জেনে নিন প্রেমে পড়ার লক্ষন

লাইফস্টাইল ডেস্ক:

সামনে আসছে ফাল্গুন মাস। মন যেন বলতে শুরু করেছে, ‘বসন্ত এসে গেছে…’!  অনেক দিন ধরেই ভাবছেন এবার বলেই ফেলবেন, কিন্তু বলে আর উঠতে পারছেন না। হয়তো নিজেও বুঝে উঠতে পারছেন না এটা নিছক ভাললাগা না ভালবাসা? বিশেষজ্ঞদের মতে কিছু লক্ষণই জানিয়ে দিচ্ছে আপনি প্রেমে পড়েছেন। জেনে নিন প্রেমে পড়ার সেসব লক্ষণগুলো-

পরীক্ষা কিংবা অফিসের কাজের চাপেও কোনও বিশেষ মানুষকে দেখার জন্য ছটফট করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেন।

সবার চোখ ফাঁকি মেরে কারো চোখের দিকে তাকিয়ে থাকলেই মন ভালো হয়ে যাচ্ছে, তার মানে এখন আর ভালোলাগার মধ্যে নেই। এটি ভালোবাসায় রূপ নিয়েছে।

বিশেষ কোন মানুষের ফোনের অপেক্ষায় থাকেন কিংবা ফোন আসা মাত্রই মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি দূর হয়ে যাচ্ছে? তাহলে সম্পর্ক আর ভালোলাগায় আটকে নেই।

অপর পক্ষের সবটাই যদি আপনার চোখে ‘পারফেক্ট’ মনে হয়, তাহলে তো বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেনই।

যদি কারও সঙ্গে দেখা হওয়ার আনন্দে আপনি আপনার সবচেয়ে প্রিয় জামা-জুতা পরে ফেলেন, তাহলে আর সেটা প্রেম না হয়ে যায় কোথায়!

ক্লাস কিংবা অফিস থেকে ফেরার সময় বিশেষ মানুষের কথা মনে পড়া মাত্রই মুখে হাসি চলে আসে তাহলে  বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেন।

প্রেমে যেহেতু পড়েই গেছেন তাহলে বসন্তের সুযোগকে কাজে লাগিয়ে পছন্দের মানুষকে জানিয়েই দিন আপনার মনের কথা। কে বলতে পারে, হয়তো সেও এই অপেক্ষায় রয়েছে। সূত্র: জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *