প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন আরও ১৮ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক:

শিগগিরই সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৮ হাজার ১৪৭ জন সহকারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এসব শিক্ষক-শিক্ষিকাকে অগ্রাধিকার ভিত্তিতে হাওর, বাওর, উপকূল ও দুর্গম এলাকায় পদায়নের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রোববার জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের আনীত সিদ্ধান্ত প্রস্তাবের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

জাকির হোসেন বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৭৯ হাজার ৭১৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া অতি সম্প্রতি ঘোষিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফল অনুযায়ী শিগগিরই সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৮ হাজার ১৪৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।

তিনি বলেন, প্রতি বছর শিক্ষকদের অবসরজনিত কারণে শূন্য পদগুলোতে নিয়মিত শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বদলি, মৃত্যুজনিত কারণ, পিটিআই, বিপিএড প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটি, বিভিন্ন সময় প্রশিক্ষণজনিত কারণে সাময়িক শূন্য পদ পূরণের উদ্দেশ্যে সহকারী শিক্ষকের মোট পদের ২০ শতাংশ অর্থাৎ ৬৮ হাজার ৩৩৮ ছুটি রিজার্ভ পদ সৃজন সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, চর অঞ্চল, উপকূল, হাওর-বাওর অঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে পাঠদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন, স্থানীয় সরকার কোটায় শিক্ষক নীতিমালা প্রণয়নে আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা সহকারি শিক্ষকের বিদ্যমান শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দুর্গম হাওর অঞ্চল, দ্বীপ অঞ্চল এলাকার বিদ্যালয়ে শূন্য পদ অগ্রাধিকার ভিত্তিতে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

জাকির হোসেন বলেন, আমাদের শিক্ষক স্বল্পতা আছে। তবে এ বিষয়ে নতুন নিয়োগকৃত শিক্ষক-শিক্ষিকারা তাদের অগ্রাধিকার ভিত্তিতে উপকূলীয় অঞ্চলে প্রথমে পদায়ন করতে চাচ্ছি। এ বিষয়ে সমস্ত ডিপিওদের চিঠি দিয়েছি এবং নির্দেশনা দেয়া হয়েছে।

বৌভাতে মাংস সংকট, আনতে গিয়ে বরের মৃত্যু

প্রিয় মানুষটিকে ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন এমরান। বিরাট আয়োজনে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু সেই সুখ আর ধরা দেয়নি এমরানের।

বিয়ের পরদিন শনিবার ছিল বৌভাত। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের অংশগ্রহণে দুপুরে চলছিল প্রীতিভোজ পর্ব। হঠাৎ বাবুর্চি জানায় গরুর মাংসের স্বল্পতার কথা।

সাথে সাথে মোটরসাইকেল নিয়ে মাংস আনতে বেরিয়ে পড়েন এমরান। তবে কুমিল্লার চান্দিনা-বদরপুর সড়কের বাড়েরা নামক এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতেই গুরুতর আহত হন এমরান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমরান চান্দিনা উপজেলার মহিচাইল উত্তরপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট এমরান।

বড় ভাই জুয়েল জানান, একই গ্রামের শিউলী নামে এক মেয়েকে ভালোবাসে আমার ভাই এমরান। তাদের ভালোবাসা দেখে ভালোবাসা দিবসেই (শুক্রবার) তাদের বিয়ে দেই। আর বৌভাতের দিনই এমন শোক সইতে হবে তা আমাদের জানা ছিল না।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এখনো পলাতক।’

আবুল হাসানাত আব্দুল্লাহকে নব-নির্বাচিত আইনজীবী সমিতির শুভেচ্ছা

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃ্বৃন্দ। আজ রবিবার বরিশাল সার্কিট হাউজে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নব-নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আফজালুল করীম সহ নব-নির্বাচিত সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

পিরোজপুরে ত্রিভূজ প্রেমের কারণে খুন হন বাবলু মণ্ডল

অনলাইন ডেস্ক: 

পিরোজপুরের নাজিরপুর ত্রিভূজ প্রেমের কারণে খুন হন বাগেরহাট সদর উপজেলার হালিশহর এলাকার বাসুদেব মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২১)।

এ ঘটনায় রোববার আদালতে গ্রেফতারকৃত গোপাল মণ্ডল (২০) নামের অপর প্রেমিকের দেয়া এক জবানবন্দিতে এমন তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম চর বানিয়ারী গ্রামে ভগ্নীপতি মহানন্দ মধুর বাড়িতে বেড়াতে এসে গত ৬ ফেব্রুয়ারি নিখোঁজ হন ওই যুবক। নিখোঁজের ৩ দিন পর ওই গ্রামের সমীর মণ্ডলের মাছের ঘেরের পাশে হোগলা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘাতক গোপাল মণ্ডল বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী বাওয়ালীপাড়া গ্রামের গোলক মণ্ডলের ছেলে।

এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি নাজিরপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্তের দায়িত্ব গ্রহণ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ওই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. আহসান কবির জানান, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গোপাল মণ্ডলকে (২০) গ্রেফতার করা হয়। পরে তাকে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পল্লবেশ কুণ্ডুর আদালতে হাজির করলে সে খুনের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

পিবিআই সূত্র জানান, স্থানীয় একটি মেয়ের সঙ্গে প্রেম করত ঘাতক গোপাল মণ্ডল ও তার বন্ধু নিহত বাবুল মণ্ডল। এ ঘটনাটি জানা-জানি হলে ঘাতক গোপাল তার বন্ধুকে শাসিয়ে দেয়। কিন্তু তাতে বন্ধু ওই প্রেম থেকে সড়ে না দাঁড়ায়নি।

বাগেরহাট সদর উপজেলার হালিশহর এলাকার বাসুদেব মণ্ডলের ছেলে নিহত বাবলু মণ্ডল গত ২৯ জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে নাজিরপুর উপজেলার পশ্চিম চরবানিয়ারী গ্রামে ভগ্নীপতি মহানন্দ মধুর বাড়িতে বেড়াতে যান। গত ৬ ফেব্রুয়ারি রাতে মোবাইল ফোনে নাজিরপুর উপজেলার পশ্চিম চরবানিয়ারী এলাকায় ডেকে নিয়ে বাবলু মণ্ডলকে (২১) পূর্বপরিকল্পিতভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করে ও পরে কাঁচি (সিজার) দিয়ে বুকে আঘাত করে হত্যা করে।

খুনের পর লাশ গুম করার জন্য বাবলু মণ্ডলের পরিহিত প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে লাশ টেনে স্থানীয় সমীর মণ্ডলের মাছের ঘেরের পাশে হোগলা ক্ষেতে ফেলে রাখে। এ সময় গলা থেকে বেল্টটি খুলে ওই হোগলা ক্ষেতে ফেলে দেয়।

এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি স্থানীয় বিকাশ মণ্ডলের মাছের ঘেরে ও কাঁচি (সিজার) একটি ডোবায় এবং নিহত বাবলু মণ্ডলের ব্যবহৃত মোবাইলটি পার্শ্ববর্তী খালে ফেলে দেয় ঘাতক গোপাল মণ্ডল। গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে সেগুলো উদ্ধার করে পিবিআই।

এ ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি ভগ্নীপতি মহানন্দ নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই দিন বিকালে নাজিরপুর উপজেলার পশ্চিম চরবানিয়ারী গ্রামের সমীর মণ্ডলের মাছের ঘেরের পাশ থেকে বাবলু মণ্ডলের লাশ উদ্ধার করা হয়।

বরিশালে ২১ স্কুলে একযোগে সংরক্ষিত ছুটি

বরিশালের গৌরনদী উপজেলার ২১টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে সংরক্ষিত ছুটি নিয়ে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের শিক্ষাসফরে যাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হরিসেনা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিলন খলিফা জানান, তার বিদ্যালয়ের শিক্ষকদের বনভোজনে যাওয়ার জন্য বাধ্যতামূলক ভাবে চাঁদা দিতে হয়েছে।

এমনকি স্কুল বন্ধ দিয়ে বনভোজনে যাওয়ার জন্য শিক্ষকদের অনিচ্ছা থাকা সত্বেও শিক্ষকদের সংরক্ষিত ছুটি নিতে বাধ্য করা হয়েছে। তিনি আরও জানান, আসছে ২১ ফ্রেব্রয়ারীতে হরিসেনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহন করার কথা রয়েছে।

এনিয়ে বিদ্যালয়ে প্রতিদিনই শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি ও চিত্রাংঙ্গন শিখানো হতো। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তাদের খামখেয়ালীপনায় একদিন পিছিয়ে পরলো শিক্ষার্থীরা।

বড় কসবা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলআমিন হাওলাদার জানান, বিদ্যালয় বন্ধ করে বনভোজনে যাওয়ার জন্য নিষেধ করা হলেও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চাপের মুখে বনভোজনে যেতে বাধ্য হয়েছে শিক্ষকরা।

তিনি আরও জানান, বনভোজনে যাওয়ার পূর্বে তিনদিন অর্ধবেলা ক্লাস নিয়ে উপজেলায় বনভোজনে যাওয়ার প্রস্তুতি সভায় যেতে হয়েছে শিক্ষকদের। এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক প্রধানশিক্ষক জানান, স্কুল বন্ধ দিয়ে বনভোজনে যেতে না চাইলেও একপ্রকার জোরপূর্বক ভাবে তার বিদ্যালয়ের শিক্ষকদের ১২০০ টাকা করে চাঁদা দিতে হয়েছে। তবে অনেক শিক্ষকরাই এবিষয়ে মুখ খুলতে রাজি হননি।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল জানান, বাধ্যতামূলকভাবে কাউকে শিক্ষা সফরে নেয়া হয়নি। যে যেতে চেয়েছে শুধু তাকেই নেয়া হয়েছে।

বরিশালে ভিজিডির চাল বিতরণ

শামীম আহমেদ:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩২৫ জন ভিজিডি কার্ডধারীদের মধ্যে জানুয়ারি-ফেব্রয়ারি মাসের ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য ও সাবেক ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন, অবসরপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

ব্রিজের নিচে বস্তায় কলেজছাত্রীর লাশ

অনলাইন ডেস্ক:

রংপুরের সদর উপজেলার মোমিনপুরে ব্রিজের নিচ থেকে এক কলেজছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে মোমিনপুর পালপাড়ার লোকজন সেখানকার সেচ ক্যানেলের ওপর ব্রিজের নিচে বস্তাবন্দি একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বস্তাবন্দি লাশটি রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বদরুজ্জামানের মেয়ে রুমাইয়া আক্তার রুমির। তিনি দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ দিকে র‌্যাব, পিবিআই, সিআইডির ক্রাইমসিন সদস্যরাও ঘটনাস্থলে পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মমিনপুর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ক্যানেলের পানিতে সাদা রঙের ইউরিয়া সারের বস্তার একটি লাশ আছে বলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বস্তার মুখ খুলে দেখা যায় তরুণীর লাশ। তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একটি কাগজ মেলে। ওই কাগজে লেখা তথ্য দিয়ে তাকে শনাক্ত করে পুলিশ।

ধারণা করা হয়, প্রেমের সম্পর্কে জড়িয়ে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে যায়।

মমিনপুর ইউপি চেয়ারম্যান কল্পনা আক্তার বলেন, বস্তাবন্দি লাশ দেখার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

রংপুর সদর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, লাশের সঙ্গে পাওয়া আলামত থেকে তরুণীর পরিচয় জানা গেছে। হত্যার আগে রুমিকে ধর্ষণ করা হয়েছে কী না তা ময়নাতদন্তের পর বলা যাবে।

ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টারে নিয়োগ

জব ডেস্ক:
চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণরত সেনাসদস্যদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি (নিশ-১) শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে খন্ডকালীন টিউটর নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা, ইংরেজি, ভূগোল, আইসিটি এবং সমাজকর্ম বিষয়ে টিউটর নেয়া হবে। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ কিংবা সরকারি/ এমপিওভুক্ত কলেজের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকগণ (প্রভাষক বা তদূর্ধ্ব পদমর্যাদা) বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রিসহ কলেজ পর্যায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন।

জীবন বৃত্তান্ত, চার কপি ছবি, সকল সনদপত্রের ফটোকপি সত্যায়িত, জাতীয় পরিচয়পত্র, কর্মরতদের জন্য প্রতিষ্ঠান প্রধানের অনুমতিপত্রসহ আবেদনপত্র আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে ‘কমান্ড্যান্ট, দি ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার, চট্টগ্রাম সেনানিবাস’ বরাবর পাঠাতে হবে। এবং ইমেইলে [email protected] ঠিকানায় জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।

ঝালকাঠির মতুয়া সম্প্রদায়ের হরিযাত্রা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে সনাতন ধর্মালম্বীদের মতুয়া সম্প্রদায়ের (হরিভক্ত) বাৎসরিক হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও মতুয়া সম্মেলন শুক্রবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ৪ দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে ঝালকাঠি কেন্দ্রীয় শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অনুষ্ঠান উদ্ধোধন করবেন ধর্মগুরু শ্রী নির্মল চাঁদ ঠাকুর। ১৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে হরিযাত্রা (শোভাযাত্রা) বের করা হয়। ওরাকান্দি থেকে আগত মতুয়া দল ও ঝালকাঠির হরি ভক্তদের অংশগ্রহনে হরিযাত্রাটি মন্দির সংলগ্ন পুরাতন কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। হরিযাত্রার উদ্ধোধন করবেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান (শিশু) অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। পরে সন্ধ্যায় খুলনার বটিয়াঘাটা বিনাপানি নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনালম্বনে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিঃ দিলীপ কুমার হালদার এবং সাধারণ সম্পাদক শ্রী বীরেন মন্ডল জানান, সকল আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রতিদিনই প্রসাদ বিতরণ এবং ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ডংকা কির্ত্তন ও ঠাকুরের ভোগ অন্তে মহোৎসব অনুষ্ঠিত হবে।

বরিশালে কবিরাজি ও হারবাল চিকিৎসার নামে চলছে প্রতারণা

বরিশাল শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের জনপদে ইউনানী-আয়ুর্বেদ, ভেষজ, হারবাল ও কবিরাজি চিকিৎসার নামে চলছে প্রতারণা ও টাকা হাতিয়ে নেয়ার অপকৌশল। নিরীহ সহজ-সরল অসহায় মানুষের কাছ থেকে অপচিকিৎসার নামে তারা হাতিয়ে নেয় প্রচুর অর্থ। এসব বিষয় দেখার যেন কেউ নেই।

নিরব বরিশালের প্রশাসন। সূত্রে জানা গেছে, বরিশাল শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের হাট-বাজারে যে দিকেই তাকাবেন সেদিকেই দেখবেন ভুয়া চিকিৎসার দোকান। কথিত হারবাল সেন্টার গুলোতে চিকিৎসা নিয়ে রোগ থেকে পরিত্রাণ পাওয়া দূরের কথা, উল্টো অপচিকিৎসার শিকার হয়ে শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভুক্তভোগীরা। এ ধরনের হারবাল চিকিৎসার নামে প্রতারণা করছে কতিপয় ব্যক্তি ও অর্ধশতাধিক প্রতিষ্ঠান। বরিশাল শহর ছাড়াও প্রত্যন্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্রে এসব চিকিৎসক যৌন দুর্বলতার চিকিৎসার নামে পুরুষ ও মহিলাদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

তারা প্রথমেই হরেক রকমের বাহারি চকচকে বিজ্ঞাপন দিয়ে মানুষকে লোভে ফেলার অপচেষ্টা চালায়। বরিশাল নগরের রুপাতলী বাসষ্ট্যান্ড, নতুল্লাবাদ বাসষ্ট্যান্ড, লঞ্চঘাট, পালাশপুর বস্তি এলাকা, কাশিপুর বাজার, কালিজিরা বাজারসহ নগরে অলি-গলিতে ছোট-বড় শতাধিক হারবাল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়াও ভ্রাম্যমান কবিরাজগণ গ্যারান্টি সহকারে ঝাঁড় ফুক, হাত চালান স্বামী-স্ত্রী অমিল, প্রেমে ব্যার্থতা, জিনের আছর, যে কোন লোককে বশ করা, জন্ডিস, জীনের আচর, যৌনরোগ ও ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগের গাছ-গাছরা দিয়ে তৈরি ঔষধ প্যাকেট করে পসরা সাজিয়ে মাইক দিয়ে ডেকে ডেকে ঔষধ বিক্রি করে যাচ্ছে। সরেজমিনে ঘুরে নগরের দপ্তরখানা ও পোর্ট রোর্ডের রাস্তার পাশে দেখা গেলো দুই কবিরাজ আসর জমিয়ে ঔষধ বিক্রি করতে। লাইসেন্স বা সরকারের কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা বলেন আমাদের কোন লাইসেন্স লাগেনা।

আমরা শুধু শহরেই বিক্রি করি না। গ্রাম অঞ্চলেরও হাট-বাজারে গিয়েও বিক্রি করি। আজ পর্যন্ত কেউ আমাদের কাছে লাইসেন্স ও সরকারী অনুমতি আছে কিনা জিজ্ঞেস করেনি। আপনি এই প্রথম জিজ্ঞেস করলেন ভাই। আজ ২০ বছর ধরে এই ব্যাবসা করে আসছি। অল্প পুঁজির ব্যবসা। বিভিন্ন হাট-বাজারে প্যাকেটজাত ঔষধ, কিম্বা বোতলজাত ঔষধ বিক্রি করে থাকেন যা নিজের তৈরী। নেই কোন উৎপাদন ও মেয়াদের তারিখ।

 

তবুও শতভাগ গ্যারান্টি দিয়েই বিক্রি হচ্ছে এসব ঔষধ। এরকম অসংখ্য কবিরাজ হকারী করে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে করছে প্রতারণা। এদিকে কথিত হারবাল সেন্টারগুলো ওষুধ প্রশাসনের অনুমতি না নিয়ে দোকান খুলে বসে আছে। অবৈধভাবে গড়ে ওঠা চিকিৎসালয়ের সংখ্যা কত এবং ড্রাগ লাইসেন্স ছাড়া এ ধরনের কতগুলো প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এ বিষয়ে কোনো পরিসংখ্যান নেই ওষুধ প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে।

 

এরপরও সব রোগের চিকিৎসার গ্যারান্টি সহকারে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে, কুরুচিপূর্ণ প্রচারপত্র বিলি করে ও বরিশালের ক্যাবল টিভিতে বিজ্ঞাপন দিয়ে গ্রামীণ জনপদের একশ্রেণীর হতাশাগ্রস্ত ও দিশেহেরা সহজ-সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। নগরের পলাশপুর এলাকার বাসিন্দা কবির বলেন, ‘আমি প্রসাবের সমস্যার কারণে হারবাল চিকিৎসকের কাছ থেকে মোট ৫ হাজার টাকার ঔষধ খেয়েছি কাজ হয়নাই।

 

এসব ওষুধ খেয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছি আরো। পরে ঢাকা গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। অন্যদিকে বরিশাল সদর উপজেলার দিন খেটে খাওয়া সানচু বলেন, যেসমস্ত জটিল রোগের চিকিৎসা করছে তার কোনো সরকারি স্বীকৃতি পত্র নেই। আর এসব জটিল রোগের চিকিৎসা করছে সাধারন জ্ঞানের উপর ভর করে। এরা রোগের বর্নণা শুনে হাত চালিয়ে কিংবা কৌশলে বিভিন্ন ওষুধ ধরিয়ে দিয়ে হাতি নেয় টাকা। যারা আমার মত এই প্রতারকদের পাল্লায় পড়ে সর্ব শান্ত হয়ে পড়েছেন তারা প্রশাসনের নিকট সুষ্ঠ পদক্ষেপ কামনা করছে। একাধিক ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে, এসব চিকিৎসা কেন্দ্রে যৌন ব্যাধি ও জটিল রোগ নিরাময়ের নামে যে চিকিৎসা দেয়া হচ্ছে, তা ভুক্তভোগীদের কোন উপকারে আসছে না।

বরং তারা নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, হারবাল ওষুধ তৈরী করা হচ্ছে চিটা গুড়ের সাথে কলা গাছের শিকড়ের রস মিশিয়ে তৈরী করে ‘যৌবন বাহার’ সালসা। ময়দা, চিটা গুড়, আনারসের পাতার রস ও সেকারিন মিশিয়ে তৈরী করা হয় যৌন বর্ধক ‘যৌবন বাহার’ হালুয়া। আর বিজ্ঞাপনে বলা হয় এই ওষুধ ব্যবহার কররে ৮০ বছরে বয়স্ক লোক তরতাজা যুবকে পরিনত হবে। বিফলে মূল্য ফেরত। কিন্তু টাকা চাইলে হারবাল চিকিৎসরা তখন নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে নানাভাবে হেনস্তা করে বলে অভিযোগ পাওয়া যায়। এব্যাপারে বেশকয়েকটি স্বঘোসিত ‘স্বনামধন্য’ হারবাল চিকিৎসা কেন্দ্রে তাদের মতামত জানতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে ক্যাবল নেটওয়ার্কে অশালিন এ বিজ্ঞাপন প্রচার বন্ধে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। এ ব্যাপারে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেজ্ঞ ডা: মোস্তাফা কামাল বলেন, হারবাল ও ভেষজ চিকিৎসার কোনো বৈধতা নেই। অনেক রোগীর জীবন শেষ করে দেয়া হয়।

হারবালের ওষুধ সেবন করে ক্ষতির শিকার অনেক রোগীর চিকিৎসা আমি করেছি। এখন মাঝে মাঝে এসব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ বিষয়গুলোর প্রতি সরকারের দৃষ্টি দেয়া প্রয়োজন।

এব্যাপারে বরিশাল সিভিল সার্জন বলেন, এবিষয়টি আমাদের নয়। এগুলো দেখার দায়িত্ব ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসন।

বরিশাল ঔষধ প্রশাসন (ড্রাগ) এর তত্তাবধায়ক অদিতি স্বর্না বলেন, প্রেসক্রিপশন ছাড়া কেউ ওষুধ খাওয়া বা বিক্রি করাও বেআইনি। তবে আমাদের কাছে কেউ অভিযোগ করলে ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বরিশালে খুব শিগ্রই ইউনানী-আয়ুর্বেদ, ভেষজ, হারবাল প্রতিষ্টান গুলোতে অভিযান চালানো হবে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, মাঝে মাঝে আমাদের অভিযান চালানো হচ্ছে। তবে খুব শিগ্রই তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।