কেন ভারতে তৈরি হচ্ছে আইফোন-১৪?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
ভারতে আইফোন-১৪ উৎপাদন শুরু করার কথা জানিয়েছে অ্যাপল। চীনের ওপর নির্ভরতা কমাতেই কোম্পানিটি এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বর্তমানে চীনেই অধিকাংশ মোবাইল ফোন উৎপাদন করে থাকে চীন। তবে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের শীতলতায় চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে এই টেক জায়ান্ট।

করোনার বিস্তার ঠেকাতে চীনের দেওয়া কঠোর লকডাউনও অবশ্য অ্যাপলের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

গেল মাসেই আইফোন-১৪ উন্মুক্ত করে অ্যাপল। বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা সক্ষমতার কারণে আইফোন-১৪ প্রযুক্তিখাতে বড় পরিবর্তন এনেছে। ভারতে আইফোন-১৪ উৎপাদন হচ্ছে, এই খবর দিতে পেরে আমরা আনন্দিত।’

তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি কোম্পানি ‘ফক্সকন’ তামিলনাড়ুতে ২০১৭ সাল থেকেই তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। যেটি আগে অ্যাপলের পুরনো মডেলের ফোনগুলো তৈরি করতো। কিন্তু এখন থেকে সেখানেই তৈরি হবে আইফোনের সবশেষ সংস্করন আইফোন-১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *