বাউফলে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে আগুন 

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় কালিশুরি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  রাত আনুমানিক সাড়ে ৮টায় কালিশুরি ইউনিয়নের কুমারখালি এলাকায় আগুন দেয়ার  ঘটনা ঘটে। এই ঘটনায় বসত ঘরের মালিক মিঠু মুন্সি বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, কালিশুরি ইউনিয়নের কবিরকাঠি গ্রামের মুন্সি  পরিবারের সাথে স্হানীয় শিকদার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতাদর্শের মিল না হওয়ায় বিরোধ চলে আসছিলো। চলতি বছরের  প্রথম ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মারামারির ঘটনায় শিকদার বাড়ির হানিফ শিকদারের ছেলে সৌরভ শিকদার গুরুতর আহত হয় ৷ সেই ঘটনার কয়েক মাস পরে চলতি মাসে সৌরভের মা …….. বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার মুন্সি পরিবারের কয়েকজন এবং তাদের স্বজনদের আসামী করা হয়। তবে স্হানীয় লোকজন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ননা মতে মামলার যাদের আসামী করা হয় তারা কেউই ঘটনার সাথে জড়িত নয়, একই বক্তব্য মামলার এজাহারে থাকা সাক্ষীদের। মামলার কয়েকজন সাক্ষী ও স্হানীয় লোকজন জানান সৌরভ শিকদারের আহত হওয়ার ঘটনায় জড়িত না থাকলেও  রাজনৈতিক বিরোধের জেরে সিদ্দিক মুন্সির ছেলে মিঠু মুন্সিসহ তাদের একাধিক আত্মীয় স্বজনকে হয়রানি করতেই  আসামি করা হয়৷ এদিকে গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  মামলার বিষয়ে সৌরভ শিকদারের কাছে জানতে চাইলে কুমারখালি ব্রিজ সংলগ্ন এলাকায় মিঠু মুন্সির সাথে সজিব শিকদার, হানিফ শিকদার, মিঠুন হাওলাদার  সৌরভ শিকদারের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার ঘটনায় ক্ষিপ্ত হইয়া সজিব শিকদার মিঠু মুন্সীকে জ্বালিয়ে মারার হুমকি ধামকি দেয় ।  একই দিন  রাতে ৬/৭ জনের একটি দল মিঠু মুন্সিকে কুমারখালি সংলগ্ন বাসায় গিয়া খোঁজাখুঁজি করে।  মিঠু মুন্সি পূর্বেই ওই ঘর জনৈক ব্যক্তির কাছে ভাড়া দেয়ার কারনে মিঠুকে সেখানে না পেয়ে ডাকচিৎকার করিয়া ঘরের দরজা বাহির থেকে আটকে দিয়ে কেরোসিন ঢেলে ঘরের লাগোয়া রান্না ঘরে আগুন ধরাইয়া দেয়। এসময় ঘরের ভিতরে ভাড়াটিয়ার গৃহিনী ও তার শিশু সন্তান ছিলো। তারা আগুন দেখে ডাকচিৎকার দিলে দূর্বৃত্তরা পালিয়ে যায় এবং স্থানীয়রা লোকজন মা ও শিশুকে উদ্ধার করে আগুন  নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রাতেই বাউফল থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে।
এব্যাপারে ঘরের মালিক মিঠু মুন্সী সাংবাদিকদের বলেন, সৌরভকে কে বা কারা মেরেছে আমি জানি না। ঘটনার সময়ে আমি বরিশালে অবস্থান করছিলাম। কিন্তু মামলায় আমাকে আসামি করা হইলো কেন সেটাই আমি জানতে চেয়েছিলাম সৌরভের ভাই সজিবের কাছে। এতে তিনি ক্ষিপ্ত হইয়া আমাকে নানারূপ গালমন্দ করে। আমাকে আরো মিথ্যা মামলায় ফাঁসানোসহ বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয় এবং রাতে আমার বাজার সংলগ্ন বাসায় আগুন দেয়। আগুন দেয়ার ঘটনায় অভিযুক্তদের নামে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *