‘প্রধানমন্ত্রীর অনুমতি না থাকায় পানির দাম বাড়ানো যায়নি’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর অনুমতি না থাকায় রাজধানীতে পানির দাম বাড়ানো যায়নি।’ আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জোনভিত্তিক ইউটিলিটির দাম নির্ধারণ করতে হবে। কেননা গুলশানে থাকা ব্যক্তি এবং যাত্রাবাড়ী থাকা ব্যক্তির জীবন যাপনের এক রকম নয়। সে হিসাবে বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম নির্ধারণ করতে হবে।’ তাজুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র খাল এবং ড্রেনেজ ব্যবস্থাকে উন্নতি করলেও ঢাকা শহরকে পানির সমস্যা থেকে উদ্ধার করা সম্ভব না। আশেপাশের যে নদীগুলো রয়েছে সেগুলোর যদি যত্ন নেয়া না হয় তাহলে এই অবস্থার উন্নতি হবেনা। পানির দাম বাড়ানোর জন্য আমি বলেছি। প্রধানমন্ত্রী বলেছেন ধীরে ধীরে বাড়ানো হবে।’

সেমিনারে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, ‘নির্দিষ্ট এলাকা নিয়ে একটি বায়ো-ইকো পার্কের মাধ্যমে ভু-গর্ভস্থ পানি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।’ এসময় মেয়র আরও বলেন, ‘খালগুলো সম্পূর্ণ অবহেলিতভাবে রয়েছে। অবৈধভাবে এগুলো দখল করে রাখা হয়েছে। এরপর আমরা এই সকল অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *