৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

চট্টগ্রামে আজও ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ২ মাত্রার মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার।

শনিবার (২৭শে নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। মৃদু মাত্রার এই ভূমিকম্পের পর এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মিয়ানমারের চিন রাজ্যের হাখা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৫৩ কিলোমিটার। মাত্র একদিন আগেই বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে শুক্রবার (২৬শে নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রামে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার। তবে ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কারনে চকবাজারের কাপাসগোলা সড়কের রহমান ভিলা হেলে পড়ে। ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে যায়।

একইভাবে চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় হেলে পড়ে আরেকটি বহুতল ভবন। ওই ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *