বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন

নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে বালিহারী ও ডুবি মিলন মেলা উপলক্ষে এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেম্পেম্বর (রোববার) বিকেলে ইউনিয়নের ডুবি খালে ছোট পরিসরে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বাইচ খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারটি নৌকা অংশগ্রহণ করে। তবে ছোট পরিসরে এ নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হলেও খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো লোক খালে জলে সমান তালে উল্লাসে মেতে উঠেছিল। এসময় উপস্থিত দর্শকরা ঢোল, তবলা সহ নানান দেশিয় বাদ্যযন্ত্র নিয়ে আনন্দে বাইচ খেলা উপভোগ করে।
বলদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মহিউদ্দীন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য এ্যড. জাকারিয়া খান স্বপন, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান গাউস তালুকদার, খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার সভাপতি মোঃ নুর হোসেন বাদল, ইউপি সদস্য মো: বাবুল, মো: ফারুক হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
স্থানীয় ইয়ং ষ্টার ক্লাব এর সার্বিক সহযোগীতায় সংস্কৃতিমনা স্থানীয় কয়েকজনের আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রথম স্থানকারীকে ৩২’’ এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved by barishalobserver.Com
Design & Developed BY Next Tech