কুয়াকাটায় বেরীবাধে বনবিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

এস এম আলমাস, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :

পর্যটন নগরী কুয়াকাটায় বনবিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ৪৮ নং পোল্ডারে ফলজ,বনজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ। সিইআইপি-১ প্রকল্পের আওতায় কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয় বেরীবাধে বন বিভাগ কর্তৃক ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন প্রজাতির ৮৫ হাজার চারা রোপনের উদ্যোগ নেয়। ঝড় বন্যা ও জলোচ্ছাস থেকে রক্ষায় সমুদ্র উপকুলীয় এলাকায় বেরিবাধঁ উচু করণ ও সংস্কারের কাজ করেন বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত কৃত বেরীবাধেঁ বৃক্ষ রোপনের হাতে নেয় পটুয়াখালী বন বিভাগ। পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সমুদ্র উপকুল এবং উপকুলীয় এলাকার মানুষের জান মাল রক্ষায় বন বিভাগ কর্তৃক বেরীবাধেঁ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। এ বৃক্ষ রোপণ কর্মসূচী চলবে পুরো বছর জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *