খেজুরের কাঁচা রস ফুটিয়ে পান করার পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক :
খেজুরের রস ফুটিয়ে নিলে নিপাহ ভাইরাস মরে যায়। নিপাহ ভাইরাসের মৃত্যু হার প্রায় ৭০ শতাংশ; তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। তাই খেজুরের কাঁচা রস না পান ও আংশিক খাওয়া কোনো ধরনের ফল না খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত নিপাহ রোগ বিষয়ক জরুরি স্বাস্থ্য বার্তায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাসজনিত ভয়াবহ রোগত, যা বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয়। সাধারণ শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। খেজুরের কাঁচা রস পান করলে নিপাহ রোগ হতে পারে। অন্যান্য ভাইরাসজনিত রোগ থেকে এই রোগের মৃত্যুহার অনেক বেশি, প্রায় ৭০ শতাংশ। প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়।

নিপাত রোগের প্রধান লক্ষণ: জ্বরসহ মাথাব্যথা; খিঁচুনি, প্রলাপ বকা; অজ্ঞান হওয়া ও কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট।

নিপাহ রোগ প্রতিরোধে করণীয় : খেজুরের কাঁচা রস পান করবেন না; কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না; ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন; নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে যতদ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করুন এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *