জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আড়াই হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কলাপাড়ায় আড়াই হাজার দরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের কতৃপক্ষের উদ্যোগে পায়রা তাপ বিদ্যুত পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানায় রোববার বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পায়রা বন্দরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিবের সভাপতিত্বে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জোবায়ের আহমেদ, নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান, মিঠুন মহলী, মোহাম্মদ তারিক নূর, ম্যানেজার শহীদ উল্লাহ ভূইয়া প্রমুখ। বিসিপিসিএল কর্মকর্তারা জানান উপজেলার মহিপুর, লতাচাপলী, চম্পাপুর,লালুয়া,টিয়াখালী ও ধানখালী ইউনিয়নের ২৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১২ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি ডাল, এক লিটার তেল, ২ কেজি লবন, ১ কেজি চিনি, ২ টি সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *