নিউজিল্যান্ড সফরে করোনার কবলে টিম বাংলাদেশ

করোনা হানা দিয়েছে বিশ্ব ক্রিকেটে। নিউজিল্যান্ড সফরে এসে করোনার কবলে টিম বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই করোনা থাবায় টাইগার শিবিরে বেড়েছে হতাশা।

টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের করোনা উপসর্গ পাওয়া গেছে। এ দুইজনের পাশাপাশি তাদের সংস্পর্শে থাকা মুমিনুল, মিরাজসহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও আছেন আইসোলেশনে।

করোনার থাবা পড়েছে অ্যাশেজেও। যদিও কোনো ক্রিকেটার আক্রান্ত হননি। তবে রেস্টুরেন্টে খেতে গিয়ে বিপাকে অজি অধিনায়ক ও টেস্টের এক নম্বর বোলার প্যাট কামিন্স। করোনা শনাক্ত টেবিলের পাশে বসে কামিন্স ডিনার করায় ৭ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকবেন। এতে তাকে ছাড়া অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে অ্যাডিলেডে নামলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

এর চেয়েও ভয়াবহ ঘটনা ক্যারিবীয় শিবিরে। পাকিস্তান সফরে এসে এখন পর্যন্ত ৬ ক্রিকেটারসহ কোচিং স্টাফের আরও ৩ জন করোনা পজিটিভ।

চোটের কারণে ডেভন থমাসও দল থেকে ছিটকে গেছেন। সব মিলে একাদশ গড়তেই হিমশিম খাচ্ছে ক্যারিবীয়রা। এর আগে চোট, বিশ্রাম ও ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজের ৬ ক্রিকেটার পাকিস্তান সফরে আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *