নারায়ণগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ থেকে আগুন

ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি বাজারে একটি শত বছর পুরনো দুই তলা খাদ্য গুদামে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আওলাদ নামে একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরও পাঁচ জন আহত হয়েছেন। এটি একটি চাল-ডাল-আটার গুদাম ছিল।’

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় আহত একজন মারা গেছেন ও আরও পাঁচ জন আহত হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *