শেবামেকের অধ্যক্ষ কোয়ারেন্টাইনে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এস এম সরোয়ারকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ ডাঃ অসীত ভূষন দাস। আর গত শনিবার থেকে কলেজের অধ্যক্ষ’র দায়িত্ব পালন করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ডাঃ এস এম সরোয়ার।

কলেজের প্রশাসনিক শাখা সূত্রে জানাগেছে, গত ২ তারিখ থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে গেছেন কলেজের অধ্যক্ষ ডাঃ অসীত ভূষন দাস। এ কারনে ডাঃ এস এম সরোয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে অধ্যক্ষ’র পদটির।

যার সত্যতা কলেজের প্রধান সহকারী (ক্লার্ক) দীপক চন্দ্র মৌখিকভাবে নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

জানা গেছে, অধ্যক্ষর পরিবারের এক নারী সদস্যর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। ওই নমুনার ফলাফলে করোনা পজেটিভ আসলে অধ্যক্ষ নিয়মানুযায়ী হোম কোয়ারেন্টাইনে চলে যান।

যদিও এ বিষয়ে কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

আমতলী হাসপাতালের সংগ্রামী পাঁচ করোনা যোদ্ধার গল্প

হার না মানা প্রাণঘাতী করোনা ভাইরাসকে পাত্তাই দিচ্ছেন না বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংগ্রামী পাঁচ করোনা যোদ্ধা। জীবন বাজি রেখেই চলছে তাদের সংগ্রাম। পরিবার পরিজন যেন তাদের কাছে তুচ্ছ। অকুতোভয় এ পাঁচ যোদ্ধা গত দের মাস ধরেই চালিয়ে যাচ্ছেন প্রাণপণ লড়াই। গত দের মাসে একটি দিনও ফরসুত দেয়নি নিজেদেরকে। বিলিয়ে দিয়েছেন মেধা এবং শ্রম করোনা ভাইরাসের উপসর্গ রোগীর সেবা ও নমুনা সংগ্রহে। নিজের ও নিজের পরিবার পরিজনের কথা না ভেবেই সেবাকে মুল ব্রত ধরেই এগিয়েছেন তারা এবং সফলতাও পেয়েছেন।

 

হাসপাতাল সুত্রে জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় বাংলাদেশে গত ৮ মার্চ। প্রথম স্তরে যখন করোনা ভাইরাস বাংলাদেশে আঘাত হানে তখন আমতলীকে করোনা ভাইরাসের লেস মাত্র নেই। সেই সময় থেকেই সদা প্রস্তুত ছিলেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী, তার সহযোগী আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন ও মেডিকেল অফিসার ডাঃ এমদাদুল হক চৌধুরী, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মোঃ রিয়াজ হোসেন ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবুল বাশার। যদিও এই পাঁচজনের কাজ ছিল টিমওয়ার্ক। কিন্তু দুধর্ষ সাহসীকতা ও ভয়কে পরাস্ত করেই এগিয়ে চলেছেন তারা। হার না মানা যেন তাদের সেবার অধ্যয়ে নেই।

 

৭ এপ্রিল আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রবীন রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন করোনা উপসর্গ নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এমদাদুল হক চৌধুরী তার শারীরিক অবস্থা দেখেন। কিন্তু দুভাগ্য তাকে দেখার দুইদিন পর ৯ এপ্রিল জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

 

যদিও মৃত্যুর দিন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানা যায়নি। মৃত্যুর একদিন পরে তিনি করোনা ভাইরাস আক্রান্তের নমুনা প্রতিবেদন আসেন। হুরুস্তুল পরে যায় পুরো আমতলীতে। বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেন। তাৎক্ষনিক দুই চিকিৎসক শংকর প্রসাদ অধিকারী ও ডাঃ এমদাদুল হক চৌধুরী হোম কোয়ারেন্টাইনে যেতে হয়। হোম কোয়ারেন্টাইনে থেকে শুরু হয় তাদের মুল যুদ্ধ।

 

তাদের যুদ্ধে শামিল হয় মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ রিয়াজ হোসেন এবং টিকাদান টেকনোলজিষ্ট মোঃ আবুল বাশার। ১১ এপ্রিল ও ১২ এপ্রিল দুই দিনে তারা প্রায়াত আওয়ামীলীগ নেতা জিএম দেলওয়ার হোসেনের পরিবার ও তার সংস্পর্শে আসা ৪০ জনের নমুনা সংগ্রহ করেন। এরপর থেকে গত সোমবার পর্যন্ত ১৮০ জনের নমুনা সংগ্রহ করেছেন তারা। নমুনা সংগ্রহ করতে তাদের ছুটে যেতে হয় রোগীর বাড়ীতে। জীবনের ঝুঁকি নিয়ে তারা নমুনা সংগ্রহ করছেন।

 

এর মধ্যে আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একজন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন এবং ছয়জন এখনো হোম আইসোলেশনে থেকে করোনাকে জয়ের লড়াইয়ে চিকিৎসা নিচ্ছেন। উৎকন্ঠা ও উৎবেগ বেড়ে গেলেও তাদের কাজ থেমে থাকেনি। চালিয়ে যাচ্ছেন তারা অকুতোভয়ে। গত ৭ এপ্রিল থেকে এদের পরিবার পরিজন ও শিশু সন্তানরা তাদের কাছে তুচ্ছ। বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে তাদের শিশু সন্তানরা। একই ঘরে বসবাস করলেও চিকিৎসক ও টেকনোলজিষ্ট বাবা এক কক্ষে আর স্ত্রী সন্তান অন্য কক্ষে। খাবারের টেবিলেও তাদের দেখা নেই। হাহুতাশ চলছে পরিবারের লোকজনের মধ্যে। কিন্তু কিছুতেই তারা দমছে না।

 

ইতিমধ্যে গত ২ মে কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইটভাটার শ্রমিক হাবিবুর রহমান সুস্থ্য হয়ে আমতলী হাসপাতাল ছেড়েছেন। কিছুটা হলেও সফলতা পেয়েছেন তারা। আর বাড়ীর আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়া ছয়জন তারাও কিছুটা সুস্থের দিকে। তাদের চিকিৎসা দেয়া ও নমুনা সংগ্রহ করেছেন এই করোনা যোদ্ধা টিম।

 

করোনা ভাইরাস জয়ী মোঃ হাবিবুর রহমান ভুইয়া বলেন, হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অনেক সহযোগীতা পেয়েছি। তাদের সেবাই আমি দ্রুত সুস্থ হয়ে উঠেছি।

একই পরিবারে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের সদস্য মোঃ মিজানুর রহমান বলেন, চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে বাসায় এসে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, হাসপাতালের টেকনোলজিষ্টরা পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করেছেন। হাসপাতালের চিকিৎসক ও ষ্টাফদের আন্তরিক সহযোগীতাই এখন সুস্থ্যের পথে।

 

প্রায়াত জিএম দেলওয়ার হোসেনের ছোট ছেলে কাউন্সিলর জিএম মুছা বলেন, আমার বাবার মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আমতলী হাসপাতালের চিকিৎসক শংকর প্রসাদ অধিকারী, শাহাদাত হোসেন, এমদাদুল হক চৌধুরী ও এবিএম তানজিরুল ইসলাম আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিয়ে গেছেন।

 

আমতলী হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবুল বাশার বলেন, বর্তমান অবস্থায় নমুনা সংগ্রহ করার কাজটি অত্যান্ত ঝুঁকির। মুখের ভিতর এবং নাকের ভিতরের নরম অংশ থেকে দুইভাবে লালা সংগ্রহ করতে হয়। লালা সংগ্রহ করতে গিয়ে নিজের জীবনের উপর অনেক ঝুঁকি এসে যায়। তিনি আরো বলেন, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে অনবরত লালা সংগ্রহ করে যাচ্ছি। গত এক মাস হয়েছে নিজের পরিবারের থেকে আলাদা। একই ঘরে থেকেও আমি পরবাসী। নিজের সন্তানকেও আদর করতে পারি না। আদর থেকে বঞ্চিত হয়ে আমার সন্তান। এর চেয়ে আর কষ্ট কি হতে পারে? তারপর নিজের জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছি।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, সেবাই আমাদের মুল ব্রত। সেবাই মানষিকতা নিয়েই এই পেশায় এসেছি। যতই ভয় ও কষ্টের হোক করোনা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। যতদিন বেচে আছি ততদিন করোনা যুদ্ধ চলবে। তিনি আরো বলেন, করোনা যুদ্ধে আমরা সফল। ইতিমধ্যে একজন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন এবং বাকীরা সুস্থ্যের পথে। আশাকরি তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। করোনা আক্রান্ত রোগীকে সুস্থ্য করে বাড়ী ফেরাতে পেরেছি এর চেয়ে আনন্দের আর কিছুই নেই।

বাউফলে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়ণে ত্রাণ বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার নিজস্ব অর্থায়ণে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২’শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কনকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. ইউসুফ হাওলাদার, ইউপি মহিলা সদস্য মোসা. উম্মে কুলসুম।

চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, ‘ পরিবার প্রতি ৮কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তৈল ও ১ কেজি খাবার লবন দেওয়া হয়েছে।

নলছিটিতে কৃষকলীগ সভাপতি ফিরোজ আলমের নেতৃত্বে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেয়া হলো

আরিফুর রহমান আরিফ:ঝালকাঠির নলছিটিতে করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে পড়ায় কৃষকের চার বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল ৬ টা থেকে দুপুর পযন্ত উপজেলার নান্দিকাঠি এলাকায় কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম ও সাধারণ সম্পাদক হানিফ হাওলাদারের নেতৃত্বে কৃষক সিদ্দিক হোসেনের জমির পাকা ধান কাটা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম জানান, বর্তমানে করোনাভাইরাসের কারণে উপজেলার কৃষকরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, করোনার কারণে কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির সহযোগিতায় এ কাজ করা হচ্ছে। আগামীতেও কৃৃৃষকলীগের সহযোগিতা অব্যাহত থাকবে।

ধান কাটা বিষয়ে কৃষক সিদ্দিক হোসেন কৃষক লীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন দুর্দিনে কৃষক লীগের নেতাকর্মীরা এসে আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমি খুব আনন্দিত।

বাউফলে ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে  রফিকুল ইসলাম(২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার কালাইয়া-নওমালা-লোহালিয়া সড়কের পূর্ব নওমালা বড় ব্রিজের পশ্চিম পাশে একটি গাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় রফিকুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা সালাম মুন্সীর ছেলে রফিকুল কিছুটা মানসিক ভারসম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, দুপুর ১টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর  দেয় এক টমটম চালক। গলায় ফাঁস লাগানো স্থান থেকে ওই যুবকের বাড়ির দূরত্ব অনেক বেশি হওয়ায় মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলে, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

ঈদের ছুটিতে বন্ধ থাকবে বাস

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার বাস বন্ধ থাকবে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯’ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ’ আদেশে এ কথা জানানো হয়েছে। নির্দেশনাগুলো প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ বা ২৫ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় এবার যে যে এলাকায় অবস্থান করছেন সেখানেই ঈদ উদযাপন করতে হবে।

আদেশে বলা হয়, সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৫ মে’র পর শর্তসাপেক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা/সীমিত করা যেতে পারে। ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি ৮ ও ৯ মে এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও এরসঙ্গে যুক্ত হবে।

এতে বলা হয়, ‘সব মন্ত্রণালয় বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ প্রয়োজনানুসারে খোলা রাখবে সেই সঙ্গে তাদের অধিক্ষেত্রের কার্যাবলি পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।’

আদেশে আরও বলা হয়, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না ওই সময় আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।

অন্যান্য নির্দেশনা

>>সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।

>>এই ছুটি চলাচল/নিষেধাজ্ঞাকালীন জনগণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগের জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

>>রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিং মলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিং মলগুলো অবশ্যিকভাবে বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।

>>সাধারণ ছুটি/নিষেধাজ্ঞাকালীন জরুরি পরিসেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।

>>সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল প্রভৃতি) চলাচল অব্যাহত থাকবে।

>>কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল ও জরুরি সেবা এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না।

>>চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম (ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া) এবং ক্যাবল টিভি নেটওয়ার্কে নিয়োজিত কর্মীরা সাধারণ/চলাচলে নিষেধাজ্ঞা আওতাবহির্ভূত থাকবেন।

>>ওষুধশিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্পসহ সকল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে চালু রাখতে পারবে। স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত ‘বিভিন্ন শিল্প কারখানায় স্বাস্থ্য বিধি নিশ্চতকরণে নির্দেশনা প্রতিপালন’ নিশ্চিত করতে হবে।

>>পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

>>ছুটিকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

>রমজান, ঈদ এবং ব্যবসা-বাণিজ্যের সুবিধা বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বাকেরগঞ্জে মাঠ কর্মীদের জড়ো করে পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলীপ দাসের মিটিং

ডেস্ক রিপোর্ট:
বরিশালের বাকেরগঞ্জে অর্ধ-শতাধিক মাঠ কর্মীকে জড়ো করে সামাজিক দূরত্ব বজায় না রেখে মিটিং করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলীপ কুমার দাস। এ সময় দিলীপ কুমার দাস দুটি টিভি চ্যানেলের ক্যামেরা ও একজন সাংবাদিকদের মোবাইল ফোন ভেঙে ফেলেন।

আজ সোমবার সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত তার এ মিটিং করার খবর পেয়ে উপজেলার কর্মরত সাংবাদিকরা তার অফিসে মিটিংয়ের ভিডিও ধারণ ও ছবি তুলতে তাদেরকে অশ্লীল গালাগাল ও হুমকি প্রদান করেন। তিনি এশিয়ান টিভি ও বাংলা টিভির ক্যামেরা এবং দৈনিক বিজয় পত্রিকার রিপোর্টারের মোবাইল ফোন ভেঙে ফেলেন।

সাংবাদিকরা তার মিটিং করার ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের দিকে তেড়ে এসে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগাল করে তার মিটিং কক্ষের দরজায় জোরে ধাক্কা দিয়ে আটকে রাখেন। সাথে সাথে বিষয়টি বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়কে জানানো হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলীপ কুমার দাসের এ আচরণের প্রতিবাদে তাৎক্ষনিক ক্ষোভে ফেটে পরেন স্থানীয় সাংবাদিকরা। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় লোকজড়ো করে মিটিং করা যাবে না। করোনা প্রতিরোধে অফিসিয়াল সকল কাজে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন মুকুল বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে মাঠ কর্মীদের নিয়ে মিটিং করার কোন যৌক্তিক কারন দেখছি না।

দিলীপ দাস যদি সামাজিক দূরত্ব বজায় না রেখে মাঠ কর্মীদের নিয়ে মিটিং করেন সে বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, অফিশিয়াল কোন কাজ থাকলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সাথে কোন অসদাচরণ করলে তিনি ভুল করেছেন। সেক্ষেত্রে পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলীপ কুমার দাস যদি আইনের কোন ব্যত্যয় ঘটান তদন্তে করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

বরগুনায় ৫’শ পরিবার কে বরগুনা-১ আসনের এমপির খাদ্য সহায়তা

সৈকত কর্মকার,বরগুনা:
বিশ্বমহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দেশের অনেক মানুষ তেমনি ভাবে কর্মহীন হয়েছে বহু ক্যাবল নেটওয়ার্ক শ্রমিক, পত্রিকার হকার সহ অনেক মানুষ। তাই বরগুনাতে অসহায়দের খাদ্য সহায়তা দিয়েছে সাংবাদিক ইউনিয়ন। আজ দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ৫শ’ পরিবারকে এ সহায়তা দেন বরগুনা-১ আসনের এমপি মহোদয় অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন যে, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত যে সব পরিবারের সহায়তা দরকার তাদের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেয়া হবে নিত্যপ্রয়োজনীয় সকল খাদ্য সামগ্রী। অপ্রয়োজনে আপনারা কেউ ঘরের বাহিরে জাবেন না। বাহিরে ঘোরা ঘুরি করবেন না। সরকার সব সময় আপনাদের পাশে আছে।

সরকার নির্ধারিত সকল নিয়ম কানুন আপনারা মেনে চলুন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নশা,আওয়ামীলীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক আলতাফ মাওলানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. মজিবুল হক কিসলু, সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজীম।কোষাধ্যক্ষ আরিফ হোসেন ফসল পাটোয়ারী সহ অারো অনেক জন।

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাছ বোঝাই নছিমন ও মোটরসাইকেল সংঘর্ষে আহাদ শরীফ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় কাওসার (১৮) নামে এক যুবক গুরুতর আহত হন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ শরীফ উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের মো. কালাম শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আহাদ শরীফ তার ভাগ্নেকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত মোটরসাইকেলযোগে আমরবুনিয়া থেকে স্থানীয় সাফা বাজারে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের কছে সড়কের মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি তিন চাকার নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আহাদ শরীফের মৃত্যু ঘটে। এ সময় ভাগ্নে কাওসার গুরুতর আহত হন। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল নিহত আহাদ শরীফের লাশ ও আহত কাওসারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কাওসারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা কমপ্লেক্স থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

করোনায় বরগুনার এএসআই খালেকের মৃত্যু: ৩ সন্তান নিয়ে অসহায় অন্ত:সত্ত্বা স্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বরগুনার বেতাগীর আব্দুল খালেকের মৃত্যুতে তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন অন্ত:সত্ত্বা স্ত্রী ফাতিমা বেগম (২৮)। চিরতরে বাবার আদর, স্নেহ আর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে খালেকের তিন অবুঝ সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেকের স্ত্রী ফাতিমা বেগম তিন মাসের অন্ত:সত্ত্বা। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে খাদিজা আক্তারের বয়স ১৩ বছর। মেজ মেয়ে সামিয়া আক্তারের বয়স ১১ বছর। একমাত্র ছেলে সালমান ফারসির বয়স ছয় বছর।

বাবার কফিনের পাশে বসে ছোট্ট শিশুটি কেঁদে কেঁদে বলেছে, আমার বাবা অসুস্থ, বাবা অসুস্থ! বাবার মৃত্যুতে ছোট দুই মেয়ে আর এক ছেলের পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। একই সাথে অনাগত সন্তানের চিন্তায় দিশেহারা ফাতিমা বেগম।

বরগুনার বেতাগীর আব্দুল খালেক ২০০৪ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর সহকারী উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পদোন্নতি পান। আব্দুল খালেক ঢাকায় কর্মরত অবস্থায় মারা গেলেও তার পরিবার থাকে বরিশালের একটি ভাড়া বাড়িতে। মূলত বছর দেড়েক আগে বরিশালে কর্মরত ছিলেন আব্দুল খালেক। তাই পরিবার নিয়ে বরিশাল থাকতেন। পরে তিনি বদলি হয়ে ঢাকায় যোগদান করলেও ছেলে-মেয়ের লেখাপড়ার কথা চিন্তা করে পরিবারকে বরিশাল রেখেছিলেন। অত্যন্ত বিনয়ী ও সদা হাস্যোজ্জ্বল আব্দুল খালেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিজ এলাকায়। কাঁদছেন তার সহকর্মীরাও।

পারিবারিক সূত্রে জানা যায়, চাকরি পাওয়ার আগে নিজ এলাকার একটি মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেন তিনি। চাকরি জীবনেও তিনি ইমামের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায়। দরিদ্র পরিবারের সন্তান ছিলেন আব্দুল খালেক। চাকরিও করতেন স্বল্প বেতনে। তাই স্ত্রী-সন্তান নিয়ে মাথা গোঁজার জন্য একটি ঘরও বানাতে পারেননি তিনি।

আব্দুল খালেকের শ্যালক মহিউদ্দিন বলেন, আমার বোনের দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে পড়ে অষ্টম শ্রেণিতে, মেজ মেয়ে পড়ে ৬ষ্ঠ শ্রেণিতে। দুই বোনই অত্যন্ত মেধাবী। ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য বরিশালে বাসা ভাড়া থাকে তারা। নিজেদের মাথা গোঁজার ঘরও তৈরি করতে পারেননি। এর মধ্যে হঠাৎ দুলা ভাইয়ের মৃত্যুতে তিন শিশু সন্তানসহ অনাগত আরেক সন্তান নিয়ে মহাবিপদে পড়লেন বোন।

খালেকের স্ত্রী ফাতিমা বেগম বলেন, সন্তানের বাবা যখন মারা যায়, তখন সেই সন্তানদের মায়ের অবস্থা কী হয় তা বলে বোঝানো যাবে না। এমন অল্প বয়সে আমার সন্তানরা বাবাকে হারিয়েছে। অনাগত সন্তানটা বাবার মুখটাও দেখতে পারল না। সাত মাস পর জন্মগ্রহণ করবে এই সন্তান। কষ্ট বোঝানোর ভাষা নেই আমার।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকায় আব্দুল খালেকের মৃত্যু হয়। ওই দিন রাত ৯টার দিকে বরগুনার বেতাগী উপজেলার ঝোঁপখালী গ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। তার জানাজা নামাজে ইমামতি করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন বলেন, আব্দুল খালেকের আত্মত্যাগ আমাদের ঋণী করেছে। বরগুনা জেলা পুলিশ তার পরিবারের সাথে আছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ তার পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিষয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, আব্দুল খালেক অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন তিনি। তার মৃত্যুতে আমরা ব্যথিত। আমি সবসময় তার পরিবারের পাশে থাকব।