বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শামীম আহমেদ ॥

শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা নিয়ে কোন ব্যবসা নয় এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম-ফিলাপের নির্ধারিত ফি এর বাহিরে করোনা মহামারির ভিতরেও কলেজ প্রশাসন কর্তৃক বিভিন্ন অযৌক্তিক খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (অনার্স ৪র্থ বর্ষ) শিক্ষার্থী ছাত্র-ছাত্রীরা।

আজ শনিবার (৬ই) নভেম্বর সকাল ১১টায় বরিশাল বজ্রমোহন (বিএম কলেজের) ছাত্র-ছাত্রী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি ক্যাম্পাশে প্রদক্ষিণ করে কলেরের সামনের নতুন বাজার নথুল্লাবাদ সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের দাবী পুরনের জন্য বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় শিক্ষার্থীদের দাবী পুরন করার লক্ষে বক্তব্য রাখেন মোঃ তানজিলুর রহমান,রাসেদুল ইসলাম আকাশ,ফয়সাল হোসেন, নবীন সিকদার, সৈকত বিশ্বাষ,সুমন ডাকুয়া ও আরিফ মাহমুদ।

এসময় তারা বলেন তাদের দাবী পুরন করা না হলে বিএম কলেজে কোন পরিক্ষা হতে দেওয়া হবে না। প্রয়োজনে কলেজ ক্যাম্পাসের সকল দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে অচল করে দেওয়ার হুমকি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *