কলাপাড়ায় স্বাস্থ্যসেবা বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের পক্ষ থেকে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউকে এইডের অর্থায়নে, কনসার্নওয়ার্ল্ড ওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পার্টনারস ইনহেলথ এন্ড ডেভেলপমেন্ট (চঐউ)-এর ব্যবস্থাপনায় ২৪ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা প্রশাসন দরবার হলে এ অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক। সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেসি সম্বন্বয়কারী ইএইচডি প্রকল্প’র আব্দুল মান্নান, বিভাগীয় সম্বন্বয়কারী মোমেন খান, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ-বরিশাল মোঃ শহিদুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এছাড়া কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, স্বাস্থ্য সমন্বয়কারী-নূর মোহাম্মদ ইএইচডি প্রকল্প-কলাপাড়া, আরাএইচেস্টেপ প্রতিনিধি ডাঃ রেজওনা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আবু হাসনাত মোঃ শহিদুল হক ইএইচডি প্রকল্পের জন্য শুভ কামনা এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি করোনাকালিন সময়ে ইএইচডি প্রক্লপের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন।

ইউপি নির্বাচন: মহিপুরে আ’লীগ প্রার্থীর মনোনয়ন দাখিল, প্রাথী পাচ্ছে না বিএনপি

পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঃ মালেক আকন্দ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ ফজলু গাজী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারন আসনে ১জন নারীসহ ৩৭ জন এবং সংরক্ষিত নারী আসনে ৮জন নারী বুধবার নির্বাচন অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তবে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় পর্যন্ত বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি বলে গতকাল বুধবার বিকালে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ নিশ্চিত করছেন।

এর আগে মেয়াদ উত্তীর্ন মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহন ইচ্ছুক চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ২৩ সেপ্টেম্বর ২০২০ মনোনায়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ, ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের তারিখ এবং ২০ অক্টোবর ২০২০ ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়।

এদিকে মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে কেউ মনোনয়ন পত্র জমা না দেয়ায় মহিপুরে বিএনপি’র কোন প্রার্থী পাওয়া যায়নি বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয় আ’লীগের একটি সূত্র মতে স্বতন্দ্র প্রার্থী ফজলু গাজী বিএনপি’র সমর্থিত প্রার্থী। ধানের শীষ প্রতীকে সাধারন ভোটারদের অনাস্থা ও বিএনপি রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে এ বিষয়ে বিএনপি’র পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

সমুদ্রপথে আসছে পৌনে ছয় লাখ টন পেঁয়াজ

ভারতের বিকল্প দেশগুলো থেকে পৌনে ছয় লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা। চলতি মাসে প্রথম ২০ দিনে এসব পেঁয়াজ আমদানির অনুমতি নেন তাঁরা। এত কম সময়ে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি সংগ্রহে এটি রেকর্ড বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। আগামী মাসের শুরু থেকে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ার কথা রয়েছে।

কৃষি বিভাগের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভারতে পেঁয়াজের দাম বাড়ার পর থেকেই এ মাসের শুরুতে ব্যবসায়ীরা বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া শুরু করেন। এ মাসের শুরু থেকে ভারত রপ্তানি বন্ধের দিন (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ব্যবসায়ীরা দুই লাখ ২৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি নেন। রপ্তানি বন্ধের পর রোববার পর্যন্ত চার কর্মদিবসে আরও সাড়ে তিন লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নেন তাঁরা।

অর্থাৎ এ মাসের ২০ দিনে মোট ৫ লাখ ৭২ হাজার ৯৭৫ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছে পাঁচ শতাধিক ব্যবসায়ী। এর মধ্যে গত ১৭ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ বা এক লাখ ৫৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন দুই শতাধিক ব্যবসায়ী। মোট ৮৩৫টি চালানে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে আনার কথা রয়েছে। এ সপ্তাহেই আমদানি অনুমতির পরিমাণ ছয় লাখ টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পটুয়াখালীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা

পটুয়াখালীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ রেজাউর রহমানের উপস্থাপনায় অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ তৈয়ুবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল,

সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার প্রমুখ।

সভায় প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর লক্ষ্য, উদ্দেশ্য ও করনীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা। সভায় জেলা ও উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চারঘণ্টার ব্যবধানে কুয়াকাটার আবাসিক হোটেল থেকে দ্বিতীয় লাশ উদ্ধার

চারঘণ্টার ব্যবধানে কুয়াকাটায় অপর একটি আবাসিক হোটেল থেকে সৌরভ জামিল সোহাগ (৪৯) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৬টার দিকে একটি লাইট ব্লু কালারের প্রাইভেট কারে টুকু নামে একজনকে নিয়ে আবাসিক হোটেল সাউথ বাংলার ১১২ নং কক্ষে ওঠেন তিনি।

এর পরদিন সোমবার বেলা পৌনে ১২টার দিকে টুকু পিঠে একটি ব্যাগ ঝুলিয়ে হোটেলের রুম ত্যাগ করে প্রাইভেট কার নিয়ে বেরিয়ে যান। হোটেলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ এবং ডায়েরীর ভিত্তিতে পুলিশ এসব তথ্য জানিয়েছে। বিকেলে ওই হোটেলের বয় মুসা (২৫) কক্ষ পরিষ্কার করতে গিয়ে দরজা খোলা এবং খাটের ওপর শুয়ে থাকা সৌরভ জামিল সোহাগের নিথর দেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহত সৌরভ জামিল সোহাগের বাসা খুলনার দৌলতপুর আঞ্জুমান সড়কে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে সন্দেহভাজন হত্যাকারী টুকু খুলনার একটি আবাসিক হোটেল মালিকের ছেলে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এটি একটি হত্যাকা- হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বিছানাপত্র এবং লাশের অবস্থা দেখে ধারণা, হত্যাকারী বালিশচাপা দিয়ে হত্যা নিশ্চিত করে সটকে পড়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।

মহিপুর থানার ওসি জানান, সোমবার রাতে লাশ উদ্ধারের পর পটুয়াখালী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দুপুরের দিকে আল্লাহর দান আবাসিক হোটেল থেকে আঃ মানিক (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে-ডিসি খাইরুল আলম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি টেকসই হওয়া।

সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করে দেশের আইন শৃংখলাকে টেকসই ও মজবুত করতে হবে।আমাদেরকে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে।

রবিবার (২০ই সেপ্টেম্বর) বেলা ১২ টায় বরিশাল আমতলামোড়স্থ মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত নীতি নৈতিকতা ও পুলিশিং শীর্ষক বিষয় এক কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেছেন,আমরা বৃটিশ বা পাকিস্তানের পুলিশ নই।আমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ।সুতরাং স্বাধীন বাংলাদেশের পুলিশ হতে হলে আমাদেরকে পরিবর্তন হতে হবে।

যে উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র আমাদের চাকরি দিয়েছে সে উদ্দেশ্যকে সমুন্নত রেখে জনগনের সেবায় নিয়োজিত থাকতে হবে।তার কারন জনগনের ট্যাক্সের টাকায় মাস শেষে আমাদেরকে বেতন দেয়া হয়।

আমরা যদি সঠিক ভাবে নীতি নৈতিকতার সাথে মানব সেবায় নিয়োজিত না হই তাহলে রাষ্ট্র যে উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে নিয়োগ দিয়েছে সে উদ্দেশ্য সফল হবেনা।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,দেশের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে।সেই দায়বদ্ধতা থেকে কোন প্রকার প্রলোভনে পড়ে নীতি নৈতিকতা বিষর্জন দেয়া যাবেনা।এখানে যারা নীতি নৈতিকতা অনুযায়ী চলতে পারবেননা,তারা এ পেশা ছেড়ে দিয়ে অন্য কোন পেশা বেছে নিতে পারেন।সৎ জীবন, সৎ চেষ্টা ও সৎ চিন্তার মাধ্যমে আমাদের পেশাকে সমুন্নত রাখতে হবে।

এ সময় তিনি আরও বলেন,আইনের কাছে সবাই সমান,আইনের আশ্রয় পাবার অধিকার সবার রয়েছে।২/১ জন লোককে কেন্দ্র করে ২ লক্ষ্য লোকের বিচার করা যাবেনা।পৃথীবীতে যত অস্ত্র আছে তার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কলম।

সুতরাং সেই কলম দিয়ে কারো কাছ থেকে প্রলুব্ধ হয়ে কোন মামলার চার্জশীট দেয়া যাবেনা।আমাদের সকলকে নৈতিকতা চর্চা করতে হবে।সকলে মিলে নৈতিকতার চর্চা করলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশের জনতার পুলিশ হতে পারবো।

কলাপাড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

চালের পোকা দমনে ব্যবহৃত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্র নিবির চন্দ্র শীল (১৭)। শনিবার বেলা দুই টায় নিবির কলাপাড়া হাসপাতালে চিকিৎসাকালে মারা গেছে।

জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের নির্মল চন্দ্র শীলের ছেলে নিবির চন্দ্র শীল কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে লেখাপড়া করত। মহিপুর ইউনিয়নের মনোহরপুরে মামা পিন্টু চন্দ্রের বাড়িতে থাকত। সেখানেই শনিবার সকালে ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে নিবির। নিবিরের মামা বাড়ির লোকজন এমন তথ্য নিশ্চিত করেছেন।

শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকালে মারা যায়। কী কারণে আত্মহননের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কলাপাড়া পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে জমি অধিগ্রহনের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ক্ষতিপুরন প্রাপ্তির তালিকায় অন্তুভর্‚ক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে স্থানীয় ভুক্তভোগী শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশগ্রহন করে।

জমি অধিগ্রহনের ফলে ওই ইউনিয়নের চান্দুপাড়া ও চরচান্দুপাড়া গ্রামের পাঁচ শতাধিক বাড়ি-ঘরসহ অন্যান্য অবকাঠামো অপসারনের তালিকা প্রস্তুত করা হয়েছে।

পটুয়াখালী জেলা এল,এ শাখা এবং কলাপাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা ওই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের নাম অন্তভর্‚ক্ত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে ।

এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. জাফর হাওলাদার , ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে মো. মহসীন দালাল, শাহিন তালুকদার।

পটুয়াখালীতে গুলিসহ ডাকাত আটক

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলেদের নৌকায় ডাকাতিকালে কামাল রাঢ়ী (৫২) কে আটক করেছে জেলেরা। বৃহস্পতিবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর মিয়ার চরের মোহনায় এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, বৃহস্পতিবার রাত অনুমান ১০টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল সুমন সাজ্জাল নামে এক জেলের মাছের নৌকাটি ঘিরে ফেলে এবং অস্ত্র তাক করে মাছ ও জাল নেওয়ার চেষ্টা করে।

বিক্ষুব্ধ জেলে সুমন ও ফিরোজ গাজী নৌকায় থাকা বাঁশের লাঠ দিয়ে ডাকাত কামাল রাঢ়ীকে আঘাত করলে সে অস্ত্র সহ নদীতে পরে যায়।

এ সময় সাথে থাকা অন্য ডাকাতরা ট্রলার চালিয়ে ভোলা জেলার দিকে চলে যায়। পরে জেলেরা তাকে ধৃত করে নদী থেকে টেনে নৌকায় উঠায় এবং কালিশুরী পুলিশ ক্যাম্পের কাছে সোপর্দ করে।

পুলিশ আটক কামাল রাঢ়ীর কাছ থেকে ৭ রাউন্ড সর্ট গানের গুলি জব্দ করে। এ ঘটনায় বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সে ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাঢ়ীর পুত্র। তার নামে ভোলা সদর থানা সহ ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা সহ একাধীক মামলা রয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সে দীর্ঘদিন থেকে নদী পথে ডাকাতী ও লুট করে আসছে। সে দলদস্যু মহসিন বাহিনীর অন্যতম সদস্য।

সৈকতে ভেসে এলো বিপন্নপ্রায় প্রজাতির ডলফিন ইরাবতী

পৃথিবীজুড়ে বিপন্নপ্রায় প্রজাতির ডলফিন ইরাবতী। দেশের উপকূলীয় সমুদ্রসীমার নোনা পানিতে এদের আবাসস্থল ও বিচরণ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাহাজমারা সমুদ্র সৈকতের তীরের বালুচরে ভেসে এসেছে এমন প্রজাতির একটি ডলফিন।

শুক্রবার দেখা গেছে. জাহাজমারা সৈকতের বালুচরের সৈকতে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন পড়ে আছে।

স্থানীয় জেলেরা বলছেন, বৃহস্পতিবার বিকেলে জোয়ারে ভেসে এসে বালুচরে আটকা পড়েছে মৃত ডলফিনটি।

জেলেদের জালে আটকা পড়ে তিন থেকে চার দিন আগে ডলফিনটি মারা যেতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

জাহাজমারা সংলগ্ন ভূইয়াকান্দা গ্রামের বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে এটা (ডলফিন) জাহাজমারা পড়ে থাকতে দেখেছি। রাতে শিয়াল-কুকুরে হানাও দিয়েছে মনে হয়।

বিশেষজ্ঞদের মতে, ডলফিনের সব প্রজাতির মধ্যে ইরাবতী গুরুত্বপূর্ণ। প্রজাতিগতভাবে স্তন্যপায়ী হলেও এই প্রজাতির ডলফিনের সাথে মানুষের মিল খুঁজে পাওয়া যায়। এরা নদ-নদী ও সাগরে দল বেঁধে বিচরণ করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখবো।