বরিশাল বিভাগে ২য় পর্যায়ে ঘর পাচ্ছে ৭ হাজার ১২৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার

বরিশাল অফিস:
২য় পর্যায়ে বরিশাল বিভাগে ভূমি ও গৃহহীন ৭ হাজার ১২৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ নতুন ঘর প্রদানের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব ঘর যারা পাবেন তাদের জন্য ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট এ ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানান সুযোগ-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল জানিয়েছেন মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে ২য় পর্যায়ে বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল জেলায় ৪৯৯টি, পটুয়াখালীতে ২ হাজার ৭৮১টি, ভোলা জেলায় ৩৭১টি, পিরোজপুর জেলায় ২ হাজার ৪টি, বরগুনা জেলায় এক হাজার ও ঝালকাঠীতে ৪৭২টি ঘর রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিেেসব ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষে জমি সহ এ ঘর প্রদান করা হচ্ছে। সরকারী অর্থায়নে নির্মিত এ ঘরগুলো সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার গতকাল বুধবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার চরআবদানী গ্রামের ৫০টি ঘর পরিদর্শন করেন। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় পর্যায়ে নির্মিত এ ঘরের শুভ উদ্বোধন করবেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, এসিল্যান্ড নিশাত তামান্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ প্রথম পর্যায়ে বরিশাল বিভাগে ৬ হাজার ৬৬টি ঘঢ়র বরাদ্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *