বরিশালে সহিংস উগ্রবাদ প্রতিরোধে জাতীয় পরিকল্পনা নিয়ে নাগরিক সমাজের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক

সহিংস উগ্রবাদ প্রতিরোধে জাতীয় পরিকল্পনা নিয়ে নাগরিক সমাজের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক বরিশালে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে নগরীর বিডিএস ক্লাবে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর আয়োজনে গ্লোবাল সেন্টার অন কো-অপারেটিভ সিকিউরিটি এর সহযোগীতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বরিশালের সমন্বয়ক মেহেদী হাসান শুভ’র সঞ্চালনায় বৈঠকে সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর উপ পরিচালক আশীশ বনিক। এতে বক্তব্য রাখেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্বাস উদ্দিন খান, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ এএস কাইউম উদ্দিন আহম্মেদ, সনাকের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, সুজনের সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার, অধ্যাপক মাকুসুদুর রহমান খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ হোসেন, দিল আফরোজ তানিয়া,নারী নেত্রী ও উন্নয়ন সংগঠন রহিমা সুলতানা কাজল। বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি ও দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *