ইলিশা থেকে ১২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ি লিটন আটক

ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট থেকে ১২০ পিচ ইয়াবাসহ পশ্চিম ইলিশা ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ি লিটন (৩৫) কে আটক করেছে ইলিশা ফাঁড়ি পুলিশ।

রোববার সকালে ইলিশা ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়।

লিটন পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদুর চর গ্রামের আব্দুল মুনাফের ছেলে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ইলিশা পুলিশ ফাঁড়ির এএসআই গুলজার জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভোলা-পটুয়াখালীর ১৬ দুর্গম চরে যাচ্ছে বিদ্যুৎ

ভোলা ও পটুয়াখালীর ১৬টি দুর্গম চরে বিদ্যুতায়নের কাজ এগিয়ে চলছে। মুজিববর্ষ উপলক্ষে বিচ্ছিন্ন এসব চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড’র মাধ্যমে প্রায় ৪’শ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের কাজ হচ্ছে। এসব চরের মধ্যে ভোলার সদরে ভবানীপুর, মেদুয়া ও কাচিয়া চর। তজুমোদ্দিনের মলংচরা, সোনাপুর, চর জহিরউদ্দিন, চর মোজাম্মেল ও চর আব্দুল্লাহ। চরফ্যাশনের চর কুকরি-মুকরি ও মুজিবনগর। এছাড়া পটুয়াখালীর চর মমতাজ, চর বোরহান, চর বিশ্বাস, চর কাজল, চর হাদি ও লক্ষ্মীপুরের সোনার চরসহ মোট ১৬টি চর রয়েছে। মেঘনা, তেঁতুলিয়া ও বুড়া গৌড়াঙ্গ নদীর তলদেশ দিয়ে চলমান কাজের ৪০ ভাগ সম্পন্ন হয়েছে।

এসব চরে মোট জনসংখ্যা ২ লাখের মত। এখানে মোট বিদ্যুৎ লাইন স্থাপন করা হচ্ছে ১৪’শ কিলোমিটার এলাকা। এর মাধ্যমে উপকৃত হবে ৩৯ হাজার পরিবার। পরবর্তীতে গ্রাহক সংখ্যা আরো বাড়ানো হবে। চলতি বছরের জুনের মধ্যে বিদ্যুতায়নের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। – বাসস

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, ভোলার সদর উপজেলার ৩টি চরে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের কাজ হয়েছে ৫০ ভাগ। তজুমদ্দিনের ৫টি চরে ও লক্ষ্মীপুরের চরে কাজ শেষ হবে আগামী জুনের মধ্যে। চরফ্যাশনের চর কুকরি-মুকরির ৭৫ ভাগ কাজ, চর মুজিবনগর ৮০ ভাগ। এছাড়া পটুয়াখালীর চর মমতাজ ৬০ ভাগ ভাগ এবং বাকি ৪টি চরের কাজ ৫০ ভাগ শেষ হয়েছে। পটুয়াখালীর ৫টি চর ও লক্ষ্মীপুরের একটি চর ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকায় এসব কাজ এখান থেকে করা হচ্ছে।

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার আজাদ বলেন, এরই মধ্যে সমগ্র জেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন অফগ্রীড এলাকায় বিদ্যুতের আলো পৌঁছানোর কাজ চলছে। এর মধ্যে চরফ্যাশনের মুজিব নগর চরে সাবমেরিন ক্যাবলের লাইন টানা হয়ে গেছে। কুকরি-মুকরিতে সাবমেরিন ক্যাবল চলে এসেছে। ১৫ দিনের মধ্যে নদীর তলদেশে দিয়ে কাজ শুরু হয়ে যাবে। তজুমোদ্দিন উপজেলার চরগুলো বাদে অন্যান্য চরগুলোতে ফেব্রুয়ারি মাসের মধ্যে সাবমেরিন ক্যবলের কাজ শেষ করে মার্চের মধ্যে পুরো কাজ শেষ করার টার্গেট রয়েছে।

এদিকে চরে বসবাস করা মানুষগুলো শহরের আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অনেকটাই প্রকৃতির উপর তাদের নির্ভর করতে হয়। বিদ্যুৎ হলো তাদের কাছে এক স্বপ্নের মতো। তারা কখনো ভাবেনি এ দুর্গম জনপদে বিদ্যুৎ আসবে। তাদের স্বপ্ন এবার হাতের মুঠোয় ধরা দিচ্ছে। তাই দুর্গম চরাঞ্চলে বিদ্যুতায়নের খবরে আনন্দ প্রকাশ করেছে স্থানীয় লাখো মানুষ। তারা মনে করছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের অন্ধকারের অভিশাপ থেকে মুক্ত হয়ে আলোর পথে নতুন যাত্রা শুরু করবে তারা। একইসাথে জীবনমানে পরিবর্তন আসবে তাদের। অবহেলিত এ জনপদে যোগ হবে নতুন দিগন্তের সূচনা।

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি। আজ থেকে প্রায় ৪ দশক আগেও দ্বীপটিতে তেমন জনবসতি ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে এটি একটি ইউনিয়নে পরিণত করা হয়েছে। বিশেষ করে বর্তমান মহাজোট সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এ দ্বীপটির উন্নতি শুরু হয়। চরটিতে বর্তমানে জনসংখ্যা ২৫ হাজারেরও বেশি। মূলত এটি পর্যটন এলাকা হিসেবে সারাদেশে পরিচিত।

চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেম মহাজন বলেন, দুর্গম চরে বিদ্যুৎ সংযোগ প্রদান শেখ হাসিনার সরকারের যুগান্তকারী একটি উদ্যোগ। পিছিয়ে পড়া এ জনপদ বিদ্যুতের আলোয় আলোকিত হবে। মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। বিশেষ করে এখানে পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিদ্যুৎ। কারণ বছরের বিভিন্ন সময়ে এখানে পর্যটকরা এসে ভিড় করে। বিদ্যুৎ না থাকায় তাদের বিভিন্ন সমস্যা পোহাতে হয়।

স্থানীয় ব্যবসায়ী ফরিদ হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় আমাদের ছেলে মেয়েরা সন্ধ্যার পর ঠিক মতো পড়া লেখা করতে পারেনা। তেল কিনে কুপি-হারিকেনের বাতি দিয়ে সবার পক্ষে রাতে ছেলে মেয়েদের পড়াশুনা করা সম্ভব হয় না। সবার পক্ষে সোলার কেনাও সম্ভব নয়। তাই প্রত্যন্ত চরে বিদ্যুৎ দেয়ার উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

পল্লী বিদ্যুত সমিতির জিএম আরো বলেন, যেখানে কখনো আমাদের সাবমেরিন ক্যাবল পৌঁছানো সম্ভব নয় এমন ৩টি দুর্গম চরে সোলার’র মাধ্যমে আলোকিত করা হবে। এরই মধ্যে এ কাজের টেন্ডার পক্রিয়া হয়ে গেছে। ৯’শ ৪৬টি সোলার দেয়া হবে দৌলতখানের হাজিপুর চর, চরফ্যাশনের ঢালচর ও চর নিজামে। মার্চের মধ্যে এসব কাজ শেষ করা হবে।

‘দাঁড়াও, পথিক-বর, জন্ম যদি তব বঙ্গে!’

 

তাসমিমা হোসেন

সম্পাদক, দৈনিক ইত্তেফাক পাক্ষিক অনন্যা

এই তো মাত্র কয়েক দশক আগেও আমরা ছিলাম পৃথিবীর অত্যন্ত গরিব দেশগুলোর একটি। চারদিকে শুধু অভাবের শামিয়ানা পাতা থাকত। কিন্তু আজ? শুনতে খুব ভালো লাগে যে, ধনী মানুষের সংখ্যা বৃদ্ধিতে বিশ্বে আমরা এখন তিন নম্বরে আছি। এই বিশ্বে শ দুয়েক দেশ আছে, তার মধ্যে আমরা কিনা তিন নম্বরে! এ তো চাট্টিখানি কথা নয়! বছর দুয়েক আগে এ খবর বেরিয়েছিল ব্রিটেনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকায়। তারা খবরটা করেছিল নিউ ইয়র্কভিত্তিক গবেষণা সংস্থা ওয়েলথ-এক্সের গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে। প্রতিবেদনটি প্রকাশের কিছুদিন পর ‘ওয়েলথ এক্স’ এটাও জানিয়েছিল যে, গত এক দশকে বাংলাদেশে প্রতি বছর গড়ে ১৪ দশমিক ৩ শতাংশ হারে ধনী ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চারদিকে এখন ধনী মানুষ কিলবিল করে। ছোটবেলায়, দেশ স্বাধীনের আগে আমরা কেউই এদেশে এত বেশি শিল্পপতি বা বিশাল বিশাল বিত্তশালী পরিবারের কথা শুনিনি। সে সময় আমাদের পরিবারে একমাত্র শিল্পপতি ছিলেন আমার মেজো ফুপুর স্বামী ড. আলী করিম। তার ছিল ‘আল করিম পেইন্ট’ নামে একটি ইন্ডাস্ট্রি। তিনি দেশভাগের আগে কলকাতায় শাহনাজ পেইন্ট গ্রুপের চিফ কেমিস্ট ছিলেন। দেশভাগের পর তারাই ছিলেন আমাদের কাছে বিরাট ধনী। আর ছিল এ কে খান গ্রুপ। বাঙালি শিল্পপতি তেমন আর কারো নাম জানতাম না গত শতকের পঞ্চাশের দশকে। ট্রান্সকম গ্রুপের লতিফুর রহমানের পিতা মুজিবুর রহমানরাও অবশ্য বিত্তশালী ছিলেন। ষাটের দশকে পূর্ব বাংলায় শিল্প উদ্যোক্তাদের অবস্থা কেমন ছিল, এ ব্যাপারে রুশ গবেষক সের্গেই বারানভ পরিচালিত সমীক্ষা আমলে নেওয়া যেতে পারে। তার সেই গবেষণায় জানা যায়, মাঝারি বৃহত্ শিল্প খাতে বাঙালি মুসলিম মালিকানাধীন ব্যবসায়ী গ্রুপের সংখ্যা ষাটের দশকে ছিল মাত্র ২৬টি। সম্ভবত এ কারণেই ১৯৭০ সালের নির্বাচনি ম্যানিফেস্টো প্রস্তুতের সময় আওয়ামী লীগের ভেতরে বাঙালি শিল্পপতির সমর্থক কোনো লবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে। বঙ্গবন্ধু ও তার নিকটতম সহকর্মীরা পাকিস্তানের তুলনায় এক ভিন্ন ধরনের কল্যাণকর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু এখন, স্বাধীনতার ৫০ বছর পর পাকিস্তান আমলের ২২টি পরিবারের জায়গায় বাংলাদেশে ২২ হাজারের বেশি কোটিপতি পরিবারের সৃষ্টি হয়েছে।

তাহলে গরিব থেকে আমরা ক্রমশ ধনীর কাতারে চলে যাচ্ছি! সত্যিই তো, এ এক দারুণ আনন্দের খবর। কিন্তু প্রদীপের নিচেই নাকি সবচেয়ে বেশি অন্ধকার থাকে! ওয়েলথ-এক্সের যে খবরটা হতে পারত আলোকিত খবর, দুঃখজনকভাবে সেটা আসলে আমাদের এক বৃহত্ অন্ধকার জগেকই প্রকাশ করে দেয়। নিশ্চয়ই ধনী হওয়া কোনো খারাপ কথা নয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘দারিদ্র্য’ কবিতা থেকে আমরা বুঝতে পারি—গরিব হওয়ার মতো অভিশাপ আর দ্বিতীয়টি নেই। নজরুল প্রথমে অবশ্য দারিদ্র্যকে তুলনা করেছেন ‘খ্রিষ্টের সম্মানের’ সঙ্গে। বলেছেন, দারিদ্র্যের ফলে তিনি অর্জন করেছেন ‘অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস’। কিন্তু এর পরপরই তিনি ঐ কবিতায় বলেছেন, ‘পারি নাই বাছা মোর, হে প্রিয় আমার, দুই বিন্দু দুগ্ধ দিতে!’ দারিদ্র্য আসলে কত বড় অভিশাপ, কতখানি অসহ্য—নজরুল তখন তার নির্মম বর্ণনা দিতে শুরু করলেন। সেই বর্ণনা পড়ে যে-কারো চোখে পানি এসে যাবে। একইভাবে অভাবের আকাশে কবি সুকান্ত ‘পূর্ণিমার চাঁদ’কে কল্পনা করেছিলেন ঝলসানো রুটি হিসেবে। এরও ২০০ বছর আগে ভারতচন্দ্র রায়গুণাকর অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছিলেন—‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’। অর্থাত্, অভাব-দারিদ্র্য আমাদের এই জনপদের নিত্যদিনের ছায়া হয়ে লেপটে ছিল শতকের পর শতক। সুতরাং আমরা যে দারিদ্র্যের কশাঘাত থেকে ক্রমশ উন্নতির সোপান বেয়ে ওপরে উঠছি, সেটা দেশ স্বাধীন না হলে কল্পনাও করা যেত না।

কিন্তু বেশির ভাগ মানুষ কী করে ধনী হচ্ছেন? প্রদীপের নিচের অন্ধকারটা কতখানি গাঢ়? এটা ঠিক যে, কিছু মানুষ ধনী হয়েছেন অত্যন্ত পরিশ্রম করে, সত্ভাবে। কিন্তু এর বিপরীতে বিপুলসংখ্যক মানুষ ধনী হচ্ছেন দুর্নীতি, অনিয়ম, মাদকদ্রব্য, চোরাচালান ইত্যাদি অসাধু উপায়ে। এমন নয় যে, ধনীর সংখ্যা যে হারে বাড়ছে, সেই হারে গরিবও কমছে। অতিদরিদ্র জনগোষ্ঠী অবশ্য আস্তে আস্তে কমছে বটে। তবে সার্বিকভাবে ধনীরা দিনে দিনে আরো ধনী হচ্ছেন এবং গরিবেরা আরো গরিব হচ্ছেন। এককালে আদর্শ বাঙালি বলতে যে কথাটি প্রচলিত ছিল—সিম্পল লিভিং হাই থিংকিং—সেই সহজ-সরল আদর্শিক জীবনযাপন আজ কোথায় যেন হারিয়ে গেছে। অর্থের দম্ভ আজ অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ যেন আক্ষরিক অর্থেই ‘চোরের মায়ের বড় গলা’!

এক্ষেত্রে গত কয়েক দিনের কিছু খবরের দিকে নজর দেওয়া যেতে পারে। গত ১ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে অর্থ পাচার নিয়ে একটি বড় খবর ছাপা হয়। খবরটিতে বলা হয়েছে, নাসির গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার মামলার তদন্ত চার বছর ধরে ফেলে রাখা হয়েছে। তাই বর্তমানে হাইকোর্ট চার বছর আগের মামলা ৪০ দিনের মধ্যে তদন্ত করতে অর্থ বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছে। বিষয়টা হচ্ছে, উচ্চ আদালত আদেশ দিয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ), যারা গত চার বছরেও তদন্ত সম্পন্ন করতে পারেনি। প্রশ্ন হলো, সেই একই তদন্ত অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ৪০ দিনে কীভাবে সম্পন্ন করবেন? খবরে বলা হয়েছে, ৫৬ কোটি টাকা তারা আন্ডার ইনভয়েসের মাধ্যমে বিদেশে পাচার করেছে। মামলাটি দুদক করেছিল ২০১৫ সালে ১০ জনের বিরুদ্ধে, যাদের যোগসাজশে বেআইনি কাজটি করা হয়। আর অপরাধ সংঘটিত হয় ২০০৯-২০১৫ সালের মধ্যে, যেটি এজাহারে উল্লেখ আছে। প্রকৃতপক্ষে, এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও সুরাহা না হওয়ার কারণেই বিভিন্ন গোষ্ঠী অর্থ পাচারের অঙ্কটাকে শুধু বাড়িয়েই চলেছে। বর্তমান সময়ে পি কে হালদারদের মতো নানা স্তরের দুর্নীতিবাজদের কোটি কোটি টাকা পাচারের ঘটনা তারই সাক্ষ্য দেয়।

অভাবে নাকি স্বভাব নষ্ট হয়। কিন্তু সেটা তো অভাবি লোকদের হয়। বিত্তশালীদের তো অর্থের অভাব নেই, তাদের কেন স্বভাব নষ্ট হলো? দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার মনস্তত্ত্ব আসলে কী? কোন ধরনের অনিরাপত্তায় ভোগেন তারা? বেশি টাকার বেশি কর না দেওয়ার অজুহাত? যদিও সরকার বিভিন্ন সময়ে কালোটাকা সাদা করার সুযোগ দিয়েই থাকে। তার পরও দেখা যাচ্ছে, বিদেশে অর্থ পাচারের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। গার্মেন্টসের ওভার বা আন্ডার ইনভয়েসিংয়ের ঘটনা তো পুরোনো খেলা!

করোনার অভূতপূর্ব সংকটকালে মানবিকতার অবক্ষয়ের দিকটিও আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি। আমার জীবদ্দশায় এমন অমানবিক পরিস্থিতি আগে কখনো দেখিনি। হঠাত্ করেই বিভিন্ন ব্যবসায়ে তুষারধসের মতো ধস নেমেছে। চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ, অভাব-অনটনে হাজার হাজার পরিবার শহর ছেড়ে গ্রামমুখী হয়েছে। কোভিডের অত্যাচারে সমগ্র পৃথিবী যখন লন্ডভন্ড, তখনো আমরা দেখেছি দেশের একশ্রেণির মানুষ কত বিচিত্র ধরনের দুর্নীতির খেলায় মেতে রয়েছে। শাহজালাল বিমানবন্দর দিয়ে শত শত কেজি সোনা পাচার থেকে শুরু করে ইয়াবার কনসাইনমেন্ট, বিদেশি মুদ্রা ইত্যাদি অপকর্ম প্রায় নিত্যদিনের ঘটনা। এর মধ্যে সংসদ সদস্য, সমাজসেবক, বড় রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যক্তিরাও কত অপকর্মই না ঘটিয়েছেন।

আমাদের অপার সম্ভাবনার দেশটিকে আরো উন্নত ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা কি খুব কঠিন কাজ? দুর্নীতি ও অর্থ পাচার করে যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দীর্ঘ পথ আরো দীর্ঘায়িত করছেন, তারা কি দেশের শত্রু নন? দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের বিকাশ। কিন্তু একটি সদ্যস্বাধীন রাষ্ট্রের অবিকশিত কর-রাজস্ব সিস্টেমের মাধ্যমে জনকল্যাণের জন্য পর্যাপ্ত তহবিল সে সময় অর্জন করা সম্ভব ছিল না। এজন্য সে সময় নন-মার্কেট পন্থায় স্বেচ্ছাশ্রমভিত্তিক নদী-পুকুর-খাল খনন, রাস্তাঘাট মেরামত ও নির্মাণ প্রভৃতি স্থানীয় উদ্যোগের দৃষ্টান্ত আমরা দেখেছি। অর্থাত্ এই দেশ তিল তিল করে উন্নয়নের সোপানে পা রেখেছে। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বঙ্গবন্ধু সেই ১৯৫২ সালের দিনলিপিতে লিখেছেন—‘আমরা স্বাধীন হয়েছি ১৯৪৭ সালে আর চীন স্বাধীন হয়েছে ১৯৪৯ সালে। যে মনোভাব পাকিস্তানের জনগণের ছিল, স্বাধীনতা পাওয়ার সঙ্গে সঙ্গে আজ যেন তা ঝিমিয়ে গেছে। সরকার তা ব্যবহার না করে তাকে চেপে মারার চেষ্টা করছে। আর চীনের সরকার জনগণকে ব্যবহার করছে তাদের দেশের উন্নয়নমূলক কাজে। তাদের সঙ্গে আমাদের পার্থক্য হলো, তাদের জনগণ জানতে পারল এই দেশ এবং এই দেশের সম্পদ তাদের। আর আমাদের জনগণ বুঝতে আরম্ভ করল জাতীয় সম্পদ বিশেষ গোষ্ঠীর, আর তারা যেন কেউই নন।’

এই যে দেশের জাতীয় ধনসম্পদ-ক্ষমতা একটি বিশেষ গোষ্ঠীর কাছে চলে যাচ্ছে, যাকে আমরা ইতিপূর্বে ‘কনসেনট্রেশন অ্যান্ড ইকোনমিক পাওয়ার’ বলে শনাক্ত করেছি, সেটি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর পক্ষে কোনো তত্ত্বের সাহায্য ছাড়াই সেদিন অনুধাবন করা সম্ভব হয়েছিল। কলকাতায় পড়াশোনাকালে এবং ফজলুল হক, সোহরাওয়ার্দী আবুল হাশিম প্রমুখ নেতার সঙ্গে রাজনৈতিক নৈকট্যের কারণে মুসলিম লীগের প্রগতিশীল ঘরানার সঙ্গে তার অন্তরঙ্গ সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছিল। ফলে সেই তুলনামূলক তরুণ বয়সেই কতিপয় এলিট গোষ্ঠীর কাছে অর্থনৈতিক বিত্ত ও ক্ষমতা কুক্ষিগত হওয়ার বিষয়টি তিনি সহজভাবে মেনে নিতে পারেননি। পরবর্তীকালে এই ভাবনাই সম্ভবত তার মধ্যে সাম্য ও কল্যাণকর রাষ্ট্রচিন্তার সলতে পাকাতে সাহায্য করেছিল।

দুর্নীতি রোধে নৈতিক উন্নতির প্রয়োজনীয়তার কথা অনেকেই বলে থাকেন। কিন্তু নৈতিক উন্নতির জন্য কি কার্যকর কিছু করা হচ্ছে? ধর্মের এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু সেটিও দৃশ্যত কোনো ভূমিকা রাখতে পারছে কি? রোমান দার্শনিক লুসিয়াস আনাইস সেনেকার একটি উদ্ধৃতির অংশবিশেষ এক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। সেনেকা বলেছেন, ধর্ম সাধারণ মানুষের কাছে সত্য আর শাসকশ্রেণির কাছে হাতিয়ার। দুঃখজনকভাবে আজ উচ্চশ্রেণির লোকেরা দিনে দিনে হয়ে উঠছেন অমানবিক আর সাধারণ মানুষ পিষ্ট হচ্ছেন বহুমুখী চাপে। এভাবে আমরা আসলে কোথায় চলেছি?

 

 

জেলা ছাত্রলীগের সহসভাপতি ছাগল চুরির অপরাধে গ্রেফতার মাদারীপুরে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি (৩০) কে ছাগল চুরির অপরাধে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি সোমবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন চোর চোর বলে চিৎকার করে। পথিমধ্যে শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুরে আসছিল। এ সময় পুলিশের গাড়িটি প্রাইভেটকারটিকে সামনে থেকে আটকে ফেলে গাড়ির মধ্য হতে একটি ছাগলসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জিকে গ্রেফতার করে। পরে পুলিশ সাদা রংয়ের প্রাইভেটকার, ছাগলসহ তুহিন দর্জিকে থানায় নিয়ে আসে।
ছাগলের মালিক লোকমান মালত বলেন, ঘাস খাওয়ার জন্য বাড়ির সাথে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকার থেকে এক লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তুহিনকে ধরে ফেলে। আমি এর বিচার চাই।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ বেদে নারী আটক

ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে ৩০০ পিচ ইয়াবাসহ এক বেদে নারী ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বুধবার দুপুরে তাকে আটকের পর বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটক বেদে নারী হাওয়া বিবি (৩৫) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালী মান্ডা গ্রামের সাইফুল মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম।

তজুমদ্দিনে সাবেক ভাইস চেয়ারম্যানের জানাজায় মানুষের ঢল

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দুলালের নামাযের জানাজায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তজুমদ্দিন ষ্টডিয়ামে বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল ১১ টায় শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে। এ সময় তার স্মৃতিচারণ করে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন টেলিকনফারেন্সের বক্তৃতায় বলেন, দুলাল ছিলেন আ’লীগে নিবেদিত প্রাণ।

তা সত্ত্বেও দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ তাকে ভালোবাসতো। দুলাল ছিলেন একজন নীতিবান নেতা তিনি কখনো নীতিবর্হিভূত কোন কাজকে প্রশ্রয় দিতেন না।

তার মৃত্যুতে তজুমদ্দিন উপজেলা আ’লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হওয়ার নয়।

এ সময় মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল,

লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাম্মেদ, আ’লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর,

সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আ’লীগ সম্পাদক ফখরুল হাওলাদার, তজুমদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমুখ।

জানাজার নামায পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাও. মোঃ নাসরুল্যাহ। তজুমদ্দিন বাজারের ব্যবসায়ীরা তার মৃত্যুতে একদিনের শোক ঘোষনা করে কালো পতাকা উত্তোলন করেন।

ভোলায় দেড় কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী আটক

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পূর্ব চর ইলিশা গ্রাম থেকে দেড় কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

রোববার দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটককৃত কামাল মাল ওই গ্রামের মৃত জামাল মালের ছেলে এবং রাবেয়া বেগম কামালের স্ত্রী।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদেরকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।

লালমোহনে মোখলেছুর রহমান ছিলেন আওয়ামী লীগের প্রাণ-এমপি শাওন

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মিয়া ছিলেন আওয়ামীলীগের প্রাণ। প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি শ্রম ও মেধাদিয়ে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনকে সাজিয়ে রেখেছেন। যার প্রতিফলন আজ আমরা দেখতে পারছি। মহান আল্লাহ যেন মরহুম আলহাম মোখলেছুর রহমানকে জান্নাতদান করেণ। আমিন। রোববার (২৪ জানুয়ারী) মরহুম আলহাজ্ব মোখলেছুর রহমান মিয়ার ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ মহ অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন। এ সময় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ মালেক মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য ও সহ-সভাপতি মনির হোসেন হাওলাদার, কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গবেষনা সম্পাদক শাহিন জুয়েল, পৌর আওয়ামীলীগের যুগ্ম মঞ্জু তালুকদার, ইউপি চেয়ারম্যান মুরাদ, ইউপি চেয়ারম্যান ফরিদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক নিয়াজ মুশফিক, শ্রমিক লীগের আহবায়ক জাকির পাঞ্চায়েত, সেচ্ছাসেবকলীগের আহবায়ক তানজিম হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম ফরাজী (কাউন্সিলার), পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের (কাউন্সিলর) উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুর্তেজা সজীব প্রমূখ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ মরহুম আলহাজ্ব মোখলেছুর রহমান মিয়ার কবর জিয়ারত করেন।

লালমোহনে এমপি শাওন’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি, সম্পাদকের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি:
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩  আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি’র নির্দেশে  বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে সামশ পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন নিখিল এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৪ জানুয়ারী) বাদ আসর  লালমোহন উপজেলা যুবলীগের  আয়োজনে উপজেলা যুবলীগের কার্যালয়ে  এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত  হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা  যুবলীগের যুগ্ম আহবায়ক ইউছুফ মঞ্জু, জয়ন্ত চন্দ পন্টি,জামাল হাওলাদার, শাহীন মাতাব্বর , মাছুম, শাহাবুদ্দিন, রনি সহ সংগঠনের নেতৃবৃন্দ।

মনপুরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মন্ত্রিপরিষদে প্রস্তাব

বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা দেশের অন্যতম ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠছে। বঙ্গোপসাগর ঘেঁষা মেঘনা তীরে সি বিচের আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিচ ঘিরে ম্যানগ্রোভ বন, বন্যপ্রাণী, অসংখ্য ডুবোচর মনপুরার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।

প্রতিদিন শত শত পর্যটক আসছেন এখানে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মায়াবী মনপুরায় শীতে ভ্রমণ সবচেয়ে উৎকৃষ্ট সময় এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসন জানিয়েছে, মনপুরাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মন্ত্রিপরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে।

মনপুরা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল আলম শাহিন বলেন, এখানকার প্রধান আকর্ষণ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বঙ্গোপসাগর সংলগ্ন মেঘনা তীরের প্রায় ১ কিলোমিটারের সি বিচ।

গত বছরের ঈদে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার সহধর্মিণী এই সি বিচের উন্নয়নে কাজ শুরু করেছেন। দক্ষিণ বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই বিচ গড়ে ওঠায় প্রতিদিন শত শত পর্যটক মনপুরায় আসা শুরু করছেন।

কী আছে দখিনার হাওয়া সি বিচে : দক্ষিণ বঙ্গোপসাগর ঘেঁষা মেঘনা নদীর তীরে গড়ে উঠেছে প্রায় ১ কিলোমিটারের দখিনা হাওয়া সি বিচ। সামুদ্রিক পাখির কলকাকুলি, ম্যানগ্রোভ বন, হরিন, বানর পর্যটকদের মুগ্ধ করবে। এখানকার সমুদ্রের ঢেউ আকর্ষণ আরও বাড়িয়ে দেয় কয়েকগুণ। এখান থেকে সূর্যোদয়ও দেখা যায়। মনপুরা উপজেলা সদর থেকে দক্ষিণে ২০ কিমি. দূরে এ সি বিচ।

কীভাবে যাবেন : ঢাকা থেকে লঞ্চে মনপুরা ডেকে ৩০০ টাকা এবং কেবিনে ১ হাজার ২০০ টাকায় যাওয়া যাবে। বরিশাল থেকে সকালে লঞ্চে ভোলার ভেদুরিয়া থেকে বাসে তজুমদ্দীন ঘাট। সেখান থেকে লঞ্চে মনপুরা পৌঁছাবে সন্ধ্যায়। রিজার্ভ লঞ্চেও পৌঁছানো যাবে মনপুরায়।

থাকা-খাওয়া ও যাতায়াত : মনপুরা সদরে ডাক বাংলো ও কিছু আবাসিক হোটেল রয়েছে। তবে পর্যটকদের চাপের বিপরীতে আবাসিক ব্যবস্থা এখনও গড়ে উঠেনি। মনপুরা সদর থেকে মোটরসাইকেল, অটোরিকশায় দখিনের হাওয়া সি বিচে পৌঁছানো যাবে। অবশ্য সি বিচে এখনও হোটেল, রেস্টুরেন্ট গড়ে উঠেনি। বিচে কিছু ছাউনি ও তাঁবু রয়েছে। শীতে হাঁস, ইলিশ, পোয়া, তপসে মাছ, চিংড়ি স্বল্প দামে পাওয়া যায় মনপুরায়। থাকা-খাওয়ার খরচ এখানে কম।

বিচে স্বেচ্ছাসেবক দল : দখিনা হাওয়া সি বিচের স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি কলেজছাত্র রাকিবুল হাসান বলেন, পর্যটদের সুরক্ষা দেওয়াই তাদের টার্গেট। বিদায়ি বছরের ডিসেম্বরেই এখানে পর্যটক এসেছেন প্রায় ৮ সহস্রাধিক। থার্টিফার্স্টে এর সংখ্যা ছিল ২ হাজার। নতুন বছরে চলমান শীত মৌসুমে পর্যটক কয়েকগুণ বাড়বে বলে তিনি মনে করেন। কেন আসবে মনপুরায় পর্যটক এ প্রসঙ্গে রাকিবুল বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে মেঘনার কোল ঘেঁষে গড়ে উঠেছে দখিনা হাওয়া সি বিচ। বিচে আছড়ে পড়া ঢেউ, কেওরা বন, হরিন, বানর, অসংখ্য ডুবচর আর মাত্র ১৫ মিনিটের পথে যাওয়া যাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত নিঝুপ দ্বীপে। যেখানে রয়েছে হরিণ, কেওরা বন, ট্যুরিস্ট টাওয়ার এবং ডুবচর বলে জানান তিনি।

পর্যটকদের ভাষ্য : মনপুরায় গত বৃহস্পতিবার লর্ডহার্ডিঞ্জ থেকে এসেছিল একটি পিকনিক পার্টি। পিকনিকে আসা একাদিক ট্যুরিস্ট জানান, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনপুরা। সরকার পর্যটন কেন্দ্র হিসেবে মনপুরাকে ঘোষণা দিলে এখানে বাড়বে বিনিয়োগ। দৈনিক ঢাকা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা থেকে এখানে পর্যটক আসেন এ দ্বীপে ভ্রমণে।

দখিনা হওয়া গড়ার কারিগর : দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল বলেন, দখিনা হাওয়া সি বিচ গড়ে তুলতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন তার স্ত্রী সাথী কাজল। গত বছরের রোজার ঈদ থেকে এ বিচের যাত্রা। এরই মধ্যে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার এখানে ঘুরে গেছেন। তাদের পরামর্শে পর্যটন মন্ত্রণালয় ১ কোটি টাকার প্রজেক্ট পাঠানো হয়েছে। প্রকল্প পাস হলে ব্রিজ, কটেজ, বিদ্যুৎ সরবরাহ, স্ট্রিট লাইট সংযোগ দেওয়া যাবে। তিনি বলেন, আপতত ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি গেট ও ওয়াশরুম করা হচ্ছে। এসব উন্নয়ন হলে মনপুরার রহমানপুর গ্রামের সাগর ঘেঁষা এ সি বিচে মানুষের ঢল নামবে বলে জানান তিনি।

প্রশাসনের মতামত : মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিয়া বলেন, জেলা প্রশাসন থেকে গত সেপ্টেম্বরে ভোলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে মন্ত্রিপরিষদে প্রতিবেদন পাঠিয়েছি। তাতে মনপুরা উপজেলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব রয়েছে। তিনি বলেন, মনপুরা পর্যটন স্পট হিসেবে বেশ সম্ভাবনাময়।

এখানে সি বিচের আদলে সাগর ঘেঁষা মেঘনা তীরে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠেছে। নদীসংলগ্ন খালে চর ফয়জউদ্দিন নামে একটি ব্রিজ রয়েছে রিভার ক্রস ড্যাম। ল্যান্ডিং স্টেশন ও গ্রিন হ্যাভেন সবুজ বনায়ন। মাত্র আধা ঘণ্টায় যাওয়া যাবে নিঝুম দ্বীপে।

তিনি বলেন, দখিনের হাওয়া নামে যে বিচ গড়ে উঠেছে, এটি সাগর সংলগ্ন। স্থানীয় চেয়ারম্যান এটি ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।

বঙ্গবন্ধু চিন্তা নিবাস করারও প্রস্তাব করা হয়েছে মনপুরায়। তবে সংকট হিসেবে তিনি আবাসন ব্যবস্থা না থাকাকে তুলে ধরেছেন। মার্চের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হচ্ছে উপজেলাটিকে। তিনি বলেন, বৃহস্পতিবারও মাসিক সভায় দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের হয়রানি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।