কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু

বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন ডিসি ঘাট পুনঃনির্মাণ করা হয়েছে। পাশাপাশি সেখান থেকে চলাচল করা স্পিডবোটের যাত্রীদের জন্য একটি ছাউনিও নির্মাণ করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে।

ঘাট এবং ছাউনি নির্মাণের পর মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় তা উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, স্পিডবোট ঘাটের সাধারণ সম্পাদক ওহেদুল প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে এ কাজ সম্পন্ন করা হয়েছে।

কলাপাড়ায় বীজ ধানের দাবীতে কৃষকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত কৃষকদের মানসম্মত বীজ ধান দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পানি জাদুঘর ও নদী সুরক্ষা কমিটি আয়োজনে মঙ্গলবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্তর ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, পানি জাদুঘর সভাপতি জয়নাল আবেদীন ঢাড়ী, নদী সুরক্ষা কমিটির নীলগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক বাচ্ছু হাওলাদার, পানি জাদুঘর’র সাধারণ সম্পাদক লাইলী বেগম, কৃষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান। এ সময় বক্তারা বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারনে ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় বীজ ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। যাতে করে তেইশ, বায়ান্ন, উনপঞ্চাশ ধানের বীজ পেয়ে চাষাবাদ করতে পারে মানবন্ধনে তারা এ দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারবর স্মারকলিপি প্রদান করেন।

পটুয়াখালীতে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, সেবিকা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী রয়েছেন। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫২৮।

ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল রোববার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২৬, গলাচিপায় ১০, মির্জাগঞ্জে ৬, কলাপাড়ায় ৫ ও বাউফল উপজেলায় ৪ জন রয়েছেন।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২২ জন। বাউফলে ৭, দুমকিতে ৩, কলাপাড়ায় ২, সদর উপজেলায় ৪, গলাচিপায় ৩ এবং দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সুমন বালা জানান, জেলায় গতকাল রোববার পর্যন্ত মোট ৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাঁদের মধ্যে ৫২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গতকাল ২০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এ পর্যন্ত ১২৮ জন সুস্থ হওয়ার পর আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

পটুয়াখালীতে ২২ জনের মৃত্যু, ডায়াগনস্টিক সেন্টার লকডাউন

পটুয়াখালীতে চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সসহ নতুন করে আরও ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের ২৪ জন সদর উপজেলার, ৪ জন কলাপাড়া উপজেলার, ৩ জন বাউফল উপজেলার, ২ জন দুমকি উপজেলার ও ১ জনের বাড়ি গলাচিপা উপজেলায়।

আক্রান্ত সবাই বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আশা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পটুয়াখালী সিভিল সার্জন অফিস। এ নিয়ে রবিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭১। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। হাসপাতালে আইসোলেশনে আছেন ২৩ জন। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৮ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার মাহামুদুর রহমান তার প্রাইভেট চেম্বার নোভা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখাকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নোভা ডায়াগনস্টিক সেন্টার লকডাউন ঘোষণা করেছে। পরে উচ্চ মহলে এ ঘটনা জানাজানি হলে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার গোলাম হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

কলাপাড়ায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়া উপজেলার বিপীনপুর গ্রামের নিজ বাড়ি থেকে কলেজ ছাত্র শোয়েব সিকদারের (২৬) ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। শনিবার দিবাগত ভোররাতে লাশটি উদ্ধার করা হয়েছে।

ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে শোয়েব আত্মহননের পথ বেছে নেয় বলে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন। আজ রবিবার লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

শোয়েব মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পটুয়াখালীতে নতুন ৬ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আসা নমুনা পরীক্ষার বরাত দিয়ে জেলা সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদনগুলো বৃহস্পতিবার রাতে পটুয়াখালীতে পৌঁছায়। এতে করোনা ‘পজিটিভ’ হিসেবে নতুন শনাক্ত ছয়জনের মধ্যে পটুয়াখালী সদর উপজেলারই চারজন। এর বাইরে কলাপাড়ায় একজন ও বাউফল উপজেলায় একজন শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী।

এ নিয়ে পটুয়াখালীতে করোনা ‘পজিটিভ’ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৩৭ জনে। জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ২১ জন মারা গেছেন। এদের মধ্যে বাউফলের ৭ জন, দুমকির ২ জন, কলাপাড়ার ২ জন, সদর উপজেলার ৪ জন, গলাচিপার ৩ জন এবং দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৯৩ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ৩০০ জন।

পটুয়াখালীতে করোনায় নতুন আক্রান্ত ২৫, মৃত্যু ১

পটুয়াখালী জেলায় নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৯১। ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গতকাল সোমবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত এক নারী মারা গেছেন। ওই নারী পেশায় শিক্ষিকা ছিলেন। তাঁর বয়স ৬০ বছর। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৮ জন।

পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী জেলায় নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, বাউফলে ৪ জন, কলাপাড়ায় একজন ও দুমকিতে একজন। পটুয়াখালী জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৯১। কোভিড-১৯–এ আক্রান্ত ৭৩ জন সুস্থ হওয়ার পর আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। ২৫৯ জন বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) আছেন।

পটুয়াখালীতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন। তাঁদের মধ্যে বাউফলে ৭ জন, দুমকিতে ২ জন, কলাপাড়ায় ২ জন, সদর উপজেলায় ২ জন, গলাচিপায় ৩ জন এবং মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে রয়েছেন।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গতকাল সোমবার পর্যন্ত জেলায় ৪ হাজার ২৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ৩১৬ জনের পরীক্ষার প্রতিবেদনে এসেছে। প্রতিবেদনে ৩৯১ জনের পজিটিভ এসেছে।

পটুয়াখালীতে তৈরী হচ্ছে ১৩ টি দৃষ্টি নন্দন ব্রিজ

সরকারের উন্নয়নের মহাসড়কে এখন পটুয়াখালী জেলা। কুয়াকাটা পর্যটন কেন্দ্র, পায়রা বন্ধর, পায়রা ব্রিজ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনা সেনানীবাস, সাবমেরিন ল্যান্ডিং স্টেশনসহ একাধিক মহাপ্রকল্পের কাজ চলছে এ জেলায়। এরই ধারাবাহিকতায় পুরাতন ১৯ জেলার একটি পটুয়াখালী জেলা হলেও তাতে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। সরকারের এসব উন্নয়ন কর্মকান্ডের কারনে জেলা শহরটি এখন অনেকটাই ব্যস্ততম একটি শহরে পরিনত হয়েছে।

এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অদূরেই থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে আদলে একটি উন্নত শহরে পরিনত হবে পটুয়াখালী। এমন ভাবনা সামনে রেখে পটুয়াখালী জেলা শহরের সাথে এর আশ পাশের ইউনিয়ন গুলোকে আরও কাছাকাছি সংযুক্ত করতে, শহরের জলাবদ্ধতা করতে খালগুলিকে প্রবাহমান করতে বেশ কিছু আধুনিক এবং দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইড)।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আইবিআরপি প্রকল্প পরিচালক আব্দুল হাই জানান, মাননীয় প্রধানমন্ত্রীর শতবর্ষ পরিকলল্পনাকে বাস্তরে রুপ দিতে গ্রামেও শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং খাল ও জলাধার গুলোকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই আমরা এই ব্রিজ গুলো নির্মাণ করছি। আশা করা যায় ২০২১ সালের জুনের মধ্যে এসব ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে পারবো।

পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস ছত্তার জানান, পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নকে জেলা সদরের সাথে সরাসরি সংযুক্ত করার পাশপাশি জেলার ঐতিহ্যবাহী বহালগাছিয়া খালকে আবারও তার স্বাভাবিক অস্থায় ফিরিয়ে আনতে সদর উপজেলার পেছনের বাঁধটি অপসারন করে সেখানে ৮১ মিটার দীর্ঘ একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ করা হবে। একই ভাবে বহালগাছিয়া খালের উপরনির্মিত গরুর বাঁধ অপসারন করে সেখানেও ৮১ মিটার দীর্ঘ একটি ব্রিজ

নির্মাণ করা হচ্ছে। যা অনেকটা হাতিরঝিলের ব্রীজ গুলোর মত সকলকে আকর্ষণ করবে। এছাড়া মাদারবুনিয়া ইউনিয়নের সাথে পটুয়াখালী পৌর শহরকে সংযুক্ত করতে কুরিরখাল এলাকায় একটি ৪৫ মিটারের ব্রিজ নির্মিত হবে। এর ফলে জেলা শহরের সাথে ছোটবিঘাই, বড়বিঘাই, মরিচবুনিয়া এবং মাদারবুনিয়া ইউনিয়নের নতুন একটি সংযোগ স্থাপতি হবে।

একই ভাবে পটুয়াখালী পৌরসভার সাথে কালিকাপুর ইউনিয়নের নতুন সংযোগ স্থাপন এবং ফুলতলা খালটি প্রবাহমান করতে বাঁধ অপসারন করে সেখানে ৪৫ মিটারের একটি ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এমন গুরুত্ব বিবেচনা করে মোট ১২ টি ব্রিজ নির্মাণের জন্য ইতি মধ্যে টেন্ডার আহবান করে যাবতীয় কার্য সম্পাদন করা হচ্ছে।

এ সকল ব্রিজ নির্মিত হলে এই অঞ্চলের মানুষের সড়ক যোগাযোগ যেমন সহজ হবে পাশপাশি খাল গুলো আবারও তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে। জলাবদ্ধতা দুর হবে পটুয়াখালী জেলা শহরের। খালের দখল হওয়া জমি পুনরুদ্বার করে কৃষি কাজে পানি সরবরাহ নিশ্চিত করা যাবে বলেও জানান নির্বাহী প্রকৌশলী।

বাউফলে যুবককে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বেল্লাল (২৬) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শনিবার দুুপুর ১২টায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা যায় , ওই ইউপির ৩নং ওয়ার্ডের বাসিন্দা দুই সহোদর কাশেম ও হাসেম খানের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ বন্টন নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

 

এক সপ্তাহ আগে হাসেম খানের ছেলেরা চাচি মিনারা বেগমকে মারধর করে একটি হাত ভেঙ্গে দেয়। এই ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে চাচাতো ভাই হাসান, জাফর, মোশারেফ ও ফরিদ বেল্লালকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

কুয়াকাটার আবাসিক হোটেল খুলছে জুলাইতে

পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় দীর্ঘ সাড়ে তিন মাস পর করোনাভাইরাস চলাকালে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হোটেল-মোটেলসহ পর্যটননির্ভর ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক।

বৃহস্পতিবার সকাল ১০টায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক লিখিত আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

এর আগে এ মাসের ৫ জুন পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজন ও হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অভিজাত হোটেল গ্রেভার ইন-এ তিনদিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

সূত্র জানায়, বিশ্ব মহামারি করোনাভাইরাসের শুরুতেই ১৭ মার্চ কুয়াকাটার পর্যটন শিল্পকে লিখিতভাবে বন্ধ করেন জেলা প্রশাসক। এরপরই সাগরকন্যা কুয়াকাটায় দীর্ঘ তিন মাস ১৩ দিন বন্ধ থাকে পযর্টন শিল্প। ফলে কয়েকশ কোটি টাকা লোকসানের মুখে এখানকার ট্যুরিজম ব্যবসায়ীরা।

গত মাসে সারাদেশে গণপরিবহন ছাড়লেও বন্ধ রয়েছে কুয়াকাটার আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট, পার্ক, ওয়াটার বাস, ট্যুরিস্ট বোট, আচারের দোকান, ছাতাবেঞ্চ, শুঁটকির দোকান, কাঁকরার ফ্রাই দোকান, গুরুত্বপূর্ণ শপিংমল, রাখাইন মহিলা মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এতে লোকসান হয় কয়েকশ কোটি টাকা। এ ব্যবসাকে কেন্দ্র করে বেকার হচ্ছে কয়েক হাজার শ্রমিক। অক্লান্ত পরিশ্রমের পরে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে দেখা করলে আগামী ১ জুলাই পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হোটেলসহ সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়।

এ আশার বাণী কুয়াকাটায় পৌঁছলে ব্যবসায়ীদের মধ্যে উৎফুল্ল দেখা যায়। কুয়াকাটা সি ট্যুর অ্যান্ড ট্রালেস পরিচালক জনি আলমগীর বলেন, এ মহামারিতে আমাদের ব্যবসা বন্ধ থাকায় অনেক ক্ষতির মুখে পড়েছি আমরা।

সৈকত হোটেলের মালিক শেখ জিয়াউর রহমান বলেন, আমাদের হোটেলবয়দের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা চেষ্টা করবো পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা দিতে।

অভিজাত হোটেল গ্রেভারইন ম্যানেজার সাজ্জাত মিতুল বলেন, এ মহামারিতে দেশের সব অফিসে তো কাজ চলছে আমরা কেন পারবো না; আমরাও পারবো পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা দিতে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.এ মোতালেব শরিফ বলেন, আমাদের সংগঠনের কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছি। তিনি অনুমতি দিয়েছেন আগামী ১ জুলাই হোটেল খোলার জন্য।

এ ব্যাপারে পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী +বলেন, সরকারের দেয়া শেষ প্রজ্ঞাপনের শর্ত মেনে আবাসিক হোটেল খোলা রাখতে পারবে। কুয়াকাটার হোটেল-মোটেল এতদিন বন্ধ রাখায় তাদের ধন্যবাদ জানাই। এর মাঝে তারা স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্মচারীদের প্রশিক্ষণ শেষ করেছেন। আগামী ১ জুলাই কুয়াকাটা হোটেল-মোটেলসহ সবকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে।