কলাপাড়ায় মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ অক্টোবর

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত সোমবার মেয়াদ উত্তীর্ণ এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এদিকে, স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন।

চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেছে। এছাড়া চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকের মনোনয়ন পেতে নিজ নিজ দলের হেভিওয়েট নেতাদের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অনলাইনে পাওয়া যাবে টিসিবির ৩০ টাকার পিঁয়াজ : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশে পিঁয়াজের বাজার হঠাৎ অস্থির হয়ে ওঠায় ই-কমার্স সাইটের মাধ্যমে অনলাইনে টিসিবির পিঁয়াজ বিক্রির কথা চিন্তা করছে সরকার। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি কখনো বছরে ১০ থেকে ১২ হাজার মেট্রিক টনের বেশি পিঁয়াজ আনে না। তিন-চার মাস তারা দুই হাজার তিন হাজার টন করে বিক্রি করে। এবার আমরা আগে থেকেই চিন্তা করেছিলাম ৩০ থেকে ৪০ হাজার টন আনব। ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়াই আমরা ভাবছি টিসিবির মধ্যমেই আমরা এক লাখ টন পিঁয়াজ আমদানি করব।

তিনি বলেন, জনবল সংকটে টিসিবি একাই এসব পিঁয়াজ বিক্রি করতে পারবে না। তাই আমরা ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে পিঁয়াজ বিক্রি করবো। আমরা খুব আশাবাদী যে, মাসে অন্তত ১০ থেকে ১২ হাজার টন পিঁয়াজ ই-কমার্সের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রি করতে পারবো। গতবারও টিসিবির আমদানি করা পিঁয়াজ কিন্তু ডিসিদের মাধ্যমেও বিতরণ করেছি। এবার এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

নলছিটিতে পেঁয়াজ’র দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থ দন্ড

নলছিটিতে পেঁয়াজের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে ২০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন’র ভ্রাম্যমাণ আদালত মেসার্স জলিল স্টোরকে ২০ হাজার টাকা অর্থ দন্ড করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে শহরের বিভিন্ন দোকানিরা দোকানের সাটার বন্ধ করে দেয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন জানায়, সরকার নির্ধারিত পেঁয়াজের পাইকারি মূল্যের চেয়ে অধিক খুচরা মূল্য রাখা, মূল্য তালিকা ভিতরে রাখা ও মূল্য তালিকার গরমিল থাকার অপরাধে মোহম্মদ সুমন হাওলাদারকে এ জরিমানা করা হয়েছে।

বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কলাপাড়ায় হত্যাচেষ্টা, লুটপাট ও ভাংচুর মামলার প্রধান আসামী মিজান গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার লালুয়া ইউনিয়নের চিংগুড়িয়ায় গত শুক্রবার পারিবারিক বিরোধের জেরে আয়নাল হক তালুকদারের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং আয়নাল হক তালুকদার ও স্ত্রী লাইজু বেগমকে কুপিয়ে আহত করে। ঘটনার পর স্হানীয় আত্মীয়স্বজন আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আয়নায় হক তালুকদার বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর রবিবার কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। শুনানী শেষে বিজ্ঞ আদালত কলাপাড়া থানার অফিসার ইনচার্জকে ৭২ ঘন্টার মধ্যে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহন করে আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন যার মামলা নং জি আর ২৯১/২০২০।

গতকাল কলাপাড়া থানার উপপরিদর্শক সুকান্ত শুভ্র ঘটনাস্হল পরিদর্শন করেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী স্হানীয় আবদুর রাজ্জাক তালুকদারের পুত্র মিজানুর রহমানকে কলাপাড়া পৌর বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুকান্ত শুভ্র আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন এ ঘটনায় জড়িত সকল আসামীকে দ্রত গ্রেফতার করা হবে।

এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন প্রধান আসামীকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

নলছিটিতে পেঁয়াজ’র দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থ দন্ড

আরিফুর রহমান আরিফ :

নলছিটিতে পেঁয়াজের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে ২০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন’র ভ্রাম্যমাণ আদালত মেসার্স জলিল স্টোরকে ২০ হাজার টাকা অর্থ দন্ড করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে শহরের বিভিন্ন দোকানিরা দোকানের সাটার বন্ধ করে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন জানায়, সরকার নির্ধারিত পেঁয়াজের পাইকারি মূল্যের চেয়ে অধিক খুচরা মূল্য রাখা, মূল্য তালিকা ভিতরে রাখা ও মূল্য তালিকার গরমিল থাকার অপরাধে মোহম্মদ সুমন হাওলাদারকে এ জরিমানা করা হয়েছে। বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

গলাচিপায় বজ্রপাতে ঝলসে গেছে দুই কৃষকের শরীর

পটুয়াখালীর গলাচিপায় জামাল মতব্বর (৩৫) ও তার ছেলে মো. রিয়াজ মাতব্বর (১৬) নামের দুই কৃষকের শরীর বজ্রপাতে ঝলসে গেছে। বুধবার বেলা দেড়টার দিকে ক্ষেতে মহিষকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়।

স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত. ইসমাইল মাতব্বরের ছেলে জামাল মাতব্বর। হাসপাতালের চিকিৎসক ডা. স্বর্ণা বলেন, রোগীদের শরীরের বাম পাশসহ, পেট এবং পা ঝলসে গেছে।

এরকম রোগীদের প্রাথমিকভাবে কিছুটা ভালো মনে হলেও আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। স্থানীয়রা জানান, মহিষের খাবার দেওয়ার জন্য গোয়াল ঘরে গেলে আচমকা এক বজ্রপাত এসে মহিষের উপর পড়লে মহিষটি সাথে সাথে মারা এবং পাশে থাকা জামাল মাতব্বর ও রিয়াজ মাতব্বর আহত হন।

বরিশালে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক কারবারি

বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৫ হাজার ১৩০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আটককৃত কাজী হাবিবুর রহমান(৫৮) উজিরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত কাজী আইনুল ইসলামের ছেলে।

তার ৫ নম্বর ওয়ার্ডস্থ টার্মিনাল রোডে একটি দোকান রয়েছে।

যে দোকানে মঙ্গলবার অভিযান চালিয়ে ৪ টি প্লাস্টিকের বস্তায় থাকা ৫৭ হাজার টাকা মূল্যের অবৈধ এ কারেন্টজাল জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে উজিরপুর থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বরিশালে পিঁয়াজপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধের পর দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও অস্থির হয়ে উঠেছে পিঁয়াজের বাজার। গত সোমবার ৫৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পিঁয়াজ পরদিন মঙ্গলবার বরিশালের পিঁয়াজপট্টিতে বিক্রি হয়েছে ৮৬ থেকে ৯০ টাকা দরে। বুধবারও একই দরে বিক্রি হয়েছে দেশি পিঁয়াজ। ভারতীয় পিঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭৫ টাকা কেজি দরে। পিঁয়াজের দাম আরও বাড়ার আশংকা করছেন আড়তদাররা।

এমন প্রেক্ষাপটে পিঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বুধবার বেলা ১২টায় নগরীর প্রধান পিঁয়াজ মোকাম পেয়াজপট্টিতে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বে বিভিন্ন পিঁয়াজ আড়তের ক্রয়-বিক্রয় মেমো যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত কোন আড়তদারদের জরিমানা না করলেও সবাইকে সতর্ক করে দেন। অস্বাভাবিক মূল্যে পিঁয়াজ বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।

বরিশালে স্বেচ্ছাসেবী ৮১ সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

বরিশাল জেলার ৮১টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের ১৬ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যান পরিষদের উদ্যোগে বুধবার সকাল ১১টায় এক অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জেলা প্রশাসনের সভাকক্ষে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক শহিদুল ইসলাম, প্রবেশন কর্মকতা সাজ্জাদ পারভেজ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু।

অনুষ্ঠানে নগরীসহ জেলার ১০টি উপজেলায় ৮১টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২০ হাজার করে মোট ১৬ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

বিএম কলেজে ভাঙচুর, কম্পিউটার অপারেটরকে কুপিয়ে জখম

বরিশাল সরকারি বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগে মাস্ক পরে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর করেছে। এসময় তারা ওই বিভাগের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। হামলাকারীরা ওই বিভাগের সিসি ক্যামেরার নিয়ন্ত্রণকারী কম্পিউটার সিপিইউ নিয়ে গেছে। বাসা থেকে মোবাইলে ডেকে নিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন আহত বাচ্চু। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এদিকে পুলিশ বলছে তদন্ত করে নেয়া হবে যথাযথ ব্যবস্থা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিএম কলেজের সমাজ কল্যাণ বিভাগের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চু জানান, তাকে মোবাইলে ফোন দিয়ে কলেজের নম্বর ফর্দ নেয়ার কথা বলে সমাজ কল্যাণ বিভাগে ডেকে নেয়া হয়। সেখানে পৌঁছাতেই আগে থেকে অবস্থানকারী মাস্ক পরিহিত একদল দুর্বৃত্ত লাঠি সোটা, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত হন।

এরপর হামলাকারীরা সমাজ কল্যাণ বিভাগে শিক্ষকদের কক্ষে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর করেন। তারা সিসি ক্যামেরার মনিটর, টেলিভিশন, টেলিফোন, শিক্ষকদের সকল টেবিলের গ্লাস ভাঙচুর এবং অন্যান্য আসবাবপত্র তছনছ করেন। শেষে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণকারী কম্পিউটার সিপিইউ নিয়ে চলে যান তারা।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ২০-২৫ জন মিলে এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে হামলার পরপরই কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম।

হামলায় আহত মিজানুর রহমান বাচ্চুকে শের-ই বাংলা মেডিকেলের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন মিজানুরের স্বজনরা।

উল্লেখ্য, করোনার কারণে কলেজ বন্ধ থাকলেও নম্বর ফর্দ দেয়ার জন্য সকল বিভাগের অফিস খোলা রয়েছে।