বেঁধে দেওয়া সময়ের আগেই ঝকঝকে ঢাকা উপহার দিতে তৎপর মেয়র আতিক

ঈদুল আজহা মানেই পশু কোরবানি। আর পশু কোরবানির পর রাজধানীর বর্জ্য অপসারণ নিয়ে সব সময় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সিটি করপোরেশনকে। এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ঈদুল আজহার আগেই কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে কর্মপরিকল্পনা ঠিক করেন বলে জানান মেয়র আতিক। সেই কর্মপরিকল্পনা অনুযায়ী শনিবার (০১ আগস্ট) ঈদুল আজহার দিন বিকেল ২টার সময় ভাটার এলাকার সাইদনগরের বর্জ্য অপসারণ কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় কোরবানি বর্জ্য অপসারণের কাজ।

এরপর ডিএনসিসির প্রত্যেকটি ওয়ার্ডে শুরু হয় বর্জ্য সংগ্রহের কাজ। ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি অস্থায়ী কর্মীদের নিয়ে একযোগে মাঠে নামে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে। ঈদুল আজহায় কোরবানি বর্জ্য অপসারণে এরইমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ কয়েকটি বিভাগের ঈদের ছুটি বাতিল করে মেয়র।

শুধু ঘোষণা দিয়ে বসে নেই মেয়র আতিক, বিকেল ২টার সময় বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করে বিকেল ৫টায় মোহাম্মদপুর টাউনহল এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শুরু করেন মেয়র। এরপর মোহাম্মদপুরের কয়েকটি এলাকা ঘুরে চলে যান মিরপুর। সেখানে মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭ এবং মিরপুর-৮ এলাকার অলিগলি পরিদর্শন করেন মেয়র।

সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরপুর এলাকা পরিদর্শন করে সেখান থেকে চলে যান রাজধানীর অন্যান্য এলাকায়। সরেজমিনে ঘুরে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ দেখেন এবং কোথাও কোথাও পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের নির্দেশনা দেন দ্রুত সময়ের মধ্যে রাজধানীকে ঝকঝকে চকচকে করতে।

মিরপুর-৬ এলাকার সরকারি কর্মকর্তাদের আবাসন এলাকায় গিয়ে সেখানে মিরপুর স্টেডিয়াম থেকে মিরপুর-১১ যেতে রাস্তার পশ্চিম পাশের একপাশ বন্ধ করে বর্জ্য সলটিং করার কাজ দেখেন মেয়র। এসময় তিনি বলেন, এভাবে রাস্তা বন্ধ করে কেন বর্জ্য সলটিং করা হচ্ছে। জবাবে ওই অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলেন, এখানে কোনো এসটিএস নেই, আর এই এলাকার বর্জ্য সংগ্রহ করে রাখারও জায়গা নেই। এসময় মেয়র বলেন, এখানে এতো সুন্দর একটি আবাসিক এলাকা করা হলো অথচ সেখানে বর্জ্য রাখার জন্য কোনো জায়গা নেই। এটা মানা যায় না।
,
মেয়র তাৎক্ষণিক নির্দেশন দেন অফিস খোলা মাত্র গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে তাদের আবাসিক এলাকা থেকে যে বর্জ্য আসবে সেগুলো সলটিং এর জন্য জায়গা রাখা হয়নি কেন? তারা যদি জায়গা না দেয় আমরা তাদের বর্জ্য সংগ্রহ করব না।

এরপর মেয়র মিরপুর-৭ নং এলাকায় গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেন। মেয়র জানতে চান কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে? জবাবে স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, এবার অনেক সুন্দর কাজ হয়েছে, সন্ধ্যার আগেই আমাদের এলাকার প্রতিটি গলি ঝকঝকে হয়ে গেছে।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে মোহাম্মদপুরের শেরশাহসুরি রোড, তাজমহল রোড, শ্যামলী রিং রোড, মিরপুর-২ স্টেডিয়াম রোডের আশাপাশের গলি, মিরপুর-৬ এবং আশপাশের প্রতিটি গলি থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে। যেখানে পশু জবাই করা হয়েছে সেখানে পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।

তবে কোথাও কোথাও এখানো বর্জ্য পুরোপুরি অপসারণ করা হয়নি। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা বলেন আজ সারারাত আমাদের কাজ করতে হবে। রাতের মধ্যেই দেখবেন সব বর্জ্য নিয়ে যাওয়া হয়েছে। সকালে ঘুম থেকে উঠে রাজধানীবাসী দেখবে চকচকা শহর।

এবিষয়ে মেয়র বলেন, কোরবানি যেহেতু তিনদিন ব্যাপী হয়, তাই কোনো গলি একবার পরিষ্কার করলে আবার কালকেও কোরবানি হতে পারে সেখান থেকে আবার বর্জ্য তৈরি হতে পারে। তাই আমরা ২৪ ঘণ্টা সময় বলেছি। তবে তার অনেক আগেই ঢাকা ঝকঝকে, চকচকে হয়ে যাবে।

বরিশালে নিখোঁজের ৩ দিন পর ছাত্রের লাশ উদ্ধার

বরিশাল জেলার উজিরপুরের ওটঢ়া ইউনিয়নের কেশবকাঠী গ্রামের গাজি বাড়ির জঙ্গল থেকে নিখোঁজের তিনদিন পরে স্থানীয় মো বাবুল হাওলাদার ছেলে মোঃ সাইফ (১৬) এর লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানার পুলিশ। সাইফ গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। স্থানীয়রা জঙ্গলে লাশ দেখে থানা পুলিশ খবর দিলে,মডেল থানার ওসি (তদন্ত )মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করেন এবং বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রদান করেন। সাইফ স্থানীয় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তার স্বজনরা দাবি করছেন তাকে পরিকল্পিত খুন করা হয়েছে। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান লাশ উদ্ধারের ঘটনা স্বীকার করেন। তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বরিশালে অস্ত্রসহ একাধিক মামলার আসামি আটক

বরিশালের বানারীপাড়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ একাধিক মামলার আসামি সোহেল মোল্লাকে (৩৫) আটক করেছে।

সোহেল মোল্লা উপজেলার মহিষাপোতা এলাকার কাশেম মোল্লার ছেলে। শুক্রবার (৩১ জুলাই) দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৮।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি সোহেল মোল্লাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ ও মারামারির ১০ টি মামলাসহ আরও মামলা রয়েছে। আরও পড়ুন : টাঙ্গাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষকের মৃত্যু

এ ঘটনায় শুক্রবার র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন বলেও জানায় র‌্যাব।

দেশ ও জাতির কল্যাণ কামনায় ব‌রিশা‌লে ঈদ উদযাপন

করোনা ভাইরাসের কারণে ঈদ-উল-ফিতরের ন্যায় ঈদ-উল-আজহাতেও বরিশালে প্রধান জামাত হয়নি।

তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবি‌ধি মে‌নে নগ‌রের কালেক্টরেট মসজিদে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এবং অন্য কর্মকর্তারা নামাজ আদায় করেন।

এ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের সময় ঈদ এবং শোকাহত অগাস্ট মাস। তাই জাতির জনক এবং সেসময় শহীদ অন্য পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ঈদ ত্যাগ ও মহিমার, তাই করোনা আক্রান্তদের পাশে যেমন আমাদের থাকতে হবে, তেমনই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।

এসময় নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা জানান, তারা নামাজ আদায়ের পর পশু কোরবানি দেবেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

এছাড়া নগরীর বি‌ভিন্ন মস‌জি‌দে ঈদের জামাত অনু‌ষ্ঠিত হয়েছে। জামাত শে‌ষে মোনাজা‌তে ক‌রোনা ভাইরাস থে‌কে মু‌ক্তির জন্য মহান আল্লাহর কাছে রহমত কামনা করা হয়। সেই সঙ্গে দেশ, জা‌তি ও বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়।

আগৈলঝাড়ায় বেবী হোমের শিশুদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে কোরবানী

বরিশাল বিভাগীয় বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের জন্য বরিশাল জেলা প্রশাসকের পক্ষ আয়োজন করা ঈদের বিশেষ খাবার পরিবেশন করেছে সমাজসেবা অধিদপ্তর।

জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোম (ছোটমনি নিবাসে) দেশের বিভিন্ন স্থানের কুড়িয়ে পাওয়া আশ্রিত অনাথ শিশুদের জন্য আজ ঈদের দিন শনিবার সকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের ব্যক্তিগত উদ্যোগে প্রদান করা দু’টি খাসি কোরবানী দেয়া হয়।

উপজেলা সমাজসেবা অফিসার ও বেবী হোমের দায়িত্বপ্রাপ্ত উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা বলেন, ঈদের সময়ে ছোটমনি নিবাসের শিশুদের পাশে দাড়িয়ে একজন অভিভাবক হিসেবে অনন্য মানবতার উদাহরণ সৃষ্টি করে রাখলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের সাথে ঈদের দিন শনিবার দুপুরে একত্রে খাবার খেয়েছেন তিনিও।

বেবী হোমের দায়িত্বপ্রাপ্ত উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা আরও জানান, পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বেবী হোমে আশ্রিত শিশুদের জন্য দু’টি খাসি উপহার দিয়েছিলেন। ঈদের দিন বিশেষ খাবারের জন্য আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতও আর্থিক অনুদান প্রদান করেন। ঈদের সময় অন্যান্য ব্যবস্থাপনায় বিশেষ খাবারের ব্যবস্থার সাথে শনিবার ওই শিশুদের জন্য কোরবানী দেয়া খাসির মাংস, মুরগীর মাংস, মাছ, পোলাও, সবজি, দই, মিস্টিসহ ঈদের বিশেষ খাবার খেয়ে তৃপ্ত হয়েছে বেবী হোমের আশ্রিত অনাথ শিশুরা।

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২১৯৯, মৃত্যু ২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ১৯৯ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৩২জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৮০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

তিনি বলেন, গত ২৪  ঘণ্টায় আরও  ১ হাজার ১১৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শোকাবহ আগস্ট মাস শুরু

শুরু হলো শোকাবহ আগস্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এই মাসেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটেছিল বাঙালির ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়।

পঁচাত্তরের ১৫ই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।

দ্য টাইমস অব লন্ডন-এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় বলা হয় ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ তাকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই।একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লেখা হয়, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’