সোমবার, ০৫ জুন ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন

রমজানের শুভেচ্ছা জানাল রিয়াল মাদ্রিদ

রমজানের শুভেচ্ছা জানাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক :

ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আগামীকাল (২৩ মার্চ) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

আজ বুধবার (২২ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় রিয়াল কর্তৃপক্ষ লিখেছে, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল।’ সঙ্গে প্রার্থনার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদে ইসলাম ধর্মের অনুসারী দুজন ফুটবলার আছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার খ্যাত ফরাসি ফুটবলার করিম বেনজেমা। অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তারা সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন।

এদিকে, রমজান উপলক্ষে মুসলিম ফুটবলারদের সুখবর দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ। রমজান মাসে যেসব ফুটবলাররা রোজা রাখতেন, তাদের নিজ থেকে বিরতি বা ইফতারের সময় বের করে নিতে হতো। কিন্তু এবার থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যেক ম্যাচের সময় রোজা রাখা মুসলিম ফুটবলার এবং ম্যাচ কর্মকর্তাদের জন্য বিশেষ বিরতি দেবেন রেফারিরা।




Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved by barishalobserver.Com
Design & Developed BY Next Tech