আমতলীতে মাস্ক ব্যবহার না করায় অর্থদন্ড

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মাস্ক পরিধান না করে হাটে ও বাজারে অহরহ চলাফেরা করার অপরাধে ২৩ জনকে দুই হাজার ৮’শ টাকা অর্থ দন্ড করা হয়েছে। সোমবার আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম এ অর্থদন্ড করেন।
জানাগেছে, করোনা ভাইরাস সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় সরকার মানুষকে মাস্ক পরিধানের নির্দেশনা জারি করেন। কিন্তু সাধারণ মানুষ সরকারী নির্দেশনা উপেক্ষা করে অহরহ হাট ও বাজারে মাস্ক পরিধান না করে চলাফেরা করছে। মানুষকে মাস্ক পরিধানে বাধ্য করতে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তা, ফেরিঘাট ও বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে ২৩ জনকে দুই হাজার ৮’শ টাকা অর্ধদন্ড করেছেন।
আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, মাস্ক পরিধান না করার অপরাধে ২৩ জনকে দুই হাজার ৮’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *