যে, তার স্বামী রুবেল সম্প্রতি স্ত্রী-সন্তানের তথ্য গোপন করে তার বিনা অনুমতিতে যশোরে আরো একটি বিয়ে করেছেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

করোনার সেকেন্ড ওয়েভে বাংলাদেশের প্রস্তুতি

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন শীত মৌসুমে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বা ‘সেকেন্ড ওয়েভের’ আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছেনা – এটা বিবেচনায় নিয়েই দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। কিন্তু কি ধরণের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে সেটি পরিষ্কার করে বলেননি স্বাস্থ্যমন্ত্রী। খবর বিবিসি বাংলার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোভিডের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় আর লকডাউন কিংবা সাধারণ ছুটির দিকে যাবেনা সরকার।

কর্মকর্তারা বলছেন, কয়েকদিন আগেই এ সম্পর্কিত কিছু পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং বুধবারও ওই অনুষ্ঠানে যোগ দেয়ার আগে এসব বিষয়ে নিজেদের মধ্যে বৈঠক করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত সেকেন্ড ওয়েভ মোকাবেলায় যেসব কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো-

•করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হলে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারে নিয়ে আসা।

•ঠাণ্ডাজনিত রোগ বা ইনফ্লুয়েঞ্জার টিকা, ভ্যাকসিন ও ঔষধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।

•করোনা চিকিৎসায় যে ঔষধগুলোর দরকার হয় আগেই সেগুলোর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।

•পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো এবং সে লক্ষ্যেই এন্টিজেন টেস্টের নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই অনুমোদন করা হয়েছে।

•প্রতিটি জেলায় একাধিক পরীক্ষাগারে আরটি পিসিআর মেশিনে পরীক্ষা নিশ্চিত করা।

•যেসব হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে নির্ধারণ করা হয়েছিলো সেগুলোকে প্রয়োজনে আবারো কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে।

•টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা আরও জোরদার করা এবং এ সংক্রান্ত ঔষধের যেন কোনো সংকট না থাকে সেটা নিশ্চিত করা হবে।

•জনসচেতনতা বৃদ্ধিতে আরও প্রচার যাতে করে মানুষ পরীক্ষাকে অবহেলা না করে ও পরিস্থিতি খারাপ হওয়ার আগেই হাসপাতালে আসতে উদ্বুদ্ধ হয়।

•স্বাস্থ্যবিধি মানতে কঠোরতা প্রদর্শন। এর অংশ হিসেবে মাস্ক ছাড়া বাইরে দেখা গেলে জরিমানা বা শাস্তির ব্যবস্থা করা হতে পারে।

• শীতকালে পিকনিক বা এ ধরণের আয়োজনে নিষেধাজ্ঞার চিন্তা, সতর্কতা আসবে বিয়ের আয়োজনেও।

উল্লেখ্য, বাংলাদেশে এ পর্যন্ত কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে ৫০৪৪ জন, আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন।

ইউপি নির্বাচন: মহিপুরে আ’লীগ প্রার্থীর মনোনয়ন দাখিল, প্রাথী পাচ্ছে না বিএনপি

পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঃ মালেক আকন্দ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ ফজলু গাজী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারন আসনে ১জন নারীসহ ৩৭ জন এবং সংরক্ষিত নারী আসনে ৮জন নারী বুধবার নির্বাচন অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তবে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় পর্যন্ত বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি বলে গতকাল বুধবার বিকালে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ নিশ্চিত করছেন।

এর আগে মেয়াদ উত্তীর্ন মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহন ইচ্ছুক চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ২৩ সেপ্টেম্বর ২০২০ মনোনায়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ, ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের তারিখ এবং ২০ অক্টোবর ২০২০ ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়।

এদিকে মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে কেউ মনোনয়ন পত্র জমা না দেয়ায় মহিপুরে বিএনপি’র কোন প্রার্থী পাওয়া যায়নি বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয় আ’লীগের একটি সূত্র মতে স্বতন্দ্র প্রার্থী ফজলু গাজী বিএনপি’র সমর্থিত প্রার্থী। ধানের শীষ প্রতীকে সাধারন ভোটারদের অনাস্থা ও বিএনপি রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে এ বিষয়ে বিএনপি’র পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

বরিশাল কারাগারে চলামান প্রশিক্ষন সমূহ পরিদর্শন

“রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের কারাগারসমূহে বন্দীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে সমাজে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কারা প্রশাসনের পাশাপাশি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কাজ করে যাচ্ছে।

গতকাল বরিশাল কেন্দ্রীয় কারাগারে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ও ডিডি আল মামুন তালুকদার সহ কারা পরিদর্শকগণ।

এ সময়ে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ হতে দু’টি কালার টেলিভিশন প্রদান করা হয়। এছাড়া কারাগারে মায়েদের সাথে অবস্থানরত শিশুদের জন্য নুতন পোষাক প্রদান করা হয়।