বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান টাইগারদের

স্পোর্টস প্রতিবেদক:

ভয়াবহ বন্যায় চরম বিপর্যয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চল। সিলেট ও তার পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলের প্রায় অর্ধকোটি মানুষ পানিবন্দি। পানি উঠেছে প্রায় প্রতিটি বাড়িতে। এমন সংকটময় পরিস্থিতি আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাকিব-তামিমরা।

মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সংকটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি সিলেটকে।’

দুর্গতদের পাশে থাকতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকাবাল বলেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি, যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি, প্রিয়জনের জন্য দোয়া করি।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ লিখেছেন, ‘হে আল্লাহ, তুমি বন্যা কবলিত সব মানুষকে হেফাজত করো, রহমত করো।’

তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমাদের মাতৃভূমির সৌন্দর্যের অন্যতম সেরা স্থান সিলেট-সুনামগঞ্জ ভয়াবহ বন্যা গ্রাস করেছে। গণমাধ্যমে বন্যার ভয়াবহতা দেখে খুব কষ্ট লাগছে। আল্লাহ সবার সহায় হোক। আসুন সবাই বন্যা দুর্গতদের পাশে থাকি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, আমরা যেন দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারি… আমিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *