ভোলায় ডাক বিভাগের ডিজিটাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ভোলা প্রতিনিধি।।
ভোলার বিভিন্ন শাখার পোস্ট মাস্টার, ইডিএ কর্মচারীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা ভোলা জেলা পরিষদ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. শাহআলম, বরিশালের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. মাহবুব উদ্দিন, খুলনার পরিদর্শক মো. আলাউদ্দিন অল আজাদ, বরিশালের পরিদর্শক মো. আসাদুজ্জামান, গৌরনদীর পরিদর্শক মো. মজিরউদ্দিন, বরিশালের সুপার শিমুল চন্দ্র,  সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা ও লালমোহনের উপ- পরিদর্শক ইমরান হোসেন ও ভোলার পোস্ট মাস্টার শাহাবুদ্দিন সোহেল।
বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল সেবার আরো একধাপ উন্নয়নের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে এই প্রশিক্ষণ। ইতিপূর্বে ডিজিটাল পদ্ধতিতে সঞ্চয়পত্র ও সঞ্চয় ব্যাংক ডিজিটাল কার্যক্রম করা হয়েছে। চিঠিপত্রে ব্যবহার ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের সাথে চুক্তিপত্র করে পর্চা, খতিয়ান, নামজারী গ্রহণের মাধ্যমে ডাক বিভাগ সেবা করে আসছে এই সেবা জনগণের দোরগোড়ায় পৌছো দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *