বিসিবি পরিচালক মাহবুবকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্পন্সর নির্বাচন অবৈধ প্রভাব খাটিয়ে কোটি টাকা অর্জনসহ নানা দুর্নীতির অভিযোগে বিসিবির পরিচালক মাহবুব আনামকে দুদকে জিজ্ঞাসাবাদ।
টেন্ডার, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক মাহবুব আনামকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মঞ্জুরুল আলমের নেতৃত্বে একটি টিম বেলা সাড়ে এগারোটার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, টেন্ডারে অনিয়ম, ‘নিয়োগ বাণিজ্য’ ও স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা অর্জন করেছেন মাহবুব আনাম। নামে-বেনামেও রয়েছে তার বিপুল সম্পদ। এসব অভিযোগ যাচাই করে পরে অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক।

গতবছরের ২৫শে সেপ্টেম্বর মাহবুব আনামের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়া হয়। ওই নোটিশে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। মাহবুব আনামের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি রয়েছে।

ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ‘‘তরুনদের হাতে গড়বো দেশ, আমার সোনার বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সমাজের সামগ্রীক উন্নয়ন মূলক সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটির আয়োজন এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। সংগঠনের সভাপতি সাকিল হাওলাদার রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন.ডি.সি আহাম্মেদ হাসান, সংগঠনের সহ-সভাপতি আবির হোসেন রানা ও গোলাম রাব্বি খান, সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম ও যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াসিন তালুকদার আকাশ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা, প্রচার সম্পাদক রবিন চন্দ্র, দপ্তর সম্পাদক ফেরদৌস কবির অভিক ,ক্রীড়া সম্পাদক রাহাত মুন্সি, তথ্য প্রযুক্তি সম্পাদক আতিকুর রহমান আতিক, ত্রান ও দূর্যোগ সম্পাদক মোঃ আতিকুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোঃ হিজবুল্লাহ, সদস্য, মুন আক্তার, নিঝুম, সিয়াম, রায়হান প্রমুখ।

ঝালকাঠির দৃষ্টি প্রতিবন্ধী দুজন হতে চান শিক্ষক

আরিফুর রহমান আরিফ :: দৃষ্টি প্রতিবন্ধী মো. জাকির হোসেন ও মো. ফোরকান খান ঝালকাঠি সরকারী কলেজের ইতিহাস বিভাগে অনার্সের শিক্ষার্থী। তাদের দুজনেরই ইচ্ছা শিক্ষক হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিবেন। আদর্শ ব্যক্তিত্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।

তারা দুজনেই শ্রুতি পাঠক (পাশে বসে একজনে পাঠ করলে শুনে মুখস্ত করা) ও শ্রুতি লেখক (পরীক্ষার সময় অনুজ সহপাঠীকে প্রশ্নোত্তর বলে দিলে সে লিখে) এর মাধ্যমে নিজেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রত্যয়ে এগিয়ে নিচ্ছে।

মো. জাকির হোসেন বরিশাল সিটি করপোরেশন এলাকার দিয়াপাড়া ওয়ার্ডের মৃত. আব্দুল মান্নানের ছেলে। সে ঝালকাঠি সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

জাকির জানায়, আড়াই বছর বয়সের সময় তার পিতা মারা যান। তিন বছর বয়সের সময় টাইফয়েড জ্বরে চোখে ঝাপসা দেখতে শুরু করেন। স্থানীয়ভাবে চিকিৎসা করালে কোনো ফল আসেনি। টাকার অভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি তার। যার ফলে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন জাকির।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপে অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়াশোনা করে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল (সাগরদি) নুরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৭৫ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হয়। শেষে রূপাতলী জাগুয়া কলেজে এইচএসসিতে ভর্তি হয়। সেখান থেকে জিপিএ ২.৬৭ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হয়ে ঝালকাঠি সরকারী কলেজে ইসলামের ইতিহাসে অনার্সে ভর্তি হন। এখনও প্রতাপে অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে বসবাস করছেন জাকির।

বড় ভাই আব্দুল হাকিম সিকদারের দেয়া খরচেই জাকির এসএসসি পাস করেন। এরপর প্রতিবন্ধী ভাতা ও সমাজসেবা অধিদপ্তর থেকে শিক্ষাবৃত্তির টাকা দিয়ে তার সাবির্ক খরচ চলছে। সে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকতা পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে আগ্রহী। এক প্রশ্নের জবাবে জাকির জানায়, শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করতে পারলে আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করব। শিক্ষকরা সমাজের আদর্শ ব্যক্তিত্ব। সেই আদর্শ ব্যক্তিত্ব হয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করতে চায় জাকির।

অপরদিকে মো. ফোরকান খান সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আতাকাঠি গ্রামের আরব আলী খানের ছেলে। সে ঝালকাঠি সরকারী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

ফোরকান জানায়, সাড়ে ৩ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা করালে কোনো কিছু হয়নি। টাকার অভাবে উন্নত চিকিৎসা করানোও সম্ভব হয়নি। যার ফলে চিরতরে অন্ধত্বকে বরণ করতে হয়েছে তার।

ফোরকান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপে অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আজাহার আলীর তত্ত্বাবধানে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৬১ পেয়ে উত্তীর্ণ হয়ে বরগুনা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। সেখান থেকে জিপিএ ৩.২৫ পেয়ে এইচএসসি শেষ করেন। পড়ে ভর্তি হন ঝালকাঠি সরকারী কলেজে ইসলামের ইতিহাস বিভাগে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে ফোরকান সবার ছোট। বোন বিবাহিত আর বাকি ৩ ভাই ট্রলার চালক। পিতা ও ভাইদের উপার্জনের টাকায় পড়াশোনা করছেন তিনি। বর্তমানে প্রতিবন্ধী ভাতা ও সমাজসেবা অধিদপ্তর থেকে শিক্ষাবৃত্তির টাকা দিয়ে খরচ চলছে। সে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকতা পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে আগ্রহী।

এক প্রশ্নের জবাবে ফোরকান জানায়, প্রতাপ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আজাহার আলীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করতে প্রত্যয় ব্যক্ত করেন। কারণ হিসেবে ফোরকান জানায়, দৃষ্টি প্রতিবন্ধীদের অনেকে সমাজের বোঝা হিসেবে ভাবে। আজাহার আলী স্যারের মতোই দৃষ্টিহীন মানুষকে শিক্ষিত করে সমাজের বোঝা থেকে সম্পদে রূপান্তর করতে চান তিনি। আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করার আশা পোষণ করেন। আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার ইচ্ছা জাকিরের।

তারা জানায়, বিশেষ কৌশলের মাধ্যমে বই চিহ্নিত করা, খাতায় লেখাসহ পড়াশোনার যাবতীয় কাজ করে থাকে তারা। দৃষ্টিশক্তি সম্পন্ন একজনকে পড়তে বললে তার কণ্ঠ শুনে মুখস্ত করি। পরীক্ষার সময় জুনিয়র ছোট ভাইয়ের (অনুজ সহপাঠি) সহায়তায় পরীক্ষায় অংশ নেই। সে প্রশ্ন পড়ে শোনালে আমরা উত্তর বলে দেই, আর সে লিখতে থাকে।

ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আনছার উদ্দিন জানান, ঝালকাঠি সরকারী কলেজে ৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী আছে। ২ জন শারিরীক এবং ২ জন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। প্রত্যেকেরই পড়াশোনায় প্রবল আগ্রহ আছে। আমরাও সাধ্যমতো তাদের সার্বিক সহযোগিতা করছি। পরীক্ষার সময় শ্রুতি লেখকের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের পরীক্ষা গ্রহণ করা হয়।