ভোলায় জ্যাকব টাওয়ার-শেখ রাসেল বিনোদন পার্কে পর্যটকদের উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক:
সবুজ শ্যামলীময় ঘেরা অপরূপ সৌন্দর্যের লীলাক্ষেত্র পর্যটকদের উপহার দেয়ার মতো চরফ্যাশন প্রচুর আকর্ষণী স্থান রয়েছে চরফ্যাশনে। তার মধ্যে চরফ্যাশন শহরে অবস্থিত জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র, ফ্যাশন স্কয়ার, খামারবাড়ি, বিচ্ছিন্নদ্বীপ ঢালচরের তারুয়া সমুদ্র সৈকত(বালির দ্বীপ) ও কুকরি-মুকরি পাখিদের অভয়ারণ্যখ্যাত, লাল কাঁকড়ার বিচরণ মনকাড়ারমত দৃশ্য পর্যটকদের উপচে পড়া ভীড় জমেছে।

শুক্রবার সরকারি ছুটির দিনে সকাল থেকে জ্যাকব টাওয়ার ও ফ্যাসন স্কয়ারে পর্যটকদের ভীর দেখা গেছে নজর কাড়ার মত। বেলা ১১টায় ঢাকা থেকে আগত পর্যটক আলী হোসেন বলেন, আমাদের দেশে এত সুন্দর দৃষ্টিনন্দন রয়েছে তা না দেখলে বিশ্বাস করতাম না। আজ আমি খুবই আনন্দিত।

বরিশালের ঝালকাটি থেকে আসা ১০ কলেজ ছাত্রীর মধ্যে রোকসানা আক্তার ঝুমুর রলেন, আমাদের কলাপড়ার কুয়াকাটার চেয়ে সুন্দর এই পর্যটক এলাকা চরফ্যাশনের জ্যাকব টাওয়ার ও শেখ রাসেল বিনোদন ও শিশু পার্ক। আওয়ামী লীগের সাধারন সম্পাদক মন্ত্রী ওবাদুল কাদের এমপি চরফ্যাশন এসে উন্নয়ন আর সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয়ে বলেছেন দেখতে হলে সৌন্দর্য্য আর উন্নয়ন ঘুরে আসুন জ্যাকব এর নির্বাচনী এলাকায় চরফ্যাশন।

পরিবার উন্নয়ণ সংস্থার সমন্বয়কারী বাবু শংকর চন্দ্র দেবনাথ বলেন, পর্যটন নগরী“চর কুকরি মুকরিতে কমিউনিটি ভিত্তিক ইকো-ট্যুরিজম অতিদরিদ্র সদস্যদের মাঝে পর্যটকদের ভ্রমন উপযোগী ১০টি রঙিন নৌকা, ১০টি রেস্টিং বেঞ্চ ১টি ঘাট, ভাসমান দোকানসহ অন্যান্য উপকরন দেখা যায়।

পর্যটকদের উপচেপড়া ভীড় মনকাড়া স্থানে যে যার মত অবস্থান করায় লাল কাকড়া গুলো সুন্দর ভাবে দেখা যায়। এ কুকুরি মুকরির চরটিতে পাখিরাও স্বস্তিতে বিচরণ করেছে। বনের গাছ গুলোতে পাখিরা বিতরণ করেছেন। প্রাকৃতিক জীব বৈচিত্রের পাশাপাশি পাখিদের অভয়ারণ্য রক্ষায় এ চরটিতে পর্যটকের ভ্রমনে সরকারি ভাবে রয়েছে অনেক সুযোগ সুবিধা।

ফলে অস্কুরেই প্রকৃতির আরেক সৌন্দর্য তারুয়া সমুদ্র সৈকত নৈসর্গিক দৃশ্য হারাতে বসেছে পুরো বাংলাদেশের মানুষ। পর্যটকরা চরটিতে গিয়ে যে যার মত সৌন্দর্য উপভোগ করেছে পর্যটকগন। শুক্র শনিবারে সরকারি ছুটির দিন গুলোতে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের ভীড়ে ভরে যায় দর্শণীয় স্থান গুলো। অনেক সময় তিল রাখার ঠাই হয়না জ্যাকব টাওয়ার ও শেখ রাসেল বিনোদন পার্কে।

পাখিরা নির্বিঘ্নে বিচরণ কিংবা অবস্থান করতে পারায় তারুয়া সৈকতে অপূর্ব দৃশ্য সৌন্দর্যের প্রতীক। সম্প্রতি পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ (প্রাক্তন সিনিয়র সচিব) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন, এফডিএ-এর নির্বাহী পরিচালক মো: কামাল উদ্দিন এবং চর কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এফডি এর সমন্বয়কারী বাবু শংকর চন্দ্র দেবনাথ

১৯৬৫সাল থেকে জেগে উঠা চরফ্যাশন শহর থেকে প্রায় ৩৫কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অভ্যন্তরে বিচ্ছিন্ন এ চরটি ঢালচর ভেঙ্গে পুর্ব ঢালচর হিসাবে পরিচিত হলেও স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ঘুরতে এসে এটি সৌন্দয্যে দেখে এটির নাম করন করেন “তারুয়া সমুদ্র সৈকত”(বালিরদ্বীপ)।

” চরটি সৌন্দর্য্য ব্যাপক আলোড়ন ছড়িয়ে পরলে স্থানীয় ব্যবসায়ী পর্যটক দর্শনার্থীদের ভ্রমনে নিয়ে যেতে শুরু করেন। সবুজ শ্যামল সিগ্ধা প্রকৃতি আর মানুষের বন্ধুসুলভ আচরণ ও আতিথেয়তা পর্যটকদেরে হাতছানি দিয়ে ডাকছে। পর্যটকরা কাছ থেকে ছবি তোলা বিধি নিষেধ না থাকায় সৌন্দর্য্য বন্ধন হারিয়ে যেতে বসেছে। পরিবেশ বিজ্ঞানীদের মতামত পাখি কিংবা কাঁকড়া তাঁদের মতো কওে তাদেরকে থাকতে দিতে হয়।

সরকার পরিকল্পিতভাবে ট্যুরিস্ট ভ্রমনের উপযোগী হিসেবে ঘোষণা করেছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। ওই ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদ বলেন, সারা বছরেরই পর্যটকরা তারুয়া সমুদ্র সৈকত যায়। শীত শেষে হলেও পর্যটদের ভীরে মুখোরিত থাকে এই চরটিতে।

আমি নিরাপত্তার স্বার্থে ওই স্থানে একটি ঘর করে ব্যক্তি উদ্যোগে একজন বেতন ভুক্ত লোক রেখে পর্যটকদের থাকার সুযোগ সৃষ্টি করছি। কমপক্ষে তারা এখানে এসে ভয় যাতে না পায়। সরকারের পক্ষ থেকে পর্যটন এলাকা ঘোষনা দিয়ে প্রশাসনের ব্যবস্থা করা একান্ত দরকার। দেশ-দেশান্তর থেকে এই তারুয়া সৈকতে পর্যটকেরা ঘুরতে আসে।

 

পর্যটকেরা এক গেলে বার বার আসতে মন চায়। চারদিকে যতদুর চোখ যায় শুধু সাগরের অথৈ জলরাশি। তারই মাঝখানে নয়ন ভোলানো এই বিশাল চর। যেন কুয়াকাটা ও কক্সবাজারকে হার মানায়। লাল কাঁকড়া দৌড়াদৌড়ি,পাখির জাঁক সাগরের ঢেউ এক স্মৃতিময় মনকাড়া সুন্দরের দৃশ্য।

আবার মানুষের পদচারণায় মুহুর্তেই কাঁকড়াদের গর্তে লুকানো। অনুমানিক দক্ষিণ থেকে দৈর্ঘ্য দেড় থেকে দুই কিলোমিটা পশ্চিম থেকে পূর্বে প্রস্থ্য প্রায় ১কিলোমিটার। আবার ১ থেকে দেড় কিলোমিটার নদীর পর আবার বিস্তিত এলাকা নিয়ে আরেকটি চর জেগে উঠেছে।

ঢালচরের ইউপির চেয়ারম্যান সালাম হাওলাদার বলছে, সকল চরগুলো বনবিভাগের দখলে রয়েছে । যদি গভীর থাকতো তাহলে জেলেদেরকে কোন দিন ওই সৈকত থেকে ফিরাতে পারতো না। চর কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, শীত মৌসুমে ভোলার এই দ্বীপে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসে।

এসব পাখির মধ্যে সবচেয়ে বেশি বিচরণ করে কুকরী-মুকরী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে। তাই পর্যবেক্ষকরা খুব কাছে থেকে যাতে পাখি দেখতে পারেন সে জন্য পাখি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে । তিনি আরও বলেন, তাছাড়া কুকরী-মুকরী ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌন্দর্য বাড়াতে নানা প্রজাতির গাছও লাগানো হয়েছে।

চরফ্যাশন পৌর সভার নির্বাহী প্রকৌশলী শামীম হাসান বলেন, ১৮তলা বিশিষ্ট ২০ কোটি টাকা ব্যয়ে জ্যাকব টাওয়ার নিমাণ করা হয়েছে। পাশে রয়েছে শেখ রাসেল বিনোদন কেন্দ্র ও শিশু পার্ক। ঢাকার শ্যামলী শিশু মেলা যে রাইটস রয়েছে চরফ্যাশনেও সে রাইটস রয়েছে। বন্ধের দিন গুলোতে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত রয়েছে পর্যটকদের পথচারনা।

ঝালকাঠিতে ‘গরীবের বন্ধু’ সংগঠনের ভিন্নধর্মী আয়োজনে বর্ষপুর্তি পালন

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘গরীবের বন্ধু’ প্রতিষ্ঠার এক বছর পার করলো। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী ৫০ জন ছিন্নমুল শিশুদের নিয়ে ক্রীড়ানুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। পরবর্তিতে অসহায়দের মাঝে ঈদবস্ত্র ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির প্রথম বর্ষপুর্তি উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করলো এবারও। ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে সরকারি শিশু পরিবারের এতিম সদস্যদের সাথে ভালোবাসা বিনিময় ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়। সেই সাথে কেক কেটে বর্ষপুর্তি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আককাস সিকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যাবসায়ী আনোয়ার হোসেন খান, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সহ সভাপতি আতিকুর রহমান এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা দিবস তালুকদার। জেলা প্রশাসক বলেন, গরীবের বন্ধু নামটি শুনতেই মধুর লাগে, আমি এ সংগঠনের সাফল্য কামনা করি। আজকের ভিন্নধর্মী এ আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানে ‘গরীবের বন্ধু’ সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন খান, সহ সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক ইফতেসাম রিম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ আহম্মেদসহ সদস্য জাহিদুল ইসলাম জিতু, রিয়াদ তালুকদার এবং রাদিম হোসেন উপস্থিত ছিলেন।

ভালবাসা দিবসে সড়কে ঝরল ৫ শ্রমিকের প্রাণ

নির্মাণ কাজে যাওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে ঝরে গেল পাঁচ শ্রমিকের প্রাণ।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষে তারা নিহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে এদের গোপালগঞ্জ ও ফরিদপুর পাঠানো হয়েছে।

হতাহতরা নছিমনের যাত্রী ছিলেন। তারা উপজেলার পারুলিয়া ইউনিয়নের চিতা গ্রাম থেকে নছিমনে ভবন নির্মাণ কাজ করতে ভাটিয়াপাড়া গ্রামে যাচ্ছিলেন।

দুর্ঘটনাস্থল ও কাশিয়ানীতে হাসপাতালে মারা যাওয়া তিনজন হলেন- কাশিয়ানীর তিতা গ্রামের রাফিক মোল্লার ছেলে বদির মোল্লা (২৪), একই গ্রামের বেলায়েত মুন্সির ছেলে সুমন মুন্সি (২০) ও বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৪০)।

এছাড়া গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিতা গ্রামের আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০) মারা গেছেন বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। আর ফরিদপুর নেয়ার পথে হাফিজুর মোল্লার ছেলে সুজন মোল্লার ( ৩০) মৃত্যু হয় বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. অঞ্জন কুমার সাহা।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান দুর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশিয়ানীতে তিনজন এবং গোপালগঞ্জে হাসপাতালে একজন ও ফরিদপুর নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল খান জানান, সকালে কাশিয়ানীর পোনায় ফিডার সড়ক থেকে একটি নছিমন মহাসড়কে ওঠার সময় ফালগুনী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নছিমন যাত্রী নিহত হন। কাশিয়ানী হাসপতালে আনার পথে আরও দুই নছিমন যাত্রী মারা যান। আহত নছিমনের আরও ৯ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের মধ্যে রেজাউল, বেলায়েত মুন্সি ও রাফিদসহ ৯ জনকে গোপালগঞ্জ ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

 

বরিশালে আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির ভরাডুবি, নিরঙ্কুশ জয় আ.লীগ সমর্থিতদের

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল জয় লাভ করেছে। একটি সদস্যপদ ছাড়া বাকি ১০ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

আইনজীবী সমিতি সূত্র জানায়, বরিশাল জেলা আইনজীবী সমিতিতে এবার মোট ভোটার ছিলেন ৮৬৬ জন। এর মধ্যে ৭৬০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। ঘোষিত ফলাফলে অনুযায়ী, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বরিশাল নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৩০৫ ভোট। এ ছাড়া গণফোরাম নেতা হিরণ কুমার দাস ২৭ ও স্বতন্ত্রপ্রার্থী দিলীপ কুমার চ্যাটার্জি পেয়েছেন মাত্র ১ ভোট। সহ সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত অসিত রঞ্জন দাস ৩৯৬, মো. সালাহ উদ্দিন ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো. আব্দুল খালেক ৪৩৫ ভোট ও আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে আওয়ামী লীগের নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া সদস্য পদে মো. গোলাম ফারুক ৪০৯ ভোট, মো. ইসতিয়াক কবির ৪৭৭, মো. রফিকুল ইসলাম ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী মো. মঈনুল আবেদীন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বরিশালে নানা আয়োজনে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন

শামীম আহমেদ ॥ পহেলা ফাগুন একই সাথে ভালোবাসা দিবস। দুটি দিবস একই দিনে হওয়াতে বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। শুক্রবার সকাল থেকে রাত অবধি নানা অনুষ্ঠান চলবে দিবসটি ঘিরে।

এ উপলক্ষে প্রতিবারের মত এবারো সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ উৎসব সকাল নয়টা থেকে শুরু হয়েছে। এখানে দিনভর শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব চলছে।

কোকিলের কুহুতান আর নতুন পল্লবের সাথে প্রকৃতির নতুন সাজকে বরণ করতে এই আয়োজনে এসে আনন্দিত শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে বসন্ত উৎসব এবং নগরীর জগদ্বীশ সারস্বত বালিকা বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে তিন দিনের বসন্ত উৎসব।

আরও ৩৮ জেলায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ স্থগিত

দেশের ৩৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। আদালতে মামলাজনিত জটিলতায় এসব জেলার নিয়োগ কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ স্থগিতের নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর ফলাফলে ৬০ শতাংশ নারী কোটা সংরক্ষণ হয়নি উল্লেখ করে হাইকোর্টে ৩৮ জেলায় রিট পিটিশন করা হয়েছে। এ রিট পিটিশনের আদেশে আদালত আগামী ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন। ফলে আগের ঘোষণা মতে, আগামী ১৬ই ফেব্রুয়ারি এসব জেলায় যোগদানের বিষয়টি অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বলা হয়েছে, মামলাজনিত জটিলতায় এসব জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান, কর্মশালা ও পদায়ন নির্দেশনা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। আদালতে বিষয়টি সুরাহা হলে পরে তাদের যোগদান-পদায়নের সময় জানিয়ে দেয়া হবে। এ নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বাস্তবায়ন করতে নির্দেশনাও দেয়া হয়েছে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০১৮ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের ২০-২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়েছে। ১৬ই ফেব্রুয়ারি যোগদান ও ১৭ থেকে ১৯শে ফেব্রুয়ারি তাদের কর্মশালামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ১৫ কর্মকর্তার সমন্বয়ে একটি দল গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এমন নির্দেশনা জারি করায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়লো। আগামী ১৯শে ফেব্রুয়ারি নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়ন করতে বলা হয়েছে।

 

তালতলীতে সরকারী খাল দখল করে স্থাপনা নির্মান

আবু হানিফ নয়ন:
সারা দেশে যখন খাল নদী দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এমন সময় চলছে বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের খাল দখল করা হচ্ছে। শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে প্রতি রোববার হাট বসে এবং প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বে ও থেমে নেই খাল ও জলাশয় দখল।

কোথাও প্রভাবশালীরা, আবার কোথাও রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় সাধারণ মানুষ মুদি দোকানের মালিকরা, বিভিন্ন স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা বসবাস করছে। খালের দু’পাড়ে দোকান ইমারত নির্মাণ করার ফলে একদিকে যেমন খাল সংকুচিত হয়ে অন্যদিকে খালের নব্যতা কমে ভরাট হয়ে যাচ্ছে।

এক সময় খাল দিয়ে নৌকা চলত মানুষ মালপত্র নিয়ে যাতায়াত করতো তা বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, মোটা অংকের টাকার বিনিময় প্রশাসন খালটিকে গিলে খাওয়ার সুযোগ করে দিয়েছে। বৃষ্টির দিন এলে চরম দুর্ভোগে বসবাস করে সাধারণ মানুষ।

এ বিষয় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সংগঠক হাসান ঝন্টু বলেন, সরকারি খাল বা নদীর পাশে কোনো অবৈধ স্থাপনা করার সুযোগ নেই। অবৈধ স্থাপনা যদি কেউ দখল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের উচিৎ উচ্ছেদ অভিযান চালিয়ে দখল মুক্ত করা। উপজেলা ভূমি অফিসে অবৈধ স্থাপনার বিষয় এই প্রতিবেদক জানতে গেলে সঠিক কোনো তথ্য পাওয়া যায় নি। নাম প্রকাশে অনিশ্চুপ কয়েক কৃষকরা বলেন, কচুপাত্রা-দোন খালের পাড়ে যে হাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠতেছে এক সময় রাস্তার দুই পাশের খাল দুটি ভরাট হয়ে যেতে পারে।

আমরা কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হবো। বন্ধ হয়ে যাবে আমাদের ফসল উৎপাদন। আমরা ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করি যার কারণে এক সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে গোটা এলাকা। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হলেও এখনও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মুশফিক আরিফ বলেন, অবৈধ স্থাপনা ব্যক্তিগত ভাবে কেউ দখলে নিতে পারবে না। খাল কিংবা জলাশয়ের জমি কেউ দখল করে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে। অবৈধ জমি দখলের কারণে এক সময় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.কাওসার হোসেন মুঠোফোনে জানান, অবৈধ স্থাপনার লিস্ট তৈরি করে ডিসি অফিসে জানানো হয়েছে এবং ডিসি অফিস থেকে পর্যায়ক্রমে ব্যবস্থা নিবে।

আজহারীর পরিকল্পনা ফাস করলেন তার বন্ধু!

অনলাইন ডেস্ক:
আমি দাখিল পাশ করে দারুন্নাজাতে ভর্তি হই ২০০৪ সালের আগষ্ট মাসে। তখন মিজানুর রহমান, আজহারী ছিল না, দাখিলে ফার্স্ট বয় ও ছিলো না, সেকেন্ড ছিলো। ফার্স্ট ছিলো ফজলুল রহমান নামের আরেকজন। আমি দেখতে ছিলাম খুব ছোট, দাঁড়িও উঠেনি।তখন মিজানুর রহমানের দাঁড়ি বড় বড় ছিলো। আমরা ক্লাসমেটদের অনেককেই তুই করে বললেও তাকে, ফজলু কে সহ বেশ কয়েকজন কে ভাই বলে ডাকতাম। মাদ্রাসায় ক্লাসমেটদের আপনি বলে ডাকা আমাদের সময় প্রচলন ছিল। এখন আছে কি না জানি না। আলিমের প্রথম পরীক্ষা থেকেই মিজান ভাই ফার্স্ট হন, আলিম পরীক্ষায় আমাদের ক্লাসে মোট ৪ জন গোল্ডেন এ প্লাস পেয়েছিলো, মিজান ভাইর সাথে আমি অধম ও ছিলাম।

২০০৬ সালে আলিম পরীক্ষা শেষ করে একেকজনের একেক গোল ছিলো।

আমি যেমন ভর্তি হলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এ।  মিজান ভাই মদীনা ও আল আজহার এর জন্য চেষ্টা করতে উচ্চতর আরবি কোর্স করেন এবং হাফেজ না হলেও কোরআন এর প্রচুর আয়াত মুখস্থ করেন।

২০০৮ সালে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চলে যান। ২০১২ সালে মিশরে পড়া শেষ করে মালয়েশিয়া যান, মিশর থাকতে এবং মিশর ও মালয়েশিয়ার গ্যাপে আমরা অনেক বিষয় নিয়ে ই আলোচনা করছিলাম। তার স্বপ্ন ছিলো বাংলাদেশে একটি ইসলামিক রিসার্চ এর বড় প্রতিষ্ঠান গড়ে তুলবেন। একটি মডেল মসজিদ প্রতিষ্ঠা করবেন, আমি এসব প্রতিষ্ঠানের লিগ্যাল বিষয়গুলো দেখবো।

খুব স্বপ্ন নিয়ে তাফসির মাহফিল শুরু করলেন এবং অল্প সময়ের মধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় তাফসিরকারক হিসেবে পরিচিতি পেলেন, আমরাও প্রস্তুতি শুরু করলাম। কীভাবে স্বপ্নের প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। অপেক্ষা করছিলাম পিএইচডি শেষ হওয়ার কিন্তু এর ই মাঝে আজহারী হয়ে উঠলেন বাংলাদেশের সকল ধরনের মানুষের প্রধান আলোচনার বিষয় বস্তু। অনলাইন অফলাইন, সংসদ বা রাজনৈতিক মঞ্চ সবজায়গাতেই এক ই আলোচনা।

যেমনি ভক্তদের সংখ্যা বাড়ছে তেমনি শত্রু সংখ্যা ও বাড়ছে। ওয়াজগুলোর যেভাবে প্রচার হচ্ছে তেমনি তাকে নিয়ে অনেক মিথ্যা বানোয়াট বিষয় ও প্রচার হচ্ছে। তার মতামত বা ফতোয়া পছন্দ না হলে তার জবাব দিতে পারবে সবাই কিন্তু তাকে নিয়ে অপপ্রচার এবং তার মাহফিল বন্ধ করে দিয়ে আল্টিমেট ক্ষতি হলো আমাদের দেশের ইসলামী শিক্ষার।

তিনি মোটামুটি বাধ্য হয়ে মালয়েশিয়া চলে গেছেন। এবার যেহেতু ওয়াজ মাহফিল হচ্ছে না তাই আলোচনার বিষয় খুঁজছিলো নিন্দুকেরা এবং বের করলো এক গাড়ি, যেই গাড়িটি হলো সিংগাপুরে বিজনেস চেম্বারের সাবেক সভাপতির। এই গাড়িতে চড়ে কিছুক্ষণ ড্রাইভ করা ছাড়া আর কিছু ই আজহারী সাহেব জানেন না। মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া তে একা থাকেন বিশ্ববিদ্যালয়ের ডর্মিটরিতে, তার স্ত্রী সন্তান দেশে থাকেন, ওখানে গাড়ি বাড়ি তো দূরের কথা বিলাসবহুল ভাড়া বাসাও নেই।

উনি যা আয় করেছেন তা দেশেই আছে এবং বেশিরভাগ আয় ব্যয় করেছেন কিতাব কেনার পেছনে, দান সদকা করে, কিছু টাকা যা জমানো আছে তার মূল উদ্দেশ্য ইসলামী শিক্ষার সেরা একটা প্রতিষ্ঠা করা। ওনাদের কোনাপাড়ার বাসাটা ও বহু আগে থেকেই আছে যেখানে থেকেই উনি পড়াশোনা করেছেন। এমন কোন সম্পত্তির পাহাড় গড়েননি যা দিয়ে উনি বিলাসবহুল জীবন যাপন করবেন, তবে উনি ছোটবেলা থেকেই স্মার্ট ছিলেন, ভালো পোশাক ছোটবেলা থেকেই পড়েন।

এখন যদি মানুষ এভাবে আহাজারি করতে থাকে তবে আমাদের যেই উদ্দেশ্য ছিল তা বাস্তবায়ন সম্ভব হবে না। এদেশে বিশ্বমানের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও গড়ে উঠবে না, আজহারীর মাসে ১০/২০ লাখ টাকা ইনকাম করতে বাংলাদেশে আসতে হবে না, সারাবিশ্বে ই পারবেন তবে আমরা তার জ্ঞানের ও টাকার বেনিফিট থেকেই শুধু বঞ্চিত হবো।

(লেখাটি ফেসবুক থেকে নেয়া। লেখক সুপ্রিম কোর্টের আইনজীবী)

 

 

সেরা নিউজ/আকিব