বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু হলের সিটে উঠা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্প‌তিবার রা‌ত সা‌রে ৮টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

সাময়িক বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ৭ম ব‍্যাচের ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের শিক্ষার্থী আল সামাদ শান্ত এবং ৮ম ব‍্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ।

উল্লেখ্য, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাষ্টবিজ্ঞান বিভাগের মোহাম্মদ রাফি ও রুম্মান হোসেন, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জিদান হোসেন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হাফিজুর রহমান আহত হন। আহতদের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানারীপাড়ায় এমপি শাহে আলমের সহায়তায় ৪৫ বছর পরে নিজ বাড়িতে সংগ্রামী নারী রসুফার পরিবার

বানারীপাড়া:
বানারীপাড়া-উজিরপুর আসনের সংসদ সদস্য শাহে আলমের অক্লান্ত প্রচেষ্টায় এক সংগ্রামী নারী নাহিদ আক্তার রসুফার পরিবার দীর্ঘ ৪৫ বছর পরে ফিরে পেলেন তাদের পৈত্রিক ভিটেবাড়ি। পরিবারের ৬ জন সদস্য পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলাদোয়ানিয়া ইউনিয়নের বেলুয়া মুগারঝোর গ্রামের নিজ পৈত্রিক ভিটেমাটি থেকে ১৯৭৫’র পরে বিতারিত হয়ে বরিশালের বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে ৪৫ বছর আগে আশ্রয় নিয়েছিলেন।

 

তারপরে পুরো পরিবারের সংগ্রামী জীবন শুরু হয়। ওই সময় রসুফা তার মা রিজিয়া বেগম, ভাই মো. বজলু, নিয়াজ মাহমুদ ও ছোট বোন তাসলিমাকে নিয়ে জীবন যুদ্ধে অবর্তীণ হন। রসুফা মানুষের বাড়ি বাড়ি প্রাইভেট পড়িয়ে দুই ভাই ও এক বোন সহ নিজের লেখাপড়ার খরচ বহনের পাশাপাশি সংসার চালাতেন।

 

তার পিতা মতিয়ার রহমান মাঝি বানারীপাড়ার নূর হোসেন প্রেসিডেন্ট’র রাইচমিলে শ্রমিকের কাজ করতেন। শ্রমিক পিতা ও প্রাইভেট শিক্ষক রসুফার যৌথ সংগ্রামে তারা চার ভাই বোন সুশিক্ষায় শিক্ষিত হন। সংগামী এ জীবনের বেশির ভাগ সময়ই পৌরসভার ২নং ওয়ার্ডের মো. মোস্তফা মোল্লার বাড়িতে আশ্রিত হিসেবে থাকতেন পুরো পরিবারটি। ১৯৯১ সালে বানারীপাড়া পৌরসভায় হিসাব সহকারী পদে অসম্ভভ মেধাবী নাহিদ আক্তার রসুফা ইন্টারভিউতে প্রথম হন।

 

তবে ওই বছরই অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা প্রতীকের) এজেন্ট হওয়ার কারণে তার নিয়োগ চূড়ান্ত হওয়ার পরেও তৎকালীন প্রভাবশালীদের টাকার বিনিময়ে ম্যানেজ করে সেই পদটি ভাগিয়ে নেন ইন্টারভিউতে তৃতীয় হওয়া বিএনপি পন্থি আলতাফ হোসেন। তৎকালীন ইউএনও ও পৌর প্রশাসক মতিয়ার রহমান ইন্টারভিউতে প্রথম হওয়া রসুফাকে চাকরি দিতে চাইলে ওই প্রভাবশালীরা তখন তাকে রাতের মধ্যে বদলী করে দেন।

 

ইন্টারভিউতে প্রথম হয়েও চাকরি থেকে বঞ্চিত হওয়ায় মনের ক্ষোভে ও দুঃখে অভিমানী নাহিদ আক্তার রসুফা সপরিবারে বানারীপাড়া ছেড়ে চলে যান। পরে তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা প্রশিকায় উন্নয়ন মাঠ কর্মী পদে চাকরি নেন। চাকরির কারণে তাকে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে হয়। পটুয়াখালীতে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও মাতৃত্বের সাধ পাননি তিনি। নিঃসন্তানী রসুফা ও তার দুই ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের একই বংশের সৈয়েদুর রহমান গং ও রুস্তুম আলী গং’রা দীর্ঘ ৪৫ বছর আগে জোর করে তাদের পৈত্রিক ভিটেবাড়ি থেকে তাড়িয়ে দেয়।

 

তারা ৪ ভাই বোন তখন অনেক ছোট ছিলো। প্রভাবশালী ওই গং’রা হাজী হাতেম আলী নামের এক ব্যক্তিকে বাদী করে রসুফার পরিবারকে বিতারিত করেই নিরব ছিলোনা,উল্টো তাদের বিরুদ্ধে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন। তাদের করা সেই মামলায়ই রসুফার পরিবার চুড়ান্ত রায় পাওয়ার পরে আদালত থেকে ২০১৭ সালের ২৪ মে তাদের পৈত্রিক ভিটেবাড়ির ২ একর ৭১ শতক সম্পতি লাল নিশানা দিয়ে দখল দিয়ে যায়। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম জীবন সংগ্রামী নাহিদ আক্তার রসুফার পরিবারটিকে নিজ ভিটেমাটিতে ফিরিয়ে দিতে সহায়তা করেন।

 

ফলে তার প্রতি কৃতজ্ঞ এ অসহায় পরিবারটি। এদিকে তারা ভিটেমাটিতে ফিরে যাওয়ার পরে মৃত সৈয়েদুর রহমান মাঝি ও মৃত রুস্তুম মাঝি গং’দের ওয়ারিশ’রা আদালতের রায়কে অমান্য করে নাহিদ আক্তার রসুফাদের পরিবারের ওপরে হামলা-মামলায় লিপ্ত রয়েছে। তার নিরীহ ২ ভাই বজলু ও নিয়াজকে বিভিন্ন ফৌজদারী মামলায় জড়িয়ে প্রতিনিয়িত হয়রানি করছে। বিভিন্ন সময়ে ভূমিগ্রাসী ওই মহলটি অসহায় পরিবারটির সদস্যদের খুন-জখমেরও হুমকি দিয়ে আসছে। ফলে পরিবারটি এখনও প্রাণের ভয়ে পৈত্রিক বাড়িতে চরম আতঙ্কের মাঝে দিনাতিপাত করছেন।

 

বরিশাল নগরীকে শিশু নির্যাতন মুক্ত এলাকা ঘোষণার কার্যক্রম চলছে

বরিশাল নগরীকে শিশু নির্যাতন মুক্ত এলাকা ঘোষণার লক্ষ্যে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এক মিডিয়া সংলাপে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকালে নগরীর আমিরbকুটির উন্নয়ন সংস্থা আভাস ভবনে এই মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়।

ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিস সংগঠনের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতা এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম।

মিডিয়া সংলাপে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ক্রাইম) মতিউর রহমানসহ জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

সংলাপ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, আগের চেয়ে পুলিশের কাজ-কর্মে অনেক মানসিকতার পরিবর্তন হয়েছে। প্রতিটি থানায় শিশু ও মহিলাদের সেবা দেওয়ার জন্য ভিন্নভাবে ডেক্স খোলা হয়েছে। সেখানে সব ধরনের অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে। শিশু নির্যাতনের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এছাড়া প্রতিটি পরিবার থেকে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বিসিকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জালিস মাহমুদ, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার স্বপন মন্ডল, ইয়ূথনেট ফরনেট ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম ও ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি পূর্নিমা মন্ডল।

সভায় ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম জানান, বরিশাল নগরীকে শীঘ্রই শিশু নির্যাতন মুক্ত এলাকা ঘোষণা করার লক্ষ্যে কার্যক্রম চলছে। এই লক্ষ্য বাস্তবায়নে শিশু নির্যাতনের ঘটনার তথ্য প্রকাশ করে তাদের সহযোগিতা করার আহবান জানান।

সরকারি বিএম কলেজে ভাষার মাসে PSDA এর ব্যতিক্রমী আয়োজন

আকিব মাহমুদ:
সরকারি বিএম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘পলিটিক্যাল সাইন্স ডিবেটিং এসেম্বলি’ এর উদ্যোগে মহান ভাষার মাস উপলক্ষ্যে আয়োজন করে একুশের দেয়ালিকা ও একুশের চিত্র প্রদর্শনী। এছাড়াও একুশের ভাষা শহীদদের স্মরণে একুশের কবিতা আবৃতি এবং প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বৈশাখী উদ্যানে সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মুহাম্মদ গাউস মোসাদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি উপাধ্যক্ষ ড.গোলাম কিবরিয়া,শিক্ষক পারিষদের সম্পাদক আল-আমিন সরোয়ার সহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকমণ্ডলী ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্পর্কে পিএসডিএ সভাপতি মোঃ সরোয়ার হোসেন বলেন ভাষা শহীদদের উৎসর্গ করে  ভাষার মাসে আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে একুশের চেতনা উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস। শিক্ষার্থীদের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে একুশের দেয়ালিকা ও একুশের চিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে ও সহায়ক হবে বলে মনে করছি।

অনুষ্ঠানে অংশ নেয়া আরেক শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, আমরা এখানে এসে বিগত বছরের বেশ কিছু একুশের দেয়ালিকা দেখতে পেয়েছি। এছাড়াও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কিছু দূর্লভ ছবি দেখতে পেয়েছি।

উল্লেখ্য অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মুহাম্মদ গাউস মোসাদ্দিক।

বরিশালে শিশু ধর্ষণ : র‌্যাবের অভিযানে ধর্ষক রিফাত আটক

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে শিশু সুমির (ছদ্মনাম) ধর্ষক মেহেদীকে আটক করেছে র‌্যাব-৮।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিডি ক্রাইম ২৪ ডট কমে ‘বরিশালে কুড়িয়ে পাওয়া সেই শিশুটি ধর্ষিত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

পরে এই সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে রিফাত সাহা (২৫) নামের ওই যুবক গত ২৪ ফেব্রুয়ারি বেলা ২টায় বরিশাল লঞ্চঘাট থেকে বাড়ী নিয়ে যাওয়ার কথা বলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে।

এই সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রিফাতকে গ্রেফতার করে। রিফাত নগরীর রসুলপুর এলাকার সেলিম সাহার পুত্র।

প্রাথমিক ভাবে আটককৃত রিফাত সাহা ঘটনার সত্যতা স্বীকার করে এবং ভিকটিম আসামীকে সনাক্ত করে।

উল্লেখ্য, মেয়েটি তার বাবা মার সাথে ঢাকায় থাকে। গত ২৩ ফেব্রুয়ারি সে কাউকে কিছু না বলে তার বোনের বাড়ীর উদ্দেশ্য ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল রওনা করে। ২৪ ফেব্রুয়ারি ভোরে লঞ্চ থেকে নামার পর সে কিছু চিনতে না পেরে কান্নাকাটি করতে থাকে। তখন রিফাতের সাথে তার দেখা হয় এবং রিফাতকে বলে আমি ঢাকা যাব। রিফাত তখন ছোট্ট মেয়েটির দুর্বলতার সুযোগ নিয়ে ঢাকা পাঠানো কথা বলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে।

প্রাথমিক ভাবে মেয়েটিকে খুবই বিমর্ষ ভীত এবং মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে বলেও জানায় র‌্যাব।

আসামী রিফাতকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বরিশালে ছিনতাইয়ের মিথ্যে অভিযোগ দিয়ে ফেঁসে গেলেন অভিযোগকারী

শামীম আহমেদ ॥ দেড়লাখ টাকা ছিনতাইয়ের মিথ্যে অভিযোগ এনে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মামলা করতে গিয়ে অভিযোগকারী নিজেই ফেঁসে গেছেন।

অভিযোগকারী দাবি অন্যের বুদ্ধি নিয়ে তিনি এ কাজ করছেন, তবে ঘটনার রহস্য উম্মোচন করতে গিয়ে ছিনতাইয়ের অভিযোগ মিথ্যে প্রমানিত হলেও মারামারি সংঘটিত হওয়ার বিষয়টি সামনে আসায় থানা পুলিশ উভয় পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

আজ বৃহষ্পতিবার (২৭ ফেব্রয়ারি) বেলা সোয়া ১১ টায় বরিশাল নগরের লুৎফর রহমান সড়কে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেনি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন হরিনাফুলিয়ার নতুন হাটখোলা এলাকার হারুন মোল্লার ছেলে ও গরুর ব্যবসায়ি মোঃ পান্নু মোল্লা একটি ছিনতাইয়ের অভিযোগ নিয়ে আসেন।

লিখিত ওই অভিযোগে তিনি দাবি করেন, বুধবার (২৬ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে পান্নু মোল্লা গরু কেনার জন্য বাসা থেকে বের হয়ে সোনামিয়ার পোল সংলগ্ন এলাকায় জনৈক আউয়াল সিকদারের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে খান বাড়ির পোল এলাকা পৌছালে তিনজন লোক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে এবং তাকে কিল-ঘুষি মারে। পরে একজন পকেট থেকে চাকু বের করে ভয় দেখিয়ে সাথে থাকা গরু কেনার ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। কিন্তু এরইমধ্যে পান্নু মোল্লা ছিনতাইয়কারীদের মধ্যে মোঃ মাসুম (২৫) নামে একজনকে চিনতে পারেন। যিনি এয়ারপোর্ট থানাধীন কটুরাকাঠি এলাকার বাদল খানের ছেলে ও পেশায় মুদি ব্যবসায়ী।

লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, যদি অভিযোগদাতা পান্নু মোল্লা এ কথা কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা।

পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করতে নেমে কথিত ছিনতাইকারী মোঃ মাসুমকে আটক করা হয়। কিন্তু আটকের পর মাসুম দাবি করে, তার খালাতো ভাই শাহাদাত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রায় ১৫ দিন পূর্বে শাহাদাতের অটোরিক্সায় অভিযোগকারী পান্নু মোল্লা সোনামিয়ার পোল এলাকা থেকে নতুনহাটে যান। সেসময় ভাড়া ৮ টাকা চাইলে পান্নু মোল্লা ৩ টাকা বেশি ভাড়া চাওয়া হচ্ছে বলে দাবি করেন। কিন্তু এ ৮ টাকা ভাড়া অটোরিক্সা চালক-শ্রমিক সমিতি নতুন করে নির্ধারণ করেছে জানালেও পান্নু মোল্লা তা দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে কথাকাটাকাটি হলে চালক শাহাদাতকে মারধর করে পান্নু মোল্লা।

যে ঘটনা শাহাদাত এসে তার খালাতো ভাই ও মুদি ব্যবসায়ী মোঃ মাসুমকে বলেন। এরপর মাসুম ও শাহাদাত মিলে বিষয়টি জিজ্ঞাসাবাদ করার জন্য পান্নু মোল্লার কাছে যান। কিন্তু পান্নু মোল্লা লোকজন নিয়ে তাদের উভয়কে মারধর করে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে মাসুম ব্যবসায়ী পান্নু মোল্লাকে মারধরের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ২৬ ফেব্রয়ারি সকালে নিজ এলাকায় পান্নু মোল্লাকে পেয়ে মাসুম তার সহযোগীদের নিয়ে মারধর করেন। তবে ছুরি দিয়ে ভয় দেখানো কিংবা টাকা পয়সা ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি বলে পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় মাসুম।

এরপর মাসুমের দেয়া তথ্যানুযায়ী অভিযোগকারী পান্নু মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পাশাপাশি টাকার উৎস (উত্তোলিত ব্যংক বা ব্যক্তির তথ্য) সম্পর্কে তথ্য চাওয়া হয়। এর পরপরই পান্নু মোল্লা তার দেয়া অভিযোগে উল্লেখকৃত ছিনতাইয়ের ঘটনা মিথ্যে বলে স্বীকার করেন। তিনি জানান, মারধরের প্রতিশোধ নিতে অন্য মানুষের কথায় তিনি মিথ্যে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় আসেন।

পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, মামলা দেয়ার আগে অভিযোগটি খতিয়ে দেখায় মূল ঘটনার রহস্য যেমন উদঘাটন হলো। তবে প্রাথমিক তদন্তে যেহেতু উভয়ই মারামারি সংগঠিত হওয়া এবং বাদীর মিথ্যে ছিনতাইয়ের অভিযোগ দেয়ার বিষয়টি প্রমানিত হয়েছে, তাই মেট্রো অধ্যাদেশ অনুযায়ী পুলিশই উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

এসময় উপস্থিত ছিলেন এডিসি (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, এয়ারপোর্ট থানার এসআই মাইনুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

গৌরনদীতে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ নারীদের জীবনধারণের সুরক্ষা নিশ্চিত করনে প্রাথমিক পুনরুদ্ধার প্রক্রিয়া করার লক্ষ্যে বরিশাল জেলার গৌরনদীতে শেয়ারিং মিটিং ও সেশন লার্ন বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদের হলরুমে ওয়ার্ল্ড জিউস রিলিফের (ডব্লিউজেআর) অর্থায়নে ও স্বেচ্ছাসেবী এনজিও আভাসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক ও জিডিএসের নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, এইডের নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, থানার এসআই মোঃ আবুল বাশার মোল্লা, আভাস’র প্রজেক্ট অফিসার মোঃ আলী আহ্সান, নতুন দিনের প্রতিনিধি মিথুন সিকদার, সুবিধাভোগী নারী হাজেরা বেগম, লাকী বেগম প্রমুখ।

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার বেলা ৩ টায় এ আদেশ দেন।

খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য প্রতিবেদন পর্যালোচনা করে জামিন আবেদনের ওপর দেয়া আদেশে আদালত বলেন, খালেদা জিয়ার চিকিৎসা তার মেডিকেল বোর্ডের পরামর্শে হবে। তার চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালেই সম্ভব।

এর আগে বেলা ১১টায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন আবেদনের শুনানি শুরু হয়। এসময় কারাহেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সবশেষ স্বাস্থ্যগত অবস্থার প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়। এর পরই রিপোর্টটি আদালতে পড়ে শোনান বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। রিপোর্টে সাত সদস্যের মেডিকেল বোর্ড তাদের মতামত দিয়েছেন।

রিপোর্টে বলা হয়, খালেদা জিয়ার ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, ব্যাকপেইন ও আর্থ্রাইটিজের সমস্যা রয়েছে। তবে ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু আর্থ্রাইটিজ ও ব্যাকপেইনের চিকিৎসার জন্য যেসব মেডিসিন পুশ করা দরকার, যেই বেটার ট্রিটমেন্ট দরকার তার জন্য খালেদা জিয়া অনুমতি দেননি। এতে করে উন্নত চিকিৎসা দেয়া যাচ্ছে না। এ সময় আদালত বলেন, ‘আমরা এখন আদেশ দেব।’

এ সময় খালেদা জিয়ার আইনজীবী আ্যডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘মাই লর্ড, আমাদের একটু আবেদন রয়েছে। তিনি কেন অনুমতি দেননি, তা জানা দরকার। আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাই। আমরা তার কাছে জানব, কেন তিনি চিকিৎসা নিচ্ছেন না।’

জবাবে আদালত বলেন, ‘এটা আমরা দিতে পারি না। এটার কোনো সুযোগ নেই। আমরা আদেশ দিচ্ছি।’

এ সময় জয়নুল আবেদীন বলেন, ‘মাই লর্ড, এক্ষুনি আদেশ দেবেন না। আমাদের জানা দরকার কেন তিনি চিকিৎসা নেবেন না। প্লিজ, আমাদের অনুমতি দেন।’

জবাবে আদালত বলেন, ‘এটা আমরা দিতে পারব না। আমরা আদেশ দেব।’

তখন জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের সম্পূরক আবেদনটি দিতে দেন। তার পর শুনে আদেশ দেন। আমাদের কোনো আপত্তি নেই।’

এর পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দাঁড়িয়ে বলেন, খালেদা জিয়ার এই রোগগুলো দীর্ঘদিন ধরেই আছে। যখন কোনো বন্দি কারাগারে থাকেন, তখন সরকারেরও তার বিষয়ে উদ্বেগ থাকে। এ পর্যায়ে কোনো সম্পূরক আবেদন দেয়ারও সুযোগ নেই।

এ সময় খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘মাই লর্ড, যেই মেডিসিন পুশ করার কথা বলা হচ্ছে, তা বিদেশি ওষুধ। তা পুশ করার পর কী রিঅ্যাকশন হবে, সেটা দেখা দরকার।’

আদালত বলেন, ‘তিনি কি এক্সপার্ট? তিনি কি ডাক্তার? তিনি কীভাবে বুঝবেন?’

আদালত বলেন, ‘আমরাও চিকিৎসার জন্য দরকার হলে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের কনসার্ন নিয়ে চিকিৎসা করি। আমাদের একজন বিচারপতি প্যারালাইজড হয়ে গেছেন। তিনিও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। কিন্তু যাওয়ার আগে ঢাকা মেডিকেলের ডাক্তারের কনসার্ন নিয়ে গেছেন।’

এ সময় মওদুদ আহমদ বলেন, ‘মাই লর্ড, খালেদা জিয়ার সঙ্গে আমাদের দেখা করে জানার দরকার।’

জবাবে আদালত বলেন, ‘আপনারা কি ডাক্তার? আপনারা ট্রিটমেন্টের কী বুঝবেন?

এ সময় অপর আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের বারবার আপনাদের কাছেই আসতে হয়। আমাদের সবকিছু বন্ধ করবেন না। আমাদের একটু অনুমতি দেন। আর এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য রাখেন।’

আদালত বলেন, ‘আমাদের একটি প্ল্যান রয়েছে। কোর্টের নিজস্ব প্ল্যান থাকে। সেই অনুযায়ী কোর্ট চলে।’

জয়নুল আবেদীন বলেন, ‘মাই লর্ড, এইটুকু কনসিডার করেন। আপনাদের কাছে বারবার আসতে হয়। আগামী রোববার আদেশের জন্য দিন রাখেন।’

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মেডিকেল বোর্ড রিপোর্ট দিয়েছে। তিনি (খালেদা জিয়া) যদি চিকিৎসার অনুমতি না দেন, তাহলে মেডিকেল বোর্ডের কী করার আছে? উনার সমস্যাগুলো নিয়ন্ত্রণে রয়েছে।’

এ সময় আদালত বলেন, ‘ব্যাকপেইন ও আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে। ঠিক আছে আমরা আদেশ দিই।’

পরে আবার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘মাই লর্ড, দুপুর ২টা রাখেন।’ পরে আদালত জামিনের আদেশের জন্য দুপুর ২টায় সময় দেন। বেলা ২টায় আদালত শুনানি শুরু হয়। আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে খুরশিদ আলম খান।

আদালতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড মাথায় নিয়ে কারাবন্দি খালেদা জিয়া এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। দল ও পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্য হাসপাতালে নিতে চাইলে তাতে অনুমতি মেলেনি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন চেয়ে এর আগেও হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। কিন্তু অপরাধের গুরুত্ব, সংশ্লিষ্ট আইনের সর্বোচ্চ সাজা এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়াসহ অন্য আসামিদের করা আপিল শুনানির জন্য প্রস্তুত- এমন তিন বিবেচনায় হাইকোর্ট বেঞ্চ ৩১ জুলাই সেই আবেদন খারিজ করে দেন। এর পর খালেদা জিয়ার আইনজীবীরা আপিল বিভাগে যান। কিন্তু খালেদা জিয়া জামিন পাননি।

গত বছরের ১২ ডিসেম্বর আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণ দিয়ে জামিন আবেদনটি খারিজ করে দেন। আপিল বিভাগের ওই রায়ে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের সম্মতি থাকলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত ‘অ্যাডভান্সড ট্রিটমেন্ট’ দেয়ার পদক্ষেপ নিতে।

সেই রায় ১৯ জানুয়ারি প্রকাশিত হওয়ার পর হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করার উদ্যোগ নেন খালেদা জিয়ার আইনজীবীরা। ৩৬টি মামলার মধ্যে ৩৪টি মামলায় খালেদা জিয়া জামিনে আছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

 

স্বামীর নির্যাতনেই মারা গেছে ছাত্রলীগ নেত্রী হেনা

শামীম আহমেদ ॥ আত্মহত্যা নয়; স্বামীর নির্যাতনেই মারা গেছেন বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী হেনা আক্তার (৩০)। দুধ গরম করতে দেরি হওয়ায় ক্ষুব্ধ স্বামী নিয়াজ মোর্শেদ সোহাগের নির্যাতনে তার (হেনা) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এমনকি মারধরের পর আত্মহত্যার চেষ্টার নাটকও সাজিয়েছিলো হেনার চতুর স্বামী সোহাগ।

পুলিশের সুরতহালে নিহত হেনার শরীরের হত্যার আলামত পাওয়া গেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না পেয়ে এনিয়ে পুরোপুরিভাবে মুখ খুলতে নারাজ পুলিশ। তবে হত্যার অভিযোগে হেনার স্বামী নিয়াজ মোর্শেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগকে গ্রেফতারের বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম।

হেনার অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরাফাত রহমান হাসান জানান, গত ২৪ ফেব্রুয়ারী দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রচার করে সাবেক ছাত্রলীগ নেত্রী ও এক সন্তানের জননী হেনা আক্তারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। এরপর মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শেবাচিম হাসপাতালে মৃত্যু হয় হেনা আক্তারের। তবে তার মৃত্যু নিয়ে শুরু থেকেই সন্দেহের সৃষ্টি হয়। নিহতের পরিবারের সদস্যরা এটিকে সু-পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে হেনার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন পুলিশ।

অনুসন্ধানে জানা গেছে, একসময় হেনা আক্তার বিএম কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। এমনকি তিনি (হেনা) বিএম কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী হোস্টেলের নিয়ন্ত্রক ছিলেন। একইসময় নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগের সাথে পরিচয় হয় হেনা আক্তারের। পরিচয় থেকে প্রেম। এমনকি সেই সম্পর্ক শেষপর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

সূত্রমতে, দুইজনের মতেই বিয়ে হওয়া সত্বেও তাদের এ সম্পর্ক মেনে নিতে পারেননি সোহাগের পরিবার। এ কারনে তারা আলাদাভাবে বাসা ভাড়া নিয়ে থাকতেন। এনিয়ে সোহাগ ও হেনার মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিলো। তাছাড়া প্রায়ই হেনাকে মারধর করতো সোহাগ।

সূত্রমতে, ঘটনারদিন রাতে হেনাকে দুধ গরম করে আনতে বলে সোহাগ। হেনা পরে দুধ গরম দেয়ার কথা বলেন। এনিয়ে সোহাগ ও হেনার মধ্যে তুমুল বাগ্বিতন্ডা হয়। একপর্যায় স্বামী সোহাগ ক্ষুব্ধ হয়ে হেনাকে মারধর করেন। এতে হেনা জ্ঞান হারিয়ে ফেলার পাশাপাশি তার কান থেকে রক্ত ঝড়তে শুরু করে। ওই রাতেই হেনাকে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করে সোহাগ। ভর্তির সময় হেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে চিকিৎসককে জানানো হয়।

পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, হেনার মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এমনকি নিহতের মৃতদেহের সুরতাহাল করতে গিয়ে হত্যার আলামতও খুঁজে পায় পুলিশ। এ কারনে মঙ্গলবার বিকেলে সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

বুধবার সকালে কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, ঘটনার রাতে সোহাগ ও হেনার মধ্যে দুধ গরম দেয়া নিয়ে ঝগড়ার কথা স্বীকার করেছে সোহাগ। তবে এরপর হেনাকে মারধর করা হয়েছে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিলো। জিজ্ঞাসাবাদে হেনার মৃত্যুর পেছনে সোহাগের হাত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তাই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।