ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান (নৌকা) ৫৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম (আনারস) পেয়েছেন সাত হাজার ৪৩৩ ভোট। রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মনিরউজ্জামান (নৌকা) ২৪ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী মিলন মাহামুদ বাচ্চু (আনারস) পেয়েছেন ১৫ হাজার ৪৯২ ভোট (একটি কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি)। কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এমাদুল হক মনির (নৌকা) ২৮ হাজার ৯৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার (কাপপ্রিজ) পেয়েছেন তিন হাজার ৯৭৯ ভোট। নলছিটি উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান (নৌকা)।
এবং নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে (মহিলা) ভাইস চেয়ারম্যান হিসেবে মোর্শেদা লস্কর এবং (পুরুষ) ভাইস চেয়ারম্যান হিসেবে মফিজুর রহমান (শাহীন) বে-সরকারী ভাবে নির্বাচিত। অভিনন্দন নির্বাচিত প্রার্থীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *