মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে আটক

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। আজ শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এমএমইএর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সেলাঙ্গর প্রদেশের কুয়ালা সেপাং অঞ্চলের জলসীমা দিয়ে নৌকায় অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

নৌকায় করে মানবপাচারের অভিযোগে এ সময় ৪ ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়।

মেলাকা ও নেগ্রি সেম্বিলান অঞ্চলের এমএমইএ পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেন, ‘গত ৩০ জুন রাত ১১টার দিকে আমাদের রাডারে মালয়েশিয়ার জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি।’ ক্যাপ্টেন ইস্কান্দার আরও বলেন, ‘নৌকায় ৪ ইন্দোনেশিয়ান ছিলেন। তারাও পরিচয়পত্র দিতে ব্যর্থ হন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *