করোনায় আক্রান্ত সাংবাদিক রাহাত খান

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর এর বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান করোনা আক্রান্ত।

শনিবার (০৪ জুলাই) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হােসেন।

তিনি জানিয়েছেন,সংবাদের এই মানুষটি করোনাযুদ্ধে কখনো পিছপা হননি। সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। রাহাত খান করোনা আক্রান্ত,এটি নিঃসন্দেহে আমাদের জন্য দুঃসংবাদ ও বেদনাদায়ক।

সর্বস্তরের মানুষকে সৃষ্টিকর্তার কাছে রাহাত খানের জন্য দোয়া প্রার্থনার জন্য অনুরোধ জানিয়েছেন

রাহাত খান জানিয়েছেন,এখন পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি।

পটুয়াখালীতে ২২ জনের মৃত্যু, ডায়াগনস্টিক সেন্টার লকডাউন

পটুয়াখালীতে চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সসহ নতুন করে আরও ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের ২৪ জন সদর উপজেলার, ৪ জন কলাপাড়া উপজেলার, ৩ জন বাউফল উপজেলার, ২ জন দুমকি উপজেলার ও ১ জনের বাড়ি গলাচিপা উপজেলায়।

আক্রান্ত সবাই বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আশা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পটুয়াখালী সিভিল সার্জন অফিস। এ নিয়ে রবিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭১। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। হাসপাতালে আইসোলেশনে আছেন ২৩ জন। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৮ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার মাহামুদুর রহমান তার প্রাইভেট চেম্বার নোভা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখাকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নোভা ডায়াগনস্টিক সেন্টার লকডাউন ঘোষণা করেছে। পরে উচ্চ মহলে এ ঘটনা জানাজানি হলে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার গোলাম হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

কলাপাড়ায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়া উপজেলার বিপীনপুর গ্রামের নিজ বাড়ি থেকে কলেজ ছাত্র শোয়েব সিকদারের (২৬) ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। শনিবার দিবাগত ভোররাতে লাশটি উদ্ধার করা হয়েছে।

ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে শোয়েব আত্মহননের পথ বেছে নেয় বলে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন। আজ রবিবার লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

শোয়েব মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

করোনায় আক্রান্ত গৌরনদী উপজেলার এসি ল্যান্ড ফারিহা তানজিন

বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, গত ৩০ জুন তিনি গৌরনদী খাদ্য গুদামে যান। সেখান থেকে ফিরে আসার পর ঐদিন হঠাৎ তার শরীরে জ্বর ও মাথা ব্যাথা অনুভব করলে বাসায় বসে চিকিৎসা নিয়ে আসছিলেন ।

 

গত ২ জুলাই তিনি করোনার পরিক্ষার জন্য নমুনা দিলে শুক্রবার রাতে (৩ জুলাই) তার করোনা ভাইরাস পজেটিভ ধরা পরে। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে তার হাসবেন্ড ডাঃ কামাল হোসেনের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

কাউখালীতে অসহায় আল-আমিনের ঘর নির্মাণ করে দিলেন সেনা সদস্যরা

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় আমফানে ভেঙ্গে পড়া অসহায় মোঃ আল-আমিন এর ভেঙে পড়া ঘর নির্মাণ করে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠী গ্রামের অসহায় আল-আমিনের ঘর নির্মাণ করে দেন বরিশালস্থ শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশন ২৬ হর্স রেজিমেন্টের লেফটেন্যান্ট ইসতিয়াক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ।

আল-আমিন বলেন, ঘূর্ণিঝড় আমফানে আমার বসত ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা নতুন করে ঘরটি বানিয়ে দিয়েছে। নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি ।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন জানান, ঘূর্ণিঝড় আমফানে দাশেরকাঠী গ্রামের আল-আমিনের ঘরটি ভেঙে যাওয়ার খবর আমি সেনাবাহিনীকে জানাই। পরে তারা এসে নতুন টিন, কাঁঠ কিনে ঘরটি তৈরি করে দেয়।

লেফটেন্যান্ট ইসতিয়াক জানান, দেশের যেকোন সঙ্কটে সেনাবাহিনী মানুষের জন্য কাজ করে। ঘূর্ণিঝড় আমফানের পর বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক কাউখালী উপজেলার আল- আমিনের ক্ষতিগ্রস্থ ঘরটি তৈরি করে দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে মানুষকে সচেতন করছি। অসহায় দুস্থদের মাঝে খাদ্য ও চিকিৎসা দিয়ে আসছি। কোথায় কি সমস্যা হচ্ছে তা জানার জন্য জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখছি।

বরিশাল বিভাগে নতুন করে ১০০ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৭৩

বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট তিন হাজার ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন এক হাজার ১০৫ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় পটুয়াখালী ও বরগুনা ব্যতীত বিভাগের চার জেলায় ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুনীল কুমার (৫০), ঝালকাঠি সদরের আব্দুর রব (৮০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার জসিম (৩৫), বরিশাল নগরের ভাটিখানা এলাকার কবির হোসেন (৫৫), বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুরুচির (৫০) রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২২ হাজার ৭৯১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৯ হাজার ৭৬২ জনকে। এর মধ্যে ১৬ হাজার ৬০২ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে তিন হাজার ২৯ জন রয়েছেন। এ পর্যন্ত এক হাজার ৫০০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা এক হাজার ৪৩৬ জন। এরইমধ্যে ৯০৩ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১১২ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যার মধ্যে ৪১ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় এক হাজার ৬৮১ জন, পটুয়াখালীতে ৫১১ জন, ভোলায় ৩১৯ জন, পিরোজপুরে ২৪৪ জন, বরগুনায় ৩০১ জন ও ঝালকাঠিতে ২৪২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে এক হাজার ১০৫ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরই মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৭৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৮ জন, পটুয়াখালীতে ২২ জন, ঝালকাঠিতে ১০ জন, পিরোজপুরে পাঁচজন, ভোলায় চারজন ও বরগুনায় চারজন রয়েছেন।

বরিশালে আরো ২৪ জন করোনা আক্রান্ত, ৩ জনের মৃত্যু

বরিশাল জেলায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৬৮১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১৭ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এতে করে জেলায় মোট ৪৫২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে জেলায় ২৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৪ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে উজিরপুর উপজেলার ৪ জন, সদর উপজেলার ১ জন, গৌরনদী উপজেলার ১ জন, আগৈলঝাড়া উপজেলার ২ জন, বরিশাল নগরীর রুপাতলি এলাকার ২ জন, সদর রোড, ফরেস্টার বাড়ি, জর্ডন রোড, ব্রাউন কম্পাউন্ড, ভাটিখানা, চৌমাথা, আলেকান্দা, খালপাড়, বগুড়া রোড, কালীবাড়ি রোড প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন চিকিৎসক ও ১ জন নার্স, সদর জেনারেল হাসপাতালের ১ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২৪ জন ও মৃত ব্যাক্তিদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ২৭৩৮

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪১৭জন।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ১ হাজার ৯০৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।