ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

অপরাজিত দল হিসেবে এবারের আসরের ফাইনালে ওঠে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে ভারত আক্রমণে এগিয়ে থাকলেও পরে নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মারিয়া মান্ডারা। ১৪ মিনিটে লিড নেয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু তহুরার নেয়া শট অল্পের জন্য গোল লাইন অতিক্রম করেনি।

আক্রমণের পর আক্রমণের পসরা সাজালেও ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলটি পাচ্ছিল না বাংলাদেশ। প্রথমার্ধ শেষে গোলশূন্যই থাকে খেলার ফলাফল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তুহুরা-শামসুন্নাহাররা। পরে ভারতের ডি-বক্সের মধ্যে জটলায় একটি গোল পেয়ে বসে বাংলাদেশ। কিন্ত অফসাইডে বাতিল হয় গোলটি।

এরপরই ৮০ মিনিটে আনাই মোগিনির লম্বা শটের গোলে লিড নেয় স্বাগতিক মেয়েরা।

ম্যাচের বাকি সময়ে শিরোপা হাতছাড়া হওয়ার এতটুকু সুযোগ মিস করতে চায়নি ভারত। তবে রক্ষণ আলগা হতে দেয়নি মারিয়া মান্ডার দল।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মেতে ওঠেন গ্যালারির হাজার হাজার দর্শকরা। আনন্দে নেচে ওঠেন বাংলাদেশের মেয়েরা।

এদিকে, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, ২০১৭ সালে এ মাঠেই সাফ অনূর্ধ্ব-১৫ তে ভারতের বিপক্ষে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ঠিক চার বছর পর একই প্রতিপক্ষকে হারিয়ে সাফের টানা ২য় শিরোপাও নিশ্চিত হয় বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *