কলাপাড়ায় ডাঃ তাসনিম জারা’র উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ 

কামাল হাসান রনি:
কলাপাড়ার উপকূলীয় অঞ্চলের লক ডাউনের অসহায় ৫০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেছেন ডাঃ তাসনিম জারা। ডাঃ তাসনিম জারা অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ইতিমধ্যে অসহায়, দরিদ্র পরিবারের সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে খাবার সামগ্রী বিতরণ করা হয়। ডাঃতাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের জন্য সহযোগিতা করার জন্য স্টাটাস দেন,সেই স্টাটাসে কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের এডমিন মহিবুল্লাহ মুহিব কমেন্ট করার প্রেক্ষিতে এই সহায়তা প্রদানের আশ্বাস দেন। সেই অনুযায়ী প্রতি পরিবারের জন্য ১০কেজি চাল,ডাল ১ কেজি,তেল ১ লিটার,পিয়াজ ১কেজি,আলু ২ কেজি,আটা ২ কেজি,হুইল সাবান ১ টা, ১কেজি লবন দেয়া হয়। কলাপাড়ার উপকূলীয় এলাকা গঙ্গামতি,কাউয়ারচর,নতুনপাড়া,অনন্তপাড়া,ধুলাসারের ৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাঃতাসনিম জারা’র সহপাঠী বন্ধু ডাঃ মোঃ আতিকুল ইসলাম। ডাঃমোঃ আতিকুল ইসলাম সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের অন্যতম এডমিন কামাল হাসান রনি, কেজেসি প্রোপার্টিজের মেম্বার মোস্তাফিজুর রহমান শিবলু,চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের  গাজী আলী আহম্মেদ,মেহেদী হাসান জনি,অনন্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম,নেছার উদ্দিন,ইউপি সদস্য খোকন খলিফা,চাপলি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃজাকারিয়া ইসলাম, মানবতার ডাক সংগঠনের সভাপতি মোঃওহিদুল্লাহ ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *