বরিশালে ট্রাফিক পুলিশের অভিযান, ৭টি মোটর সাইকেল ও ১টি সিএনজি আটক

বরিশাল নগরীর সড়কগুলোকে যানজট মুক্ত ও শৃংখলা ফিরিয়ে আনতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১১ টার দিকে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
এ সময় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায়  ১৯ টি যানবাহনে মামলা দেয়া হয়েছে।এছাড়াও বৈধ কাগজ পত্র না থাকায় ৭ টি মোটর সাইকেল ও ১ টি সিএনজি আটক করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজ পত্র বিহিন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই আঃ রহিম,সার্জেন্ট রফিকুল ইসলাম,সার্জেন্ট গোলাম সরোয়ার,সার্জেন্ট মেমী সহ বিএমপি ট্রাফিক পুলিশ সদস্য সোহাগ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *