সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
বরিশালে প্যার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপশন টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ত অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন,মঙ্গলবার বিকাল ৪ টায় সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবি বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্যার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপশন টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ত অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল প্রফেসর শাহ সাজেদা।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অতিরিক্ত পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ, পরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল মোঃ আবদুল হালিম, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেনসহ টিআইবি এর ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় প্রকল্পের, পরে অতিথিরা প্রকল্প সহ টিআইবি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *