পিরোজপুরে গণটিকা কার্যক্রম শুরু

পিরোজপুরের ৭টি উপজেলার ৫২ টি ইউনিয়নে একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক।

সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানায়, পিরোজপুর জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার সর্বমোট ৫২টি ইউনিয়ন ও ১৮টি ওয়ার্ডের ১৫৬টি টিকা কেন্দ্রে ৩৪ হাজার ৮০০ জন বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী ও পুরুষকে এ কার্যক্রমের আওতায় এনে এ টিকা প্রদান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *